মানসিকতার কিছুটা পরিবর্তন দরকার।
আজ- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শীতকাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
যাইহোক, আমি সবসময় বলে থাকি আমাদের দৈনন্দিন জীবনে সুস্থতা অসুস্থতা বিভিন্ন সমস্যা সুখ দুঃখ এত কিছু থাকার পরেও এই সামান্য আবহাওয়া আমাদের মানসিকতার উপরে দারুন প্রভাব ফেলে। দেখবেন একটি সুন্দর দিন আপনার মনটাকে ভরিয়ে তুলতে পারে। আপনার মধ্যে যতই দুঃখ কষ্ট অসুস্থতা থাকুক না কেন ক্ষনিকের জন্য হলেও সুন্দর আবহাওয়া আমাদেরকে আনন্দকর করে তুলে।
যাইহোক, আজ হচ্ছে একটি সরকারি ছুটির দিন সারাদিন বাসায় সময় কাটানোর পরে বিকেলের দিকে কিছু সময়ের জন্য বাহিরে গিয়েছিলাম হাঁটতে। তবে বাহিরে অনেক মানুষের ভিড় বলা চলে । প্রত্যেকটা মানুষ যেন নিজেদের মত করে পরিবার নিয়ে বেরিয়ে পড়েছে একটু আনন্দ করবে সে উদ্দেশ্য। আসলে ছুটির দিনগুলো ছাড়া ব্যস্ত মানুষের যেন হাতে সময় থাকে না। তাই তারা চেষ্টা করে ছুটি সময়গুলোতে নিজের পরিবারের সাথে একটু আনন্দের সময় কাটানো। তাই তো দেখবেন যে কোন ঘুরাঘুরি কিংবা বিনোদনের কেন্দ্রগুলোতে ছুটির দিনে সব থেকে বেশি ভিড় লেগে থাকে।
যাইহোক, এখন হেটে আসার পর হঠাৎ চোখ পরল এক বৃদ্ধের কাছে। লোকটি মাদুর পেতে নিচে একটি ঝুড়ি নিয়ে বসেছে। শুরুতেই ভেবেছিলাম তিনি হয়তো মানুষদের কাছ থেকে সাহায্য চাচ্ছে। কিন্তু বৃদ্ধটির কাছে যেতে পরক্ষণে আমার ধারণাটি পাল্টে গেল। লোকটি আসলে কারো কাছে সাহায্য চাইতে নয় বরং সামান্য কিছু ফল নিয়ে যেমন- আমলকি, তেতুল, কাঁচামরিচ, ধনেপাতা এই ধরনের কিছু জিনিস নিয়ে তা বিক্রির জন্য বসেছে। তার এমন মন মানসিকতা দেখে আমার কাছে বেশ অবাক লাগলো। যেখানে মানুষ ভিক্ষাকে সহজ উপার্জনের সহজ প্রন্থা হিসেবে বেছে নিয়েছে সেখানে এই নিজে অল্প কিছু পূঁজি দিয়ে মানুষের কাছে হাত না পেতে নিজে উপার্জন করতে বসেছে। আর শারীরিকভাবে লোকটি যে খুব একটা সুস্থ নয় সেটা দেখেই বোঝা যাচ্ছে। হাতগুলো তার থর থর করে কাঁপছে। আমি অনেকটা আসার জন্য তার পোশাক-আশাক দেখেই বোঝা যাচ্ছে। তবে তার এই মন মানসিকতায় সত্যিই আমাকে বেশ মুগ্ধ করেছে।
তবে আমাদের মত উঁচু শ্রেণীর মানুষরা যেন এ মন মানসিকতার যেন কোন মূল্যায়নে করছে না। কোন মানুষের ওই বৃদ্ধ লোকটির কাছ থেকে কিছু কিনছে না কেননা তার বিক্রি করার জিনিসগুলো কিছুটা পুরনো।
আমি মনে করি শুধুমাত্র আমাদের প্রয়োজন এর জন্য নয় বরং এই ধরনের মানুষগুলোকে সাহায্যের জন্য হলো ও তাদের থেকে কিছু কিনা প্রয়োজন। যাইহোক আমিও পরবর্তীতে আমার প্রয়োজন না থাকা সত্ত্বেও ওনার কাছ থেকে কিছু জিনিস নিয়ে নিলাম।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
খুব ভালো একটা কাজ করেছেন ভাই। বৃদ্ধ লোকটা চাইলে কিন্তু ভিক্ষা করতে পারতো। কিন্তু তিনি সেটা না করে,কিছু জিনিসপত্র বিক্রি করছে। এতে করে বুঝাই যাচ্ছে লোকটার আত্মসম্মানবোধ রয়েছে। এমন লোকদের কাছ থেকে কিছু কিনলে, তারা বেশ উপকৃত হয়। কিন্তু বেশিরভাগ মানুষ এমনটা করে না। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।
আপনার কথাগুলো একদম মন ছুয়ে গেছে ভাইয়া। আসলেই তো ব্যাপারটা এইভাবে ভেবেই দেখিনি আমার আশে পাশে এমন অনেক মানুষকে দেখি অল্প পুজি নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করছেন নানান জিনিস।আপনার পোস্ট মাধ্যমে আমার চিন্তা ভাবনাটা পাল্টে গেল ভাইয়া।বর্তমান সময়ে আমাদের সবার এরকম মানুষের পাশে দাড়ানো উচিত।