যেভাবেই পারা যাই অভিজ্ঞতা অর্জন করা উচিত ।
আজ- ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্ত-কাল। |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
করব ।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। জ্বর সর্দি তে অবস্থা বেশ কাহিল । সত্যি বলতে সিজন চেঞ্জ হওয়ার কারণে এই পরিস্থিতি গুলো সৃষ্টি হচ্ছে । শীতকাল আসন্ন যার কারণে , আমার দেখার মত প্রত্যেক ঘরেই সর্দি কাশি জ্বর হচ্ছে । আপাতত প্যারাসিটামল খেয়ে নিজেকে দমিয়ে রাখার চেষ্টা করছি । জানি না পারবো কি না, এন্টিবায়োটিকের দিকে যেতে হবে কিনা।
যাহোক এসব কথা তাহলে শরীর অসুস্থ থাকলেও কাজ করা সব ঠিকঠাকভাবে সব সময় করা উচিত আমাদের । যেটা আমি প্রতিনিয়ত চেষ্টা করি । প্রতিনিয়ত অনেক কাজ জমে আছে আমার । ডেভেলপমেন্টের প্রতি নতুন নতুন অনেক আপডেট আসতেছে । ওগুলো নিয়ে ব্যস্ত ছিলাম মুলতো।
আজকে আমি আপনাদের সাথে একটি শিক্ষনীয় চ্যানেল বিষয় নিয়ে পোস্ট করতেছি। আশা করছি সবার ই কনটেন্টটি বেশ কিছুটা হলেও কাজে দেবে ।
আচ্ছা যে বিষয়টা নিয়ে কথা বলবে সেটা হচ্ছে অভিজ্ঞতা । অভিজ্ঞতা আছে এমন একটা জিনিস যেটা কখনো বিফলে যায় না । সেটাই কখনো টাকা দিয়ে কেনা যায় না । অভিজ্ঞতা হলো এমন একটি সম্পদ যা মানুষ জীবনের বিভিন্ন পরিস্থিতিতে অর্জন করে। প্রতিটি অভিজ্ঞতা মানুষের ব্যক্তিগত বিকাশে ভূমিকা রাখে এবং তার চিন্তাধারায়, সিদ্ধান্তে ও জীবনযাত্রায় পরিবর্তন আনে। প্রতিটি মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি যদি কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হয় এবং তা সফলভাবে মোকাবিলা করে, তাহলে তার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। আবার কেউ যদি ব্যর্থ হয়, তাহলে সে সেই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখে যা তাকে ভবিষ্যতে ভালো সিদ্ধান্ত নিতে সহায়তা করে। অভিজ্ঞতা কেবল ব্যক্তিগত উন্নতির মাধ্যম নয়; এটি সাফল্যের দ্বারও খুলে দেয়।
বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা থাকা মানুষকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। কর্মজীবন হোক বা ব্যক্তিগত জীবন, অভিজ্ঞতা মানুষকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগায় এবং সাফল্যের পথে নিয়ে যায়।
অভিজ্ঞতা জীবনের একটি অমূল্য সম্পদ। এটি একদিনে বা একবারেই অর্জিত হয় না; বরং ধীরে ধীরে জীবনের বিভিন্ন পর্যায়ে অভিজ্ঞতা অর্জন হয়। প্রতিটি অভিজ্ঞতাই আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে কাজ করে। তাই জীবনের প্রতিটি ঘটনার অভিজ্ঞতাকে মূল্য দিতে হবে এবং সেগুলি থেকে শিখতে হবে, কারণ অভিজ্ঞতা আমাদের ভবিষ্যতের পথনির্দেশক।
অভিজ্ঞতা কি আমাদের সবসময় প্রাধান্য দিয়েই , সবকিছু চিন্তা করতে হবে । সত্যি বলতে সবকিছুই শুধুমাত্র যদি , টাকা পয়সা দিয়ে বিবেচনা করা হয় তাহলে আমরা জীবনে বেশিদূর আগাতে পারবো না । মাঝে মাঝে অভিজ্ঞতার প্রয়োজন হয় । এজন্য আমরা যে কোন কাজে লেগে যেতে হবে । হোক সেটা পরবর্তীতে , আমাদের আর কোন কাজে দেবে না তবুও আমরা, সবসময় আমাদের চেষ্টা চালিয়ে যাব ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
আশাকরি এন্টিবায়োটিকের দিকে যেতে হবে না। তার আগেই সুস্থ্য হয়ে যাবেন। অভিজ্ঞতা সম্পন্ন মানুষ কর্মক্ষেত্রে বেশ এগিয়ে থাকে। যেকোনো কাজের ক্ষেএে তারা দক্ষতা প্রদর্শন করে। তবে অভিজ্ঞতা অর্জনের জন্য প্রয়োজন কাজ করা। কাজ না করলে কখনোই অভিজ্ঞতা হয় না। চমৎকার লিখেছেন ভাই এই বিষয়ে। ভালো লাগল।
একটা মানুষের মধ্যে কম বেশি সবকিছুর অভিজ্ঞতা থাকাই ভালো। আসলেই অভিজ্ঞতা কখনো বিফলে যায় না। বরং এটা আমাদেরকে সবকিছুতেই অনেক বেশি সাহায্য করে থাকে। প্রত্যেকটা সিদ্ধান্তে, প্রত্যেকটা কাজে এটি আমাদের সাহায্য করে। তাই সব বিষয়ে একটু একটু হলেও অভিজ্ঞতা অর্জন করা দরকার। অভিজ্ঞতা নিয়ে অনেক সুন্দর পোস্ট লিখেছেন ভাইয়া। এটা পড়ে উৎসাহিত হলাম।
নিঃসন্দেহে অভিজ্ঞতা জীবনের একটি অমূল্য সম্পদ। যে বা যারা জীবনে যত অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে,দিনশেষে তারাই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।