গত আট সপ্তাহে আপনি ১৭৪০ টি.আর.এক্স জমিয়েছেন এবং নবম সপ্তাহে আরও ২৪০ টি.আর.এক্স জমিয়েছেন। এই পর্যন্ত মোট ১৯৮০ ট্রন স্টেকিং করেছেন। দেখে খুব ভালো লাগলো ভাইয়া। এভাবেই নিয়মিত ট্রন স্টেক করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখুন। একটা সময় অনেক কাজে লাগবে। আপনার জন্য শুভকামনা রইল।
জি ভাই, সেই চেস্টায় আছি।