জীবনধারণের পরিবর্তন দরকার।
আজ- ২০শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, হেমন্তকাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
আর বর্তমানে আমরা একটু অসুস্থ হলে মেডিসিনের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি। আসলে প্রত্যেকটা জিনিসেরই ভালো এবং মন্দ দিক রয়েছে বলে আমি মনে করি। মেডিসিনের সেই রকম ভাবে ভালো দিকের পাশাপাশি একটি সাইড এ রয়েছে। কিন্তু বর্তমানে আমরা প্রাকৃতিক জিনিসগুলো ছাড়া মেডিসিনের উপর খুব বেশি ঝুঁকে পড়ছি। অথচ প্রাকৃতিক জিনিসগুলোতেই কিন্তু প্রত্যেকটি রোগের ওষুধও গুনাগুন রয়েছে।
আসলে আমাদের এই জেনারেশন আমাদেরকে পঙ্গু বানিয়ে দিচ্ছে। চারপাশের পরিবেশ পরিস্থিতি মানিয়ে নিয়ে সঠিক নিয়মে, সঠিকভাবে চলাটা যেন এখন বড্ড মুশকিল হয়ে পড়ছে। সুস্থ থাকার জন্য নিয়ম মাফিক চলাফেরা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। কিন্তু চারপাশে পরিস্থিতি এমন যে আমরা নিয়ম মাফিক চলাফেরা গুলো নিয়মিত আর করতে পারছি না। অনিয়মিত চলাফেরা গুলোকেই আমরা নিয়মিত করে যাচ্ছি।
আমি যদি আমার কথাই বলি তাহলে, যেখানে আমার প্রতিদিন রাতের ঘুম হচ্ছে একটা-দেড়টা পর সেখানে কিভাবে আমি কি করে সকালে ঘুম থেকে ওঠার অভ্যাসটা তৈরি করতে পারি বলুন। আমরা সেই সকালের ঘুম থেকে উঠতে হলে সকাল সকাল ঘুমাতে হবে। কিন্তু সেটা কি কোনভাবে সম্ভব। প্রতিনিয়ত অভ্যাসবশত কাজগুলো আমাদের রাতেই করা হয়ে থাকে তাই কোনভাবেই সেই কাজ শেষ না করে তাড়াতাড়ি ঘুমানো যায়না।
এছাড়া ও আমাদের অনিয়মিত জীবনধারণের অন্যতম আরো একটি কাজ হল স্বাস্থ্যকর খাবার দাবার খাওয়া। আর যেটা আমরা কোনভাবেই মেইনটেইন করতে পারিনা। বাহিরের আশ্বাস্থ্যকর খাওয়ার গুলোতে আমাদের মুখের বেশি রুচি। তাই ঘরে স্বাস্থ্যকর কম মশলা ও তেল যুক্ত খাবার গুলোই আমরা কম খেয়ে থাকি।
এছাড় ও শরীরের জন্য সব থেকে যেটি প্রয়োজন সেটি হচ্ছে নিয়মিত ব্যায়াম বা কায়েক শ্রম। আমাদের এই অলস শরীর আমাদেরকে এই সকল কিছু থেকে অনেক দূরে রেখেছে।
আমাদের জীবন ধারণাকে উন্নত করতে হলে এবং সুস্থ জীবন ধারণ করতে হলে সকল নিয়মগুলো আমাদের মেনে চলতে হবে। তাই তো বলছি সুস্থ থাকতে হলে জীবনধারণের পরিবর্তন প্রয়োজন।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
আমিও দুই দিন ধরে সর্দি ঠান্ডায় ভুগছি ভাই। যাইহোক আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আসলে প্রতিটি মানুষের উচিত হেলদি লাইফস্টাইল মেইনটেইন করা। তবে সেটা আমাদের জন্য ততটা সহজ না। কারণ আমাদের লাইফস্টাইল একেবারেই উল্টাপাল্টা হয়ে গিয়েছে। তাই আমাদের লাইফস্টাইল পরিবর্তন করতে হলে, নিজের সাথে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে এবং সেই অনুযায়ী সবকিছু করতে হবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাই দারুন একটি পোস্ট করলেন। মানুষের জীবন ধারণের পরিবর্তন সত্যিই বড় প্রয়োজন আজ। কয়েকদিন আগেই আমি একটু অসুস্থ হয়েছিলাম। তারপর থেকে ডাক্তার সমস্ত কিছু নিয়মের মধ্যে করে দিয়েছে। এখন সেভাবেই ভালো আছি। আপনি যা বললেন তা প্রত্যেকটি মানুষকে পালন করা উচিত ভালো থাকবার জন্য।
আপনার পরিচিত অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে জেনে খারাপ লাগছে।আসলেই ভেজাল খাদ্য শরীরে প্রভাব পড়ছে তাই সাবধানে থাকতে হবে।সুস্থ জীবন আমরা সবাই প্রত্যাশা করি, জীবনে পরিবর্তন আনা জরুরি সুন্দর বলেছেন।ধন্যবাদ আপনাকে।