ডিজিটাল আর্ট-১৭ ❝নদীতে চলমান পালতোলা নৌকার ডিজিটাল আর্ট ❞ By mohamad786 [10% @shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

আপনার তো সকলেই অনেক ভালো করে জানেন সিলেট,সুনামগঞ্জ সহ বাংলাদেশের অধিকাংশ জেলা এখন বন্যার পানিতে প্লাবিত।এই দুর্যোগপূর্ণ সময় আমাদের মানবিক হতে হবে। তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।আমার বাংলা ব্লগ কমিউনিটি কর্তৃক @tangera আপু বন্যা কবলিত সিলেটবাসীর পাশে দাঁড়ানোর জন্য একটা ফান্ড গঠন করেছেন। আসুন আমরা সকলেই যে যা পারি নিজেদের সাধ্যমত কিছু দিয়ে সিলেটবাসীর পাশে দাঁড়াই।



যাই হোক আমি আজকে আপনাদের মাঝে নদীতে বয়ে চলা একটি পালতোলা নৌকার ডিজিটাল আর্ট নিয়ে হাজির হয়েছি।এই বর্ষা মৌসুমে এরকম পালতোলা নৌকা অনেক দেখা যায়।যা নদীর সৌন্দর্যকে বহুগুণ বৃদ্ধি করে তোলে।আর বেশি কথা না বলে আপনাদের মাঝে সরাসরি পালতোলা নৌকার ডিজিটাল আর্ট এখন উপস্থাপন করার চেষ্টা করছি।আশাকরি আপনাদের সবার অনেক ভাল লাগবে।তো চলুন তাহলে শুরু করা যাক।

Picsart_22-06-21_22-03-36-126.jpg

Picsart_22-06-19_17-14-20-812.jpg

ডিজিটাল আর্ট করতে আমার যা যা প্রয়োজন হয়েছেঃ

  • মোবাইল ফোন
  • Infinite Design Apps

Picsart_22-06-19_17-36-37-094.jpg

IMG_20220621_215610.pngIMG_20220621_215622.png

Infinite Design অ্যাপসে গিয়ে হোমপেজে প্রথমেই একটি নৌকার নিচের অংশ আঁকা শুরু করলাম।

IMG_20220621_215631.pngIMG_20220621_215638.png

এরপর নৌকার ছই অঙ্কন করলাম।

IMG_20220621_215648.png

যেহেতু আমি পালতোলা নৌকা আঁকাবো,সেহেতু আমি এবার নৌকার পাল অঙ্কন করা শুরু করলাম।

IMG_20220621_215657.pngIMG_20220621_215704.png

নৌকার পাল সম্পন্ন অঙ্কন করলাম। এবং নৌকার সাথে নৌকার পাল দড়ি দিয়ে বেঁধে দিলাম।

IMG_20220621_215714.png

নদীর ঢেউ বোঝানোর জন্য এবার নৌকার নিচে ঢেউ ঢেউ আঁকলাম।

IMG_20220621_215725.png

এবার রং করার পালা। প্রথমে আমি নৌকার ছই রং করলাম।

IMG_20220621_215733.pngIMG_20220621_215741.png

এবার নৌকা নিচের অংশ কালো রং করলাম এবং নৌকার বসার জায়গায় হলুদ রং দিলাম।

IMG_20220621_215751.pngIMG_20220621_215801.png

এবার নৌকার পালে সবুজ রং দিলাম এবং নৌকার পালের একটি ছেঁড়া অংশে লাল রং দিলাম।

IMG_20220621_215809.png

এবার নৌকার পাল যে বাশেঁর সাথে বেঁধে রাখা হয়, সেই বাশঁ কালার করলাম আর এরই মাধ্য দিয়ে আজকের ডিজিটাল আর্টের মাধ্যমে পালতোলা নৌকার অংকন শেষ করলাম।আশা করি আপনাদের সবার অনেক ভাল লেগেছে।

Picsart_22-06-19_17-31-10-553.jpg

IMG_20220621_215820.png

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝নদীতে চলমান পালতোলা নৌকার ডিজিটাল আর্ট ❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

আপনার ডিজিটাল আর্ট সত্যিই অসাধারণ হয়েছে। চলমান পালতোলা নৌকার এরকম দেখতে বেশ ভালই লাগছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 
 2 years ago 

ওয়াও!!আপনি কি সুন্দর করে নদীতে চলমান পালতোলা নৌকার ডিজিটাল আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।আমার কাছে আপনার আজকের এই আর্ট দারুন লেগেছে।বিশেষ করে নৌকার পাল, লাল-সবুজে দেখে মনে হচ্ছে আমার বাংলাদেশের জাতীয় পতাকা উড়ছে। দারুন।♥♥

 2 years ago 

আপনার ডিজিটাল আর্ট বরাবরই সুন্দর হয়।
আজকের পাল তোলা নৌকার অংকন অসাধারণ হয়েছে। বেশ মুগ্ধ করা ব্যাপার এটা।
শুভ কামনা রইল এগিয়ে যান ✨

 2 years ago 

মাঝনদীতে পাল তোলা নৌকার খুবই চমৎকার একটি ডিজিটাল আর্ট উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার ডিজিটাল আর্টের নৌকাটি ভীষণ রকম সুন্দর হয়েছে। এত সুন্দর একটি নৌকা ডিজিটাল আর্ট এর মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

নদীতে পালতোলা নৌকার ডিজিটাল আর্ট কি খুব সুন্দর ভাবে এঁকেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে ও সহজ ভাবে বুঝিয়ে দিয়েছেন। যে কেউ আপনার পোষ্টের মাধ্যমে পালতোলা নৌকা আঁকা তে পারবে। ধন্যবাদ আপনাকে একটি শিক্ষণীয় বিষয় তুলে ধরার জন্য। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

 2 years ago 

নদীতে চলমান পালতোলা নৌকার ডিজিটাল আর্ট খুবই সুন্দর হয়েছে ভাইয়া। পালতোলা নৌকা গুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আপনি ডিজিটাল আর্টের মাধ্যমেপালতোলা নৌকাটি খুব সুন্দর করে আট করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ডিজিটাল আজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

নদীতে চলমান পালতোলা নৌকার খুবই সুন্দর একটি দৃশ্য প্রস্তুত করে আমাদের মাঝে প্রদর্শন করেছেন খুবই ভালো লাগছে দেখতে বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ফুটিয়ে তুলেছেন।

 2 years ago 

আপনি আপনার পোস্ট এর মাঝে সিলেটবাসীর পাশে দাঁড়ানোর জন্য @tangera ম্যাডামের যে ফান্ডরাইজিং বিষয়টি পুনরায় আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে এটাই হচ্ছে মানবতা আর এই মানবতার খাতিরে আমাদেরকে এই বিপদ গ্রস্থ মানুষগুলোর পাশে দাঁড়াতেই হবে।
নদীতে পালতোলা নৌকার ডিজিটাল আর্ট সত্যি আমাকে অনেক মুগ্ধ করেছে। দেখতে এতটা সুন্দর দেখাচ্ছে যেন মনে হচ্ছে সত্যি কারের একটি নৌকা পালতোলে নদী দিয়ে চলে যাচ্ছে। বেশ ভালো লাগলো আপনার আজকের ডিজিটাল আর্টটি। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে পালতোলা নৌকার একটি ফিজিকাল আর্ট তৈরি করেছেন। আপনি অনেক সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছেন। খুব ভালো লাগলো আপনার পালতোলা নৌকার আর্ট। ধন্যবাদ শুভকামনা আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.033
BTC 63945.57
ETH 3135.76
USDT 1.00
SBD 4.00