চকলেট।

in আমার বাংলা ব্লগ23 days ago (edited)

আজ- ৮ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, শরৎকাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1000039953.jpg

কেমন আছেন সকলে? আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কয়দিন ধরে প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে। কাজ এবং এক্সাম সবকিছু মিলিয়ে একটু বেহালা অবস্থা হয়ে পড়েছে। তবে সব কিছুর সাথে মানিয়ে নিয়ে চলতে হয় আমাদের। যে কোন সময় কোন একটি কাজে অজুহাত দেখানো মানেই নিজেকে নিজে ধোকা দেওয়া। আমি মনে করি মানুষের পক্ষে কোন কিছু অসম্ভব নয়। মানুষ চাইলে সবকিছু পারে। সবকিছু ম্যানেজমেন্ট এর সাথে সাথে সময় ম্যানেজমেন্টটাও আমাদের করতে হয় আমাদের জীবনের তাগিদে। তবে একটি কথা আমি বিশ্বাস করি। অর্থ এবং সময় যদি কখনো একসাথে পাওয়া যায় না। আপনি যদি উপার্জন করতে চান তাহলে আপনার কাছে সময় কমে যাবে, আপনি সময় কম পাবেন। যাই হোক সব কিছু নিয়েই আমাদের লাইফ এভাবেই আমাদের আগাতে হবে।

যাই হোক, আপনারা পোস্ট দেখেই এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে আলোচনা করব। ইয়াম্মি চকলেট!! নিয়েই আজকে কথা বলব।

1000039954.jpg

সবার পছন্দের খাবারের তালিকা চকলেট হচ্ছে অন্যতম। আমরা কাউকে গিফট দিতে কিংবা গিফট পেতে চকলেটকেই বেশি পছন্দ করি। ছোট বড় প্রত্যেকটা মানুষেরই চকলেটের প্রতি রয়েছে আলাদা একটা ভালোলাগা এবং দুর্বলতা । আমার মনে হয় না এমন কোন মানুষ আছে যারা কিনা চকলেট পছন্দ করে না। চকলেট খেয়ে খেয়ে ফ্যাট বেড়ে যাওয়া, সুগার বেড়ে যাওয়া, দাঁতে পোকা ধরা নানা ধরনের অসুবিধা থাকলেই চকলেট খাওয়া কিন্তু আমরা ছাড়তে পারি না। আমাকে যদি গিফট হিসেবে কেউ চকলেট দেয় তাহলে তো আমি বেজায় খুশি হব কারণ চকলেট আমার খুবই খুবই পছন্দের।

1000039976.jpg

যাইহোক আজকে মূলত কিছু চকলেট কিনতে দোকানে গিয়েছিলাম। আসলে একজনকে গিফট দিব কিছু চকলেট। তাই মূলত দোকানটিতে যাওয়া। ওখানে সবগুলো বাইরে চকলেট পাওয়া যায়। দোকানে এত এত চকলেটের ভিড়ে আমি যেন নিজেই লোভ সামলাতে পারছি না। কোনটা ছেড়ে কোনটা নিব এমন এক অবস্থা। আসলে গিফটের জন্য চকলেট নিয়েছি মূলত। তাই আগে গিফটের কথা চিন্তা করি তারপর না হয় নিজের জন্য নেওয়া যাবে। চকলেট বাছাই করতে করতে ওই মুহূর্তে আমি আসলে সামলাতে পারছিলাম না তাই ওখানেই দাঁড়িয়ে দের এক প্যাকেট চকলেট খুলে খেয়ে নি। আসলে চকলেট দেখলে কি নিজেকে আর সামলানো যায়। তবে সব থেকে বড় সমস্যা হলো চকলেটের প্রচুর দাম। তাছাড়া এখন যে পরিমাণ গরম পড়ছে তাতে চকলেট গলে যাওয়ার খুব বেশি প্রণতা রয়েছে।

1000039977.jpg

আপনার ও নিশ্চিত এত চকলেট দেখে আপনাদের লোভ লাগছে হি হি। আপনাদের কার কোন চকলেট টা বেশি পছন্দ জানাবেন কিন্তু। এখানে যে কয়টি চকলেট রয়েছে প্রত্যেকটা চকলেট আমার পছন্দের কেনা। এবার দেখা যাক আমি যার জন্য কিনেছি তাই চকলেট গুলো পছন্দ হয় কিনা।

আজ তাহলে এই পর্যন্ত। এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবে ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী দিন আবার ও ভিন্ন কোন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।

1000038736.webp


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 23 days ago 

অনেক সময় ভাবতে হয় অন্যকে কি গিফট দেয়া যায়। গিফট যে ব্যক্তিকে দেয়া হয় তা তার পছন্দ নাও হতে পারে অনেক সময়। কিন্তু চকলেট যাদি কাউকে গিফট দেয়া হয় তবে খুশি হয়। তাই আপনি আপনার প্রিয়জনকে গিফট দেয়ার জন্য চকলেট নিয়েছে বেশ ভালই করেছন। গিফট পেয়ে বেশ খুশি হবে আপনার প্রিয় জন। কিন্তু চকলেট দেখেতো আমরাও খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য

 23 days ago 

আমার কাছে কিন্ডার্স এবং কিটক্যাট চকলেট খেতে বেশি ভালো লাগে। যাইহোক এই চকলেট গুলো দারুণ হয়েছে ভাই। গিফট পেয়ে আশা করি উনি অনেক খুশি হয়েছে। এতো ধরনের চকলেট দেখে লোভ সামলানো আসলেই মুশকিল হয়ে যায়। যাইহোক আমাদের সাথে পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 22 days ago 

ভাইয়া চকলেট গুলো নিশ্চয় আমাদের ভাবির জন্যই কিনেছেন কারণ তার তো চকলেট অনেক বেশি পছন্দের, হাহাহা।যাইহোক নরমাল চকলেট থেকে বাইরের চকলেট গুলোর দাম এমনিতেই বেশি আর দাম অনুযায়ী খেতেও খুব মজা।আপনি তো দেখছি অনেকগুলো চকলেট কিনেছেন। যাকে দিয়েছেন সে নিশ্চয়ই অনেক খুশি হয়েছে।

 22 days ago 

চকলেট সবারই পছন্দের একটি খাবার একদম ঠিক বললেন ভাইয়া।আর গিফটের জন্য বেস্ট একটি আইডিয়া এই চকলেট।আর যারা চকলেট পছন্দ করে তারা মেধাবী হয় এটা শুনেছিলাম ।এখন তো দেখছি আপনি পছন্দ করেন আর আপনিও ব্রিলিয়ান্ট।ডার্ক চকলেট বুদ্ধিজীবীদের অনেক পছন্দের থাকে শুনতাম।তো যেহেতু আপনি পছন্দ করে চকলেট কিনেছেন ।তাহলে যাকে গিফট করবেন তার পছন্দের কথা মাথায় নিয়েই নিশ্চয়ই কিনেছেন ।তাই আশা করা যায় পছন্দ হবে তার।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 22 days ago 

চকলেট মনে হয় সবারই পছন্দের। যেকোনো কাউকে কোন গিফট করতে গেলে প্রথমে মাথায় চকলেটের কথাই আসে।আর আজকাল নানা রকমের চকলেট পাওয়া যায়। ছোটদের পাশাপাশি আজকাল বড়দের ও চকলেট ভীষণ পছন্দের। তবে আমি মিমি পছন্দ করিনা।আপনার কেনা চকলেটের মধ্যে আমার ভীষণ পছন্দ kopiko চকলেটটি।ধন্যবাদ সুন্দর একটি ব্লগ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 67190.56
ETH 2617.59
USDT 1.00
SBD 2.67