মানসিকতার কিছুটা পরিবর্তন দরকার।

in আমার বাংলা ব্লগ26 days ago

আজ- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শীতকাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1000046649.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠান্ডাটা মোটামুটি বেশ ভালই পড়ছে তবে শীতকালে যে প্রকৃত হাড় কাঁপানো ঠান্ডা দেখা যায় এরকম ঠান্ডাটা কিন্তু নেই। গতানুগতির শীতকালে ঠান্ডা তুলনায় এই ঠান্ডাটা যেন কিছুই না। আগে দেখা যেত নভেম্বর মাস থেকে বেশ ঝাকিয়ে শীত পড়তো তবে এখন নভেম্বর মাস পেরিয়ে ডিসেম্বর মাস শেষ হতে চলল আর এখনো সেই অল্প ঠান্ডায় বিদ্যমান রয়েছে। মাঝে মাঝে তাপমাত্রা তারতম্য দেখা দেয়। এছাড়া শহরাঞ্চলের তুলনায় গ্রাম অঞ্চলে ঠান্ডাটা বরাবরই বেশি। গ্রাম অঞ্চলের বেশ কয়েকটি জায়গায় মাত্রা অতিরিক্ত ঠান্ডা পড়ছে যা আমরা বিভিন্ন নিউজ টিভি চ্যানেলের মাধ্যমে জানতে পারি। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সামনের দিনগুলোতে নাকি ঠান্ডার প্রভাবটা আরো বৃদ্ধি পেতে পারে। তবে যত যাই হোক না কেন ঠান্ডাটা আমাদের জন্য উপভোগ্য হলেও নিম্ন শ্রেণীর মানুষদের জন্য বেশ দুর্বিষহ হয়ে উঠেছে। এতে তাদের দৈনন্দিন কর্মকান্ডের ব্যাঘাত ঘটে।

যাইহোক, আমি সবসময় বলে থাকি আমাদের দৈনন্দিন জীবনে সুস্থতা অসুস্থতা বিভিন্ন সমস্যা সুখ দুঃখ এত কিছু থাকার পরেও এই সামান্য আবহাওয়া আমাদের মানসিকতার উপরে দারুন প্রভাব ফেলে। দেখবেন একটি সুন্দর দিন আপনার মনটাকে ভরিয়ে তুলতে পারে। আপনার মধ্যে যতই দুঃখ কষ্ট অসুস্থতা থাকুক না কেন ক্ষনিকের জন্য হলেও সুন্দর আবহাওয়া আমাদেরকে আনন্দকর করে তুলে।

যাইহোক, আজ হচ্ছে একটি সরকারি ছুটির দিন সারাদিন বাসায় সময় কাটানোর পরে বিকেলের দিকে কিছু সময়ের জন্য বাহিরে গিয়েছিলাম হাঁটতে। তবে বাহিরে অনেক মানুষের ভিড় বলা চলে । প্রত্যেকটা মানুষ যেন নিজেদের মত করে পরিবার নিয়ে বেরিয়ে পড়েছে একটু আনন্দ করবে সে উদ্দেশ্য। আসলে ছুটির দিনগুলো ছাড়া ব্যস্ত মানুষের যেন হাতে সময় থাকে না। তাই তারা চেষ্টা করে ছুটি সময়গুলোতে নিজের পরিবারের সাথে একটু আনন্দের সময় কাটানো। তাই তো দেখবেন যে কোন ঘুরাঘুরি কিংবা বিনোদনের কেন্দ্রগুলোতে ছুটির দিনে সব থেকে বেশি ভিড় লেগে থাকে।

যাইহোক, এখন হেটে আসার পর হঠাৎ চোখ পরল এক বৃদ্ধের কাছে। লোকটি মাদুর পেতে নিচে একটি ঝুড়ি নিয়ে বসেছে। শুরুতেই ভেবেছিলাম তিনি হয়তো মানুষদের কাছ থেকে সাহায্য চাচ্ছে। কিন্তু বৃদ্ধটির কাছে যেতে পরক্ষণে আমার ধারণাটি পাল্টে গেল। লোকটি আসলে কারো কাছে সাহায্য চাইতে নয় বরং সামান্য কিছু ফল নিয়ে যেমন- আমলকি, তেতুল, কাঁচামরিচ, ধনেপাতা এই ধরনের কিছু জিনিস নিয়ে তা বিক্রির জন্য বসেছে। তার এমন মন মানসিকতা দেখে আমার কাছে বেশ অবাক লাগলো। যেখানে মানুষ ভিক্ষাকে সহজ উপার্জনের সহজ প্রন্থা হিসেবে বেছে নিয়েছে সেখানে এই নিজে অল্প কিছু পূঁজি দিয়ে মানুষের কাছে হাত না পেতে নিজে উপার্জন করতে বসেছে। আর শারীরিকভাবে লোকটি যে খুব একটা সুস্থ নয় সেটা দেখেই বোঝা যাচ্ছে। হাতগুলো তার থর থর করে কাঁপছে। আমি অনেকটা আসার জন্য তার পোশাক-আশাক দেখেই বোঝা যাচ্ছে। তবে তার এই মন মানসিকতায় সত্যিই আমাকে বেশ মুগ্ধ করেছে।

তবে আমাদের মত উঁচু শ্রেণীর মানুষরা যেন এ মন মানসিকতার যেন কোন মূল্যায়নে করছে না। কোন মানুষের ওই বৃদ্ধ লোকটির কাছ থেকে কিছু কিনছে না কেননা তার বিক্রি করার জিনিসগুলো কিছুটা পুরনো।

আমি মনে করি শুধুমাত্র আমাদের প্রয়োজন এর জন্য নয় বরং এই ধরনের মানুষগুলোকে সাহায্যের জন্য হলো ও তাদের থেকে কিছু কিনা প্রয়োজন। যাইহোক আমিও পরবর্তীতে আমার প্রয়োজন না থাকা সত্ত্বেও ওনার কাছ থেকে কিছু জিনিস নিয়ে নিলাম।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।

1000038736.webp


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 25 days ago 

যাইহোক আমিও পরবর্তীতে আমার প্রয়োজন না থাকা সত্ত্বেও ওনার কাছ থেকে কিছু জিনিস নিয়ে নিলাম।

খুব ভালো একটা কাজ করেছেন ভাই। বৃদ্ধ লোকটা চাইলে কিন্তু ভিক্ষা করতে পারতো। কিন্তু তিনি সেটা না করে,কিছু জিনিসপত্র বিক্রি করছে। এতে করে বুঝাই যাচ্ছে লোকটার আত্মসম্মানবোধ রয়েছে। এমন লোকদের কাছ থেকে কিছু কিনলে, তারা বেশ উপকৃত হয়। কিন্তু বেশিরভাগ মানুষ এমনটা করে না। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।

 25 days ago 

আপনার কথাগুলো একদম মন ছুয়ে গেছে ভাইয়া। আসলেই তো ব্যাপারটা এইভাবে ভেবেই দেখিনি আমার আশে পাশে এমন অনেক মানুষকে দেখি অল্প পুজি নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করছেন নানান জিনিস।আপনার পোস্ট মাধ্যমে আমার চিন্তা ভাবনাটা পাল্টে গেল ভাইয়া।বর্তমান সময়ে আমাদের সবার এরকম মানুষের পাশে দাড়ানো উচিত।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 103739.00
ETH 3319.83
SBD 4.93