আর্ট-রং তুলি দিয়ে একটি পেইন্টিং||

in আমার বাংলা ব্লগ17 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে সময় পেলে পেইন্টিং করি। আজকে আমি একটি পেইন্টিং শেয়ার করবো।রং তুলি দিয়ে পেইন্টিং করতে অনেক ভালো লাগে। তবে পেইন্টিং গুলো করার পর যখন পেইন্টিং এর নাম দিতে যাই তখনই ঝামেলা শুরু হয়ে যায়। যাই হোক আশা করছি আমার এই পেইন্টিং আপনাদের ভালো লাগবে।


রং তুলি দিয়ে একটি পেইন্টিং:

IMG_20240917_124742.jpg
Device-OPPO-A15


রং তুলির ব্যবহার করে সুন্দর কোন পেইন্টিং করতে আমার ভীষণ ভালো লাগে। আর যখন পেইন্টিং এর মাধ্যমে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপস্থাপন করি তখন নিজের কাছেও অনেক ভালো লাগে। আসলে নিজের পেইন্টিং গুলো দেখতে কতটা ভালো লাগে জানিনা তবে পেইন্টিং করার মুহূর্তটা দারুন ভাবে উপভোগ করি। আর নিজের মতো করে রং তুলির ছোঁয়ায় প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করি। আসলে রং তুলির ব্যবহার করে যখন প্রাকৃতিক সৌন্দর্য কিংবা নিজের মনের মাধুরী দিয়ে কোন কিছু ফুটিয়ে তোলা হয় তখন অনেক ভালো লাগে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইনটিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।

IMG20240916131645.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240916132403.jpg
Device-OPPO-A15
IMG20240916132831.jpg
Device-OPPO-A15


এই পেইন্টিং করার জন্য প্রথমে নীল রং দিয়েছি। এরপর হলুদ এবং সবুজ রং দিয়েছি।


ধাপ-২

IMG20240916133152.jpg
Device-OPPO-A15
IMG20240916133333.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকে কিছু ছোট ছোট ঘর বাড়ি পেইন্টিং করেছি। এরপর সবুজ রঙের ব্যবহার করেছি।


ধাপ-৩

IMG20240916133428.jpg
Device-OPPO-A15
IMG20240916133532.jpg
Device-OPPO-A15


এবার সবুজ রং গুলো আরো সুন্দর করে দিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় লাগে। এরপর নদীর অংশে নীল রং দেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20240916133726.jpg
Device-OPPO-A15
IMG20240916134149.jpg
Device-OPPO-A15


নদীর সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য নীল রং দিয়েছি আর হালকা সাদা রংয়ের মিশ্রণ দিয়েছি।


ধাপ-৫

IMG20240916134834.jpg
Device-OPPO-A15
IMG20240916135135.jpg
Device-OPPO-A15


এবার ঘরবাড়ির সৌন্দর্য আরো বাড়িয়ে তোলার চেষ্টা করেছি। আর একটি ছোট্ট নৌকা পেইন্টিং করেছি।


ধাপ-৬

IMG20240916135544.jpg
Device-OPPO-A15
IMG_20240916_142254.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে কিছু ফুল গাছ পেইন্টিং করার চেষ্টা করেছি। যাতে করে আমার এই পেইন্টিং দেখতে ভালো লাগে এবং সুন্দরভাবে উপস্থাপন করতে পারি।


উপস্থাপনা:

IMG_20240916_141826.jpg
Device-OPPO-A15


পেইন্টিং করতে আমার খুবই ভালো লাগে। রং তুলির মাধ্যমে যখন সুন্দর কোন পেইন্টিং করি তখন নিজের কাছে অনেক ভালো লাগে। তবে এই পেইন্টিং বাস্তবে দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। হয়তো ছবিতে সেভাবে এই পেইন্টিং এর সৌন্দর্য উপস্থাপন করতে পারিনি। রং তুলির মাধ্যমে সুন্দর একটি পেইন্টিং করতে আমার ভীষণ ভালো লেগেছে। আশা করছি আমার এই পেইন্টিং সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 17 days ago 

অনেক সুন্দর একটা পেইনটিং করেছেন আপনি, যেটা দেখে আমি মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। এ ধরনের পেইন্টিং গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এমন কি রকম পেইন্টিং গুলো করতেও আমি খুব পছন্দ করি। গ্রামে কিন্তু এরকম সৌন্দর্য অনেক বেশি দেখা গিয়ে থাকে। নদীর পাশ দিয়ে থাকা গ্রামটা দেখতে অসম্ভব ভালো লাগে। আপনি এই দৃশ্যটাকে এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন দেখে খুব ভালো লেগেছে।

 15 days ago 

আমার পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম আপু। আপনিও অনেক ভালো পেইন্টিং করেন। আপনার পেইন্টিং গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।

 17 days ago 

আপু আপনি দেখছি রং তুলিতে খুবই সুন্দর করে আর্ট তৈরি করেন। আপনি আজকে আমাদের বাজে শেয়ার করেছেন নদীর পাশে একটি ঘর সাথে নদীতে পালতোলা নৌকার খুবই সুন্দর একটি পেইন্টিং। সত্যিই এটা দেখতে খুবই আকর্ষণীয় হয়েছে। আপনি খুবই সুন্দর করে একটি নদীর চারি পাশের দৃশ্যসহ নদীতে চলা পালতোলা নৌকার খুব সুন্দর একটি দৃশ্য অংকন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 15 days ago 

রং তুলি দিয়ে আর্ট করতে আমার খুবই ভালো লাগে ।বানানের ক্ষেত্রে একটু সতর্ক হবেন ভাইয়া। অনেক সময় বানান ভুল হলে অর্থটাই পাল্টে যায়।

 17 days ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে রং তুলি দিয়ে একটি পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পেইন্টিং দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে আপনাদের হাতের কাজগুলো দেখলে আমার কাছে মনে হয় কম্পিউটার দিয়ে তৈরি করা এতটাই ভাল লাগে। এত সুন্দর ভাবে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 15 days ago 

রং তুলির ব্যবহার করে সুন্দর একটি পেইন্টিং করার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 17 days ago 

অসাধারণ একটা পেইন্টিং করেছেন আপু। দৃশ্যটা সত্যিই খুব মনমুগ্ধকর। বেশ ভালো লাগলো আপনার আজকের এই পেইন্টিং টা দেখে। চমৎকার হয়েছে আপনার এই পেইন্টিং টা। কালার কম্বিনেশন টা অনেক বেশি ভালো লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে।

 15 days ago 

আমার এই পেইন্টিং আপনার কাছে অসাধারন লেগেছে জেনে অনেক ভালো লাগলো। কালার কম্বিনেশন ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

 17 days ago 

অসাধারণ চমৎকার সুন্দর হয়েছে আপনার পেইন্টিং টি আপু।খুব সুন্দর পেইন্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন পাহাড় নদী আকাশ,পাল তোলা নৌকা, ফুল।সব মিলিয়ে অসাধারণ সুন্দর পেইন্টিং। ধন্যবাদ আপনাকে সুন্দর পেইন্টিং পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 15 days ago 

পেইন্টিং করতে আমার খুবই ভালো লাগে। তাই প্রাকৃতিক সৌন্দর্য রং তুলির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আপু। অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহ দেওয়ার জন্য।

 17 days ago 

আপু রং তুলির সাহায্যে দারুন একটি পেইন্টিং করেছেন দেখে বেশ ভালো লাগলো। পাহাড় গুলো দেখতে বেশ ভালো লাগছে ।নদী গাছপালা সব মিলিয়ে দারুন একটি প্রাকৃতিক দৃশ্য রং তুলি দিয়ে ফুটিয়ে তুলেছেন। দেখে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।।

 15 days ago 

রং তুলির ব্যবহার করে সুন্দর কোন পেইন্টিং করতে বেশ ভালো লাগে। তাই আমি চেষ্টা করেছি আপু নতুন কিছু করার।

 17 days ago 

বাহ, আপু আপনি রং তুলি দিয়ে অসাধারণ দৃশ্য পেইন্টিং করেছেন। নদীর ধারে অনেক সুন্দর ভাবে ঘর সহ প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন। আর্ট তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি দৃশ্য শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 15 days ago 

আমার পেইন্টিং আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আপু।

 17 days ago 

আপু আপনি রং তুলি দিয়ে অসাধারণ একটি পেইন্টিং আজ আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখি আমি মুগ্ধ হয়ে গেলাম। রং তুলি দিয়ে নিখুঁতভাবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য ফুটিয়ে তুলেছেন। পেইন্টিংটার কালার কম্বিনেশনটা ছিল অসাধারণ। নিজের ক্রিয়েটিভিটি কে কাজে লাগিয়ে এত সুন্দর একটি পেইন্টিং করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 15 days ago 

রং এবং তুলির ব্যবহার করে সুন্দর করে এই দৃশ্যটি পেইন্টিং করেছি ভাইয়া। আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুবই ভালো লাগলো।

 17 days ago 

এইরকম প্রাকৃতিক পেইন্টিং গুলো দেখলে মনটা ভরে যায়। আপনি দারুন ভাবে রং তুলি দিয়ে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করছেন। পেইন্টিং টি আর্ট করার প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 15 days ago 

প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখে আপনার মনটা ভরে গেল জেনে খুশি হলাম ভাইয়া। গঠনমূলক মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61823.88
ETH 2390.97
USDT 1.00
SBD 2.57