বন্ধুদের সাথে নৌকা ভ্রমণে যেতে আমার খুব ভালো লাগে এবং আমরা মাঝে মধ্যে যাই। তবে ঠিক নৌকা না আমরা ট্রলার ভ্রমণে যাই। কারণ নৌকা আমাদের এদিকে খুব কম আছে। যাইহোক আপনারা কয়েকজন মিলে নৌকা ভ্রমণে গিয়ে বেশ ভালোই উপভোগ করেছেন। তবে এটা ঠিক নৌকা চালাতে না পারলে শুধু ঘুরতে থাকে। অনেক বছর আগে আমি এমনটা দেখেছিলাম। তবে নদীতে এভাবে ঝুঁকি নেওয়া ঠিক না। পুকুর হলে সেটা অন্য ব্যাপার। নদীতে স্রোত থাকে,বড় ট্রলার এমনকি জাহাজ চলাচল করে। তাই পারদর্শী না হলে নৌকা চালানো উচিত নয়। গল্পটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।