লাইফস্টাইল পোস্ট || সকাল বেলা ক্যাফে তে নাস্তা করার অভিজ্ঞতা এবং অনুভূতি
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে। বেশ কিছুদিন আগে ক্যাফে তে সকাল বেলা নাস্তা করেছিলাম এবং আজকে সেই অভিজ্ঞতা ও অনুভূতি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আপনারা অনেকেই জানেন যে,বেশ কয়েকমাস ধরে আমার ওয়াইফকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চাষাড়া শাখায় চিকিৎসা করাচ্ছি। তো প্রায়ই পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আসা যাওয়া করতে হয়। কিছুদিন আগে আমার ওয়াইফ এর বেশ কয়েকটি টেস্ট করানো হয়েছিল। তো রিপোর্ট গুলো আনতেই মূলত সকালের দিকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আমাকে যেতে হয়েছিল।
যাইহোক সকালে ঘুম থেকে উঠে ৯ টার দিকে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। বাসা থেকে বের হওয়ার আগেই ভেবেছিলাম বাহিরে নাস্তা করবো। তাই বাসা থেকে নাস্তা না করেই বের হয়েছিলাম। যাইহোক ৩০/৪০ মিনিটের মধ্যেই আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পৌঁছে গিয়েছিলাম। তারপর রিপোর্ট গুলো কালেক্ট করতে চতুর্থ তলায় চলে গেলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই আমি সবগুলো রিপোর্ট কালেক্ট করতে সক্ষম হয়েছিলাম। তখন সকাল ১০ টা বেজে যায়। এরপর পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে বের হয়ে চলে গেলাম চাষাড়া শহীদ মিনারের পিছনে। কারণ শহীদ মিনারের পিছনে বেশ কয়েকটি ক্যাফে রয়েছে। সেই ক্যাফে গুলোতে সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, সন্ধ্যায় বিভিন্ন ধরনের খাবার সহ ডিনারের ব্যবস্থা রয়েছে।
তো এর আগে সেখানকার কয়েকটি ক্যাফে তে সন্ধ্যায় নাস্তা করলেও, সকালে কখনো নাস্তা করা হয়নি। তাই ভাবলাম ক্যাফে তে ঢুকেই সকালের নাস্তাটা করে ফেলি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করতে আমার খুব ভালো লাগে। যাইহোক ক্যাফে তে ঢুকে প্রথমে মেন্যু কার্ড দেখার চেষ্টা করলাম। কারণ আমার ইচ্ছে ছিলো তন্দুর রুটি দিয়ে চিকেন স্যুপ খাওয়ার। কিন্তু চিকেন স্যুপ ছিলো না বলে,আমি তেল ছাড়া ৩ টা পরোটা, ডিম পোচ এবং ডালভাজি অর্ডার করলাম। আমি বাহিরে পরোটা খেলে সবসময় তেল ছাড়া পরোটা খেয়ে থাকি। কারণ তেল যত কম খাওয়া যায় ততই ভালো। যাইহোক অল্প সময়ের মধ্যেই টেবিলে নাস্তা চলে আসলো। পেটে প্রচন্ড ক্ষুধা ছিলো বলে অল্প সময়ের মধ্যেই নাস্তা করে নিয়েছিলাম। তাছাড়া পরোটার স্বাদ দারুণ ছিলো।
এরপর ভাবলাম কোল্ড ড্রিংকস অর্ডার করা যাক। তো মেন্যু কার্ড দেখে ম্যাংগো মিল্ক শেক অর্ডার করলাম। কারণ ম্যাংগো মিল্ক শেক বরাবরই আমার খুব পছন্দ। এককথায় বলতে গেলে ম্যাংগো মিল্ক শেক আমার সবচেয়ে পছন্দের একটি ড্রিংকস। তাছাড়া আমি তো এমনিতেই ম্যাংগো লাভার। যাইহোক ম্যাংগো মিল্ক শেকের স্বাদ ছিলো এককথায় দুর্দান্ত। সত্যি বলতে আমি একেবারে অল্প সময়ের মধ্যেই সেদিন ম্যাংগো মিল্ক শেক পান করে ফেলেছিলাম। আসলে যেকোনো খাবারের স্বাদ ভালো হলে,খেতে কিন্তু সময় লাগে না। যাইহোক সকালের নাস্তা শেষ করে, বিল মিটিয়ে ক্যাফে থেকে বের হয়ে গেলাম। তারপর সোজা বাসায় চলে গিয়েছিলাম। আসলে সকাল বেলা ক্যাফে তে নাস্তা করার অনুভূতি দারুণ ছিলো। আর এই অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | লাইফস্টাইল |
---|---|
ফটোগ্রাফার | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
তারিখ | ৩১.১০.২০২৪ |
লোকেশন | w3w |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
X-promotion
বেশি দারুণ একটি অভিজ্ঞতা আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। অনেক অনেক ভালো লাগলো আপনার এই চমৎকার অভিজ্ঞতাটা আমাদের মাঝে তুলে ধরে জানার সুযোগ করে দিয়েছেন দেখে। অচেনা অজানা একটি রেস্টুরেন্ট সম্পর্কে কিছুটা ধারণা পেলাম।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। সেই ক্যাফে তে গিয়ে বেশ ভালোই অভিজ্ঞতা হয়েছিল আমার। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ক্যাফে তে নাস্তা করার অভিজ্ঞতা এবং অনুভূতি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন ভাই। পরোটা এবং ডিম ভাজি আমার পছন্দের খাবার। ফটোগ্রাফি গুলো দুর্দান্ত ছিলো। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
চেষ্টা করেছি নিজের অনুভূতি দারুণভাবে ফুটিয়ে তুলতে। সকালে এই ধরনের নাস্তা খেতে দারুণ লাগে। এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
সকাল বেলা ক্যাফে তে নাস্তা করেছেন বেশ ভালো হলো। আসলে ঘুম থেকে উঠে এভাবে নাস্তা করলে খুবই ভালো লাগে । পরোটা এবং ডিম ভাজি বেশ দারুন নাস্তা করেছেন। সকাল বেলা ক্যাফে তে নাস্তা করা অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সবচেয়ে বেশি ভালো লেগেছে ম্যাংগো মিল্ক শেক ড্রিংকসটা। যাইহোক এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
আগে থেকেই বাহিরে খাওয়া-দাওয়া করার চিন্তা থাকায়, আপনি বাহিরে খাওয়া-দাওয়া করেছিলেন রিপোর্টগুলো নেওয়ার পর। এটা জেনে খুব ভালো লাগলো। প্রত্যেকটা খাবার দেখেই বুঝতে পারছি খাবারের মান অনেক ভালো ছিল, আর অনেক মজা করে খেয়েছিলেন। অনেক সুন্দর একটা অনুভূতি আপনি আজকে সবার মাঝে উপস্থাপন করেছেন। দেখে ভালো লেগেছে।
হ্যাঁ আপু খাবার গুলো দারুণ লেগেছিল খেতে। যাইহোক পোস্টটি পড়ে গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাবির টেস্টের রিপোর্ট গুলো ভালো এসেছে আশা করি। যাইহোক, রিপোর্ট আনতে গিয়ে সকালের খাওয়া দাওয়া ক্যাফেতে করেছেন দেখে ভালো লাগলো। এটা ঠিক বলেছেন তেল যত কম খাওয়া যায় ততই মঙ্গল। ভালোই খাওয়া দাওয়া করলেন। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু টেস্ট রিপোর্ট গুলো ভালোই এসেছিল। যাইহোক পোস্টটি পড়ে সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
চাষাড়া শহীদ মিনারের পিছনের রেস্টুরেন্ট গুলোতে আমারও প্রায় সময় যাওয়া হয়। আপনার পপুলারে যাওয়া আসার বিষয়টা অনেক আগে থেকেই জানি। দোয়া করি যেন, যে উদ্দেশ্য করে বারবার আসা হয়, সেটা যেন সৃষ্টিকর্তা পূরণ করে দেয়। ধন্যবাদ।
আপনাদের দোয়া কাজে লেগেছে ভাই। আমাদের জন্য আরও বেশি বেশি দোয়া করবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।