কচুর মুখি দিয়ে মজাদার ইলিশ মাছের রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ৩ রা শ্রাবণ | ১৪২৮ বঙ্গাব্দ | রবিবার | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।


এখন বর্ষাকাল ইলিশের সিজন। বাজারে গেলেই ইলিশ মাছ পাওয়া যায়। আসলে বাজারে গিয়ে ইলিশ মাছ দেখে লোভ সামলাতে পারলাম না। তাই কিনে নিয়ে আসলাম। ইলিশ মাছ আমার খুবই প্রিয় একটি মাছ। আমার মত অনেকেরই হয়তো খুবই প্রিয় এই মাছটি। যাই হোক। আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো আমাদের বাসায় কিভাবে ইলিশ মাছ রান্না হয়। চলুন শুরু করা যাক।



IMG_20210718_134014.jpg
ছবিঃ কচুর মুখি দিয়ে ইলিশ মাছ।

উপকরণঃ

  • পেঁয়াজ —১ টা
  • রসুন বাটা —১/২ চা চামচ।
  • মরিচ —১চা চামচ।
  • ইলিশ মাছ —৬৫০ গ্রাম।
  • কচুর মুখি —৫০০ গ্রাম।
  • জিরা বাটা —১ চা চামচ।
  • সরিষার তেল —৫ চা চামচ

IMG_20210712_114414.jpg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপঃ

প্রথমে চুলাতে একটি পাত্র দিব। এবং তেল দিবো। তেল গরম হয়ে গেলে এতে পেঁয়াজ কুচি , রসুন বাটা, মরিচ, জিরা বাটা,দিয়ে মসলা গুলোকে কষিয়ে নিব।

IMG_20210712_121358.jpg

দ্বিতীয় ধাপঃ

কষানো হয়ে গেলে এতে পূর্বের কেটে রাখা মাছগুলোকে দিয়ে দিব। এবং ভালোভাবে উল্টে পাল্টে দিব যাতে মসলা গুলো ভালোভাবে মাছের গায়ে লেগে যাই ।

IMG_20210712_121737.jpg

এবং কিছুক্ষণ পর পরিমাণমতো পানি দিয়ে কিছু সময়ের জন্য আবার ও কষিয়ে নেব।

IMG_20210712_122058.jpg

তৃতীয় ধাপঃ

কষানো হয়ে গেলে মাছগুলোকে একটি বাটিতে নামিয়ে রাখবো।

IMG_20210712_125752.jpg

কেটে রাখা কচুরমুখি গুলোকে দিয়ে দিব। এবং ভালোভাবে নেড়ে চেড়ে ডেকে দেবো।কিছুক্ষণ পর এতে পানি দিয়ে আবার ডেকে দেবো।

IMG_20210712_125658.jpg

শেষ ধাপঃ

পরবর্তীতে কছুরমুখি গুলো যখন কিছুটা সিদ্ধ হয়ে যাবে তখন পূর্বের কষানো মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ রান্না করবো।

IMG_20210712_123958.jpg

রান্না হয়ে গেলে ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে নিব।

IMG_20210712_131654.jpg

IMG_20210712_131936.jpg

আপনারা সবাই বাড়িতে এটি বানানোর চেষ্টা করবেন।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।



arif pic.jpg

Discord username arif#9355

আমি মোহাম্মদ আরিফ। বর্তমানে চট্রগ্রাম শহরে বসবাস করছি। আমি একজন পোগ্রামার এবং ব্লগার। ভালবাসি নতুন কিছু সম্বন্ধে লিখতে এবং বলতে।



Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

||Community Page|Discord Group||


Sort:  
 3 years ago 

ভাই আজতো জটিল রেসিপি শেয়ার করছেন, জীবে তো পনি চলে আসছে, হা হা হা

 3 years ago 

ধন্যবাদ ভাই। এটা অতি সাধারণ একটি রেসিপি। আপনার কাছে ভাল লেগেছে দেখে আনন্দিত হলাম।

 3 years ago 

অনেক সুন্দর রেসিপি ভাই

 3 years ago 

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

 3 years ago 

🥀

 3 years ago 

উফস,,,,, ইচ্ছে করছে যে, এখনই 2 প্লেট ভাত খেয়ে নেই তরকারি দিয়ে 😌😌

 3 years ago 

ধন্যবাদ ভাই। আপনার কাছে রেসিপিটি পছন্দ হয়েছে জেনে খুবই খুশি হলাম।

 3 years ago 

ভাই বহুদিন ডিমওয়ালা ইলিশ মাছ খাই না ।সেই দাম আমাদের এই দিকে । ভালো রেসিপিটা।

আমার মনে হয় যতগুলো রেসিপি আছে তার মধ্যে শ্রেষ্ঠ রেসিপি আপনার। ভাই দেখেই মনে চাইছে। কিন্তু কি আর করার?? ইনভাইট তো আর পাইনি কিভাবে যাব

ইলিশ মাছ অনেক দিন খাইনা। খাওয়ার ইচ্ছা জাগিয়ে দিলেন ভাই

 3 years ago 

ওয়াও লোভে পড়ে গেলুম :)

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 63318.34
ETH 3108.17
USDT 1.00
SBD 3.97