হিংসা, লোভ ও অহংকার।
আজ- ১৩ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্ত-কাল।
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
যাইহোক, আমরা আমাদের প্রতিনিয়ত চলার পথে নানা ঘটনার সাক্ষী হয় নানা পরিস্থিতির মধ্যে দিয়ে চলি। আমরা আমাদের নিজেদের পরিস্থিতি গুলোকে সবথেকে বেশি কঠিন মনে করি আর অন্যের পরিস্থিতি গুলোকে আমাদের কাছে মনে হয় অনেকটা সহজ। আমরা নিজেদের অবস্থান থেকেও যেন অসন্তুষ্ট। অথচ আশেপাশে আমার অনেক মানুষ রয়েছে যারা কিনা আমদের থেকেও আরো নিচে অবস্থান রয়েছে। কিন্তু আমরা সে দিক দিয়ে খেয়াল না করে আমরা সব সময় খেয়াল করি যারা আমাদের থেকে উচ্চস্থানে রয়েছে । আর যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি হতাশার সৃষ্টি করে।
আমরা মানুষ আমাদের চাহিদা, লোভ, অহংকার এগুলো থাকবেই এগুলো থেকে আমরা খুব কম মানুষই বেরিয়ে আসতে পারবো। তবে এই জিনিসগুলো যে আমাদের জীবনে কতটা ধ্বংস নিয়ে আসে তা একমাত্র তারাই বুঝে যারা বিচক্ষণ আর বুদ্ধিমান। আর যারা এই জিনিসগুলো বুঝতে পারে তারাই এর থেকে কিছুটা হলেও দূরে সরে আসতে পারে। অহংকার, লোভ, হিংসা এই জিনিসগুলো মানুষকে প্রতিনিয়ত ক্ষতির দিকে ধাবিত করে। আর নিজের মধ্যে কখনো এই জিনিসগুলোর প্রশ্রয় দেওয়া একদমই অনুচিত। নিজের মধ্যে যদি হিংসা থাকে তাহলে অন্যের ক্ষতি থেকে নিজের ক্ষতিটাই সবথেকে বেশি হবে। হিংসার কারণে আপনি আপনার মানসিক শান্তিটা হারিয়ে ফেলবেন। সবসময় অন্যের ভালো দেখে আপনার খারাপ লাগা সৃষ্টি হবে। আর লোভ যেটা মানুষকে ধ্বংস করে দেয়। কথায় আছে না অতি লোভে তাতে নষ্ট। তাই জীবন অতিরিক্ত লোভ করতে গেলে লোভের বসে আপনাকে সর্বস্ব হারাতে হবে। আর অহংকার যেটি মানুষকে আরো খারাপ এর দিকে নিয়ে যায়। এমন অনেক মানুষ রয়েছে যারা আপনার থেকে আরো উন্নত হওয়া সত্বেও তারা নিজেদেরকে অহংকার মুক্ত করে রাখতে পেরেছে। তাহলে আপনি কেন আপনার এই সামান্য টুকু বিষয় নিয়ে অহংকারে মেতে উঠছেন।
এই সকল বিষয়গুলো আমাদের জীবনে খুবই খারাপ প্রভাব বিস্তার করে। এগুলোর কারণে সমাজে নেমে আসে নানান ধরনের অশান্তি এবং বিবাদের। এবং পরিবার ও আত্মীয়-স্বজনের মধ্যেও নেমে আসে প্রতিকার প্রভাব। তাই এই সকল বিষয়গুলো থেকে যদি আমরা নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখতে পারে তাহলে আর ভালোভাবে জীবনধারা করতে পারবো।
আজকে তাহলে পর্যন্ত। এখানেই বিদায় নিচ্ছি। সকলে থাকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী দিন। আবারও অন্য কোন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
আসলে জীবনে উন্নতি করতে সবাই চায়। কিন্তু কিছু কিছু মানুষের অতিরিক্ত লোভ থাকে। অর্থাৎ তাদের চোখ সবসময়ই অনেক উপরের দিকে থাকে। কিন্তু তাদের উচিত অনেক সময় নিচের মানুষদের দিকেও তাকানো। এতে করে তাদের মনের মধ্যে কিছুটা হলেও আত্মতৃপ্তি কাজ করবে। যাইহোক লোভ,হিংসা এবং অহংকার যাদের মধ্যে থাকবে, তাদের ধ্বংস অনিবার্য। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এটা ঠিক বলেছেন ভাই আমরা নিজেদের পরিস্থিতি গুলোকে সব সময় মনে করি কঠিন কিন্তু অন্যের পরিস্থিতিটা মনে হয় সহজ।এখন প্রতিটি মানুষের চোখ সব সময় উপরের দিকেই যায় নিচের দিকে কেউ তাকিয়ে দেখে না তার থেকে আমি ভালো আছি।লোভ হিংসা অহংকার যাদের মনের মধ্যে থাকবে তারা কখনোই ভালো কিছু করতে পারবে না।অনেক ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।