আমার তোলা কিছু ফুড ফটোগ্রাফি ।
<আজ- ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শীতকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন ।
আমরা সবাই কমবেশি বাইরে খাবার খেতে ভালোবাসি। সত্যি বলতে বাসায় যতই সুস্বাদু খাবার হোক না কেন । মাঝে মাঝে আমরা সবাই বাইরের খাবার খেতে যাই ই। কারণ আমাদের রিফ্রেশমেন্ট এর জন্য হলেও মাঝে মাঝে বাহিরে যাওয়া হয় । গত বেশ কিছুদিন ধরে অনেকগুলো রেস্টুরেন্টে বেশ কিছু খাবার ট্রাই করা হয়েছে । ওই খাবারগুলো হতে কিছু খাবারের ফটোগ্রাফি আজকে আপনাদের সাথে শেয়ার করব । যদিও আমিও তেমন একটা চাইনিজ খাবার পছন্দ করিনা । তবুও মাঝে মাঝে চাইনিজ খাবার খেতে বেশ ভালই লাগে । চাইনিজ খাবারের মধ্যে - আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক :
এটা একটি চিকেন থাই সুপ। অনেক মজাদার ছিলো স্যুপ টি।
কেক আমার অনেক পছন্দের একটি খাবার। মুটামুটি সব ধরণের কেক ত্রাই করেছিলাম ওই দিন।
মিন্ট লেমন আমার অনেক পছন্দের, প্রত্যেকবার রেস্টুরেন্টে গেলে একবার মিন্টব লেমন খাওয়া হয়ই ।
আমরা প্রায় দশ ধরণের কেক খেয়েছিল , সব গুলো কেক ই মজা ছিলো।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRsJKf2r9DWRdqqiCgFRUu5YUjJBJQDYwV131Y9fgbQ7K/asa.png)
![](https://steemitimages.com/0x0/https://cdn.steemitimages.com/DQmfRETShxA5EQdPmpF6ChkQd5MkXJPifATT3TZdvk5sEC1/standard_Discord_Zip.gif)
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
OR
দারুন সব ছবির ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই।। এতসব ভালো ভালো খাবারের ছবি দেখলে খিদে বেড়ে যায়। তার উপর ভালো জিনিস খেতে আমি ভালোবাসি। আপনি তো বিভিন্ন রকমের খাবারের ছবি দিয়ে ভরিয়ে দিয়েছেন। এত রকম খাবার একসঙ্গে খেলে বদহজম হয়ে যাবে। 🤣🤣🤣
লোভনীয় খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন আপনি। তাছাড়া ফটোগ্রাফি গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন। বিশেষ করে কেকের ফটোগ্রাফি গুলো খুবই লোভ লেগে গেল খেতে ইচ্ছে করছে। আর বিভিন্ন ধরনের জুসের ফটোগ্রাফি গুলো আরো লোভনীয় দেখাচ্ছে।
আপনার তোলা ফুড ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক লোভনীয় ছিল এবং খুব সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন পড়ে বেশ ভালো লাগলো । কেকগুলো অনেক লোভনীয় ছিল এবং জুস গুলো দেখেও খুব লোভ লেগে গেল। ধন্যবাদ ভাই পোস্টটি শেয়ার করার জন্য ।
বেশ লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। চিকেন থাই স্যুপ আমার খুব পছন্দ। কেকের ফটোগ্রাফি দেখেই বুঝা যাচ্ছে খেতে ইয়াম্মি লেগেছিল। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এরকম লোভনীয় খাবার দেখলে তো নিজেকে সামলানো খুব মুশকিল ভাইয়া। কেক এবং সুপ দুটোই আমার প্রিয় খাবার মাঝেমধ্যে খাওয়া হয়। তবে আপনার খাবারের তোলা ফটোগ্রাফি দেখে হুট করে আমার আবার খেতে ইচ্ছে করলো। কি আর করব এখন ছবি দেখেই খাবারের স্বাদ গ্রহণ করি। যাই হোক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খাবারের ফটোগ্রাফিগুলি দেখে ঠিক থাকা মুশকিল।তেমনি কেকগুলি দেখেই লোভ লেগে গেল।কেক আমারও খুবই পছন্দের।আপনারা দশ ধরণের কেক খেয়েছিলেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।
ডেজার্ট আইটেম এর মধ্যে কেক আমার কাছে বেশ মজা লাগে আর সামনে যদি অনেকগুলো ফ্লেভারের কেক থাকে সেক্ষেত্রে দ্বিতীয় আর কোনো কথা থাকে না প্রথমে ইচ্ছা করে এগুলোই টেস্ট করি। খাবারগুলো অনেক লোভনীয় ছিল ভাইয়া শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।