আর্ট-প্রকৃতির অপরূপ সৌন্দর্য পেইন্টিং||

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পেইন্টিং করতে যাচ্ছি। কয়েকদিন থেকে এতটাই ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি যে পেইন্টিং করার সময় করে উঠতে পারছিলাম না এরপর যখন পেইন্টিং করতে বসলাম তখন দেখি টেপ খুজে পাচ্ছি না। কি এক ঝামেলা। এরপরেও অনেক সাবধানতার সাথে ধীরে ধীরে এই পেইন্টিং করার চেষ্টা করেছি। যাতে করে এলোমেলো না হয়ে যায়। আশা করছি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আপনাদের সবার ভালো লাগবে।


প্রকৃতির অপরূপ সৌন্দর্য পেইন্টিং:

IMG_20230529_231007.jpg
Device-OPPO-A15


প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখলে হৃদয় জুড়িয়ে যায়। প্রকৃতির সেই সৌন্দর্য যখন রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করি তখন অনেক ভালো লাগে। জানিনা কতটা ফুটিয়ে তুুলতে পারি তবে চেষ্টা করি প্রকৃতির সৌন্দর্য সুন্দর করে উপস্থাপন করার জন্য। তাই তো এই সুন্দর পেইন্টিং আপনাদের মাঝে শেয়ার করেছি। মাঝে মাঝে রং তুলির ছোঁয়ায় প্রকৃতির সৌন্দর্য অংকন করার চেষ্টা করি। প্রকৃতি দেখতে এতটাই সুন্দর যে এর সৌন্দর্য কখনোই বর্ণনা করে শেষ করা যায় না। তবুও ক্ষুদ্র প্রচেষ্টায় চেষ্টা করেছি প্রকৃতির কিছুটা সৌন্দর্য তুলে ধরার জন্য। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কিছু উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।

IMG20230529141648.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230529142702.jpg
Device-OPPO-A15
IMG20230529142739.jpg
Device-OPPO-A15


প্রকৃতির অপরূপ সৌন্দর্য পেইন্টিং করার জন্য প্রথমে হালকা ভাবে আকাশের অংশে রং দিয়েছি। এরপর হলুদ রঙের ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20230529142949.jpg
Device-OPPO-A15
IMG20230529143109.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে সুন্দর ভাবে হলুদ রঙের ব্যবহার করেছি। এরপর কমলা রঙের ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20230529143232.jpg
Device-OPPO-A15
IMG20230529143407.jpg
Device-OPPO-A15


কমলা রঙের ব্যবহার করা হয়ে গেলে এবার নিচের দিকে সুন্দরভাবে কালো রঙের ব্যবহার করেছি। যাতে পেইন্টিং দেখতে ভালো লাগে।


ধাপ-৪

IMG20230529143551.jpg
Device-OPPO-A15
IMG20230529143818.jpg
Device-OPPO-A15


এবার পেন্সিল দিয়ে সুন্দরভাবে গাছ অঙ্কন করার চেষ্টা করেছি। এরপর পাখি অঙ্কন করার চেষ্টা করেছি। গাছের ডালে বসে থাকা পাখি দেখতে যেমন ভালো লাগে তেমনি উড়ে যাওয়া পাখি গুলো দেখতে ভালো লাগে। তাই তো সেই সৌন্দর্য পেইন্টিং এর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20230529144048.jpg
Device-OPPO-A15
IMG20230529144510.jpg
Device-OPPO-A15


এবার এই পেইন্টিং এর সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য ধীরে ধীরে গাছের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যাতে দেখতে ভালো লাগে।


ধাপ-৬

IMG20230529144615.jpg
Device-OPPO-A15
IMG20230529144955.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে পাখিগুলো অঙ্কন করার চেষ্টা করেছিল। গাছের ডালে পাখি বসে থাকলে দেখতে অনেক ভালো লাগে। আর উড়ন্ত পাখিটিও সুন্দরভাবে অঙ্কনের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20230529145220.jpg
Device-OPPO-A15
IMG20230529145415.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকে ছোট ছোট ঘাস অঙ্কনের চেষ্টা করেছি। যাতে করে পেইন্টিং দেখতে ভালো লাগে।


শেষ ধাপ

IMG20230529145620.jpg
Device-OPPO-A15
IMG_20230530_101851.jpg
Device-OPPO-A15


এবার গাছের অংশ আরো সুন্দর করার জন্য ছোট ছোট পাতা অঙ্কন করার চেষ্টা করেছি। যাতে করে এই পেইন্টিং আরো বেশি সুন্দর হয় এবং আপনাদের কাছে ভালো লাগে।


উপস্থাপনা:

IMG_20230529_232610.jpg
Device-OPPO-A15


প্রকৃতির অপরূপ সৌন্দর্য পেইন্টিং হয়ে গেলে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রকৃতির অপরূপ সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে। আর প্রকৃতির সেই সৌন্দর্য যখন রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয় তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে। তাইতো আমি প্রকৃতির অপরূপ সৌন্দর্য পেইন্টিং এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। জানিনা আমার এই পেইন্টিং আপনাদের কাছে কেমন লেগেছে। তবে ব্যস্ততার মাঝেও একটুখানি সময় বের করে এই পেইন্টিং করার চেষ্টা করেছি।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 4 months ago 

আপনি পোস্টার রং দিয়ে খুবই চমৎকারভাবে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যময় একটি চিত্র অংকন করেছেন। আপনার এই চিত্র অংকনে উড়ন্ত পাখির চিত্র অংকনটি দেখতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।

 4 months ago 

ওয়াও দারুন পেইন্টিং শেয়ার করেছেন আপু। আপনার এত সুন্দর পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রকৃতির দৃশ্য আপনার পেইন্টিং এর মধ্যে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 months ago 

আপু আমি চেষ্টা করেছি সুন্দর একটি পেইন্টিং করার জন্য। আমার এই পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন এবং মতামত প্রকাশ করেছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 4 months ago 

আপু আপনি তো দারুণ একটি পেইন্টিং করেছেন ৷ আসলেই আপনার সুন্দর পেইন্টিং এ প্রকৃতির অপরূপ সৌন্দর্য চমৎকার ভাবে ফুটিয়ে উঠেছে ৷ অনেক ভালো লাগলো প্রকৃতির এমন সুন্দর একটি দৃশ্য আপনার সুন্দর পেইন্টিং এর মাধ্যমে দেখে ৷ বিশেষ করে পাখি দুটা দারুণ লাগছে ৷ অসংখ্য ধন্যবাদ আপু শেয়ার করার জন্য ৷

 4 months ago 

চেষ্টা করেছি সুন্দর একটি পেইন্টিং করে সবার মাঝে উপস্থাপন করার জন্য। আমার পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জেনে অনুপ্রেরণা পেলাম। পাখি দুটো সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি ভাইয়া।

 4 months ago 

আমরা সবাই প্রকৃতিকে অনেক বেশি ভালবাসি প্রকৃতির মাঝে সময় কাটাতে অনেক বেশি পছন্দ করি। এমন সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর টেপ নিয়ে খুব সুন্দর করে প্রকৃতি দৃশ্য পইন্টিং করেছেন অনেক ভালো লেগেছে।

 4 months ago 

ঠিক বলেছেন আপু আমরা সবাই প্রকৃতি ভালোবাসি। আর প্রকৃতির সৌন্দর্য তুলে ধরতে ভালো লাগে। চেষ্টা করেছি আপু সুন্দর একটি পেইন্টিং করে শেয়ার করার জন্য। মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপু।

 4 months ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্যের পেইন্টিং অংকন দেখে আমি তো একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। জল রং দিয়ে এভাবে পেইন্টিং করলে তার সৌন্দর্যতা খুবই সুন্দর লাগে আমার কাছে দেখতে। আমার কাছে পাখিগুলো দেখতে একটু বেশি ভালো লাগছে। আপনি খুবই নিখুঁতভাবে, ধৈর্য ধরে, নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই পেইন্টিং করেছেন। এরকম নিখুঁত কাজ গুলোর মাধ্যমে নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ ঘটে বলে আমি মনে করি। কালার কম্বিনেশনটা ও খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। বেশ আকর্ষণীয় লাগছে এই পেইন্টিং টি দেখতে। সত্যি আপনার অনেক দক্ষতা রয়েছে।

 4 months ago 

আপনার আর্ট গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আজকের টিও তার ব্যতিক্রম নয়। অসাধারণ আর্ট করেছেন আপনি। কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। উড়ন্ত পাখির দৃশ্যটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

আমার আর্ট এগুলো আপনার কাছে ভালো লাগে জেনে সত্যিই ভালো লাগলো। সুন্দরভাবে আর্ট করে সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ আপু।

 4 months ago 

ঠিক সময়ে প্রয়োজনীয় জিনিস খুঁজে না পেলে খুবই বিরক্তিকর লাগে।আপনার পেইন্টিংটি খুবই সুন্দর হয়েছে।তাছাড়া প্রথম ছবির ফ্রেমটি আমার কাছে বেশি ভালো লেগেছে।কিভাবে ফ্রেমটি তৈরি করেছেন তা আপনার কাছ থেকে আমাকে একদিন শিখে নিতে হবে আপু।প্রকৃতির দৃশ্য আমার কাছে বরাবরই ভালো লাগে, ধন্যবাদ আপু।

 4 months ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্যের একটা চিত্র অংকন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। চিত্রটি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে গাছের ডালে পাখি বসে থাকার চিত্রটি অঙ্কন করার জন্য।

 4 months ago 

সত্যি কথা আপু প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখলে আমাদের সবারই হৃদয় জুড়িয়ে যায়। আপু আপনার শেয়ার করা আজকের প্রকৃতির অপরূপ সৌন্দর্যের পেইন্টিংটি জাস্ট অসাধারণ হয়েছে। আপনার পেইন্টিং করার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পেইন্টিংটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

আপনার করা প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের পেইন্টিং দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনি পেইন্টিং এর প্রতিটি ধাপ খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।এটা দেখে যে কেউ সহজেই পেইন্টিং করতে সক্ষম হবেন।এই পেইন্টিং গুলো করতে অনেকটা সময় এবং ধৈর্য্যর প্রয়োজন হয়।ধন্যবাদ সুন্দর পেইন্টিং পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.08
JST 0.023
BTC 26589.42
ETH 1595.28
USDT 1.00
SBD 2.18