কবিতা আবৃত্তি পোস্ট || ক্ষণিকের ভালো লাগা (সেলিনা সাথী আপু)
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। একসময় বিখ্যাত কবিদের কবিতাই বেশি পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই বেশি পড়া হয়। বিশেষ করে বড় দাদা, ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা নিয়মিত পড়া হয়।
কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি
যাইহোক সেলিনা সাথী আপুর কবিতা গুলো পড়তে এবং উনার আবৃত্তি শুনতে বরাবরই আমার খুব ভালো লাগে। তাই উনার কবিতা সবসময়ই চেষ্টা করি পড়ার জন্য। কয়েকদিন আগে "সাথীর শত কবিতা" বই থেকে একটি কবিতা পড়েছিলাম। সেই কবিতাটি পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল। সত্যি বলতে কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ লেগেছে। তাই আমি @selinasathi1 আপুর "ক্ষণিকের ভালো লাগা" কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যাইহোক আমি কবিতা আবৃত্তির লিংক নিচে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
কবিতা : ক্ষণিকের ভালো লাগা
কবি : সেলিনা সাথী
কবিতা আবৃত্তি : @mohinahmed
কবিতার লাইনগুলো নিম্নরূপ :
ক্ষণিকের ভালোলাগায়
প্রেমে পড়া ভুল,
আবেগের মোহে পড়ে
হারিয়ে যায় কূল।
সুপ্ত মনের গভীরে তোমার
জমানো ভালোবাসা,
রঙিন চোখে প্রলেপ হয়ে
ভাসবে কুয়াশা ।
তীব্র রোদের ঝলকানিতে
কুয়াশা কেটে গেলে,
সংগোপনে কাঁদবে তুমি
শূন্যে পাখা মেলে ।
ক্ষণিক শুধু ক্ষণিক হয়েই
মনে দেবে কাঁটা,
ক্ষণিক মোহ কেটে গেলেই
হয়তো দেবে টাটা।
সময় থাকতে ভেবে দেখা
হবে সমীচীন,
শুভকাজে বেজে ওঠা
অশুভ সেই বীণ।
("সাথীর শত কবিতা" বই থেকে লাইনগুলো নেওয়া হয়েছে)
কবিতা আবৃত্তির লিংক👇👇
ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | কবিতা আবৃত্তি |
---|---|
আবৃত্তি | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S9 Plus |
তারিখ | ১৯.৯.২০২৪ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
X-promotion
সেলিনা সাথী আপুর লেখা চমৎকার একটি কবিতা ক্ষনিকের ভালোবাসা।আজকে সেলিনা সাথীর আপুর সেই লেখা কবিতাটি আপনি খুবই সুন্দরভাবে আবৃত্তি করে আমাদের শোনালেন।কবিতা আবৃতি অনেক ভালো হয়েছো ভাইয়া।এত সুন্দর ভাবে সেরিনা সাথী আপুর লেখা ক্ষণিকের ভালোবাসা কবিতাটি আবৃতি করে আমাদের শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
চেষ্টা করেছি দারুণভাবে আবৃত্তি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে। ভাই কমেন্ট এর মধ্যে বানান ভুল রয়েছে। আশা করি ঠিক করে নিবেন।
ভাই আপনি কিন্তু চমৎকার কবিতা আবৃতি করেন। সাথী আপুর লেখা কবিতা আমাদের সবারই ভালো লাগে। আর আপনার কন্ঠে এই চমৎকার কবিতা আবৃতি শুনে আরো ভালো লাগলো। অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই।
ভাই সবসময়ই চেষ্টা করি খুব সুন্দর করে আবৃত্তি করতে। আপনারা সাপোর্ট করেন বলেই সবকিছু সম্ভব হচ্ছে। যাইহোক আমার আবৃত্তি শুনে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
সাথী আপুর অনেক সুন্দর একটি কবিতা আজকে আপনি নিজ কন্ঠে আবৃত্তি করে আমাদের শোনানোর চেষ্টা করেছেন। আপনার এই কবিতা আবৃত্তি আমার কাছে অনেকটা ভালো লাগলো। অসাধারণ ভাবে কবিতা লিখে থাকেন সাথী আপু। তার কবিতা গুলো আমি প্রায় লক্ষ্য করি। তবে জয় হোক উনার কবিতার খাতা থেকে একটি কবিতা বাছাই করে আপনি আবৃত্তি করেছেন তাই ধন্যবাদ।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। যাইহোক আমার আবৃত্তি শুনে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
প্রিয় আপুর কবিতাগুলো কিন্তু অসাধারণ। আর আপনি আমাদের প্রিয় আপুর খুব চমৎকার কবিতাটি নিজের কন্ঠে আবৃত্তি করলেন। আপনার কন্ঠে কবিতাটি আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো। এর আগেও আমি আপনার কন্ঠে অনেক কবিতা আবৃত্তি শুনেছি। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কাছ থেকে এমন প্রশংসনীয় মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো আপু। যাইহোক আমার আবৃত্তি শুনে এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
সেলিনা সাথী আপুর লেখা ক্ষণিকের ভালো লাগা কবিতাটি বৃদ্ধি করেছেন শুনে খুব ভালো লাগলো ভাই। আপনার কবিতা আবৃত্ত খুবই দারুণ হয়েছে। খুব মিষ্টি কন্ঠে চমৎকার কবিতাটি আমাদের মাঝে আবৃত্তি করেছেন। আসলে সাথী আপুর লেখা কবিতা আমাদের সবারই ভালো লাগে। এতো সুন্দর কবিতা আমাদের মাঝে আবৃত্তি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আসলে এমন মন্তব্য পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়। যাইহোক আমার আবৃত্তি শুনে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই। ভাই কমেন্ট এর মধ্যে বানান ভুল রয়েছে। আশা করি ঠিক করে নিবেন।