পুরাতন বছরের বিদায়।
আজ- ১৬ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, শীতকাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
প্রায় তিনটি নতুন সাল আমার এই বাংলা ব্লগের সাথে কাটানো হয়ে গেল। আসলে সময়গুলো কত যে তাড়াতাড়ি পার হয়ে যায় তা যেন বুঝতেই পারা যায় না। আমার এখনো মনে পড়ে "আমার বাংলা ব্লগের" সাথে যখন নিউ ইয়ার সেলিব্রেশনের সেই দিনগুলোর কথা। স্পেশাল হ্যাংআউট সকলে মিলে আড্ডা দেওয়া অন্যরকম এক আমেজ ছিল তখন। তখন আমার বাংলা ব্লগে এমন অনেক মেম্বার ছিল যারা কিনা এখন আর একটিভ নেই। আবার এখন নতুন করে অনেক মেম্বার যুক্ত হয়েছে যারা কিনা পূর্বে ছিল না। সবকিছু মিলিয়ে দারুন ভাবে কেটেছে সময়গুলো ।
এই পুরানো বছরটাকে নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে আমি বলব এই বছরে অনেক প্রাপ্তি এবং অপ্রাপ্তি দুটি রয়েছে। তবে হিসাব করতে গেলে অপ্রাপ্তির থেকে প্রাপ্তির সংখ্যাটাই সব থেকে বেশি। এ বছরে আমরা অনেক স্বপ্ন পূরণ করতে সফল হয়েছি। আসলে আমাদের জীবনে অতীত, অতীত হয়ে থাকে। অতীত কখনো বর্তমান হয়ে ফিরে আসে না। তাই অতীত নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা না করে ভবিষ্যৎ নিয়ে ভাবাটাই উত্তম। ২০২৪ সালটাও এক সময় নতুন একটি বছর হয়ে এসেছিল আর সেটা এখন পুরনো একটি বছরে পরিণত হতে চলেছে। আমার একই ভাবে আমরা এখন যে ২৫ সাল থেকে বরণ করে নিচ্ছি ঠিক একই ভাবে 25 সালটাকেও বিদায় জানাতে হবে। এভাবে করে চক্র আকারে ঘুরতে থাকবে। প্রতিটি বছর শুরু হবে এবং শেষ হবে। আর প্রতিবছরের অনেক প্রাপ্তি ও অপ্রাপ্তি বিষয় থেকে যাবে। কিন্তু সেই সকল বিষয়গুলো নিয়ে কখনোই মাথা ঘামানো যাবে না বরং আমরা শুধু প্রাপ্তিটাকে নিয়েই ভাববো। আর জীবনে যে ছোট ছোট না পাওয়া রয়ে গেছে কিনবা তিক্ত অভিজ্ঞতা রয়েছে সেগুলো জীবনের শিক্ষা হিসেবে গ্রহণ করে এগিয়ে যাব।
সর্বশেষ, বছরের শেষ দিনে দাঁড়িয়ে বলতে চাই বিগত বছরের সমস্ত ভুলগুলোকে শুধরে নিয়ে নতুন বছরে নতুন উদ্যমে জীবনটাকে সাজিয়ে নেওয়ার পরিকল্পনা টা করা উচিত। আগামী বছরগুলো আমাদের জন্য কি অপেক্ষা করছে তা আমরা কেউ জানি না। কেননা ভবিষ্যতে অনিশ্চিত। তবে অনিশ্চয়তার মধ্য দিয়ে আমরা শুধু যেটা পারি সেটা হচ্ছে, আমাদের পরিশ্রম এবং মেধা দিয়ে সাফল্য অর্জন করা।
সর্বশেষ সকলকে পুরাতন বছরের বিদায় এবং নতুন বছরের শুভকামনা জানিয়ে এখানে আজকে আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী দিন আবার ও ভিন্ন কোন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরন করে নিলাম আমরা।অতীতের সব ভুল ভ্রান্তি ভুলে গিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাব।প্রাপ্তি আর অপ্রাপ্তি দুটো ই ছিল চলার পথে তবে ভেঙ্গে পরলে চলবে না।এগিয়ে যেতে হবে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে। ভাইয়া আপনাকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
ঠিক বলেছেন ভাই,আমরা চাইলেও অতীতকে পরিবর্তন করতে পারবো না। তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা চাইলে আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি। তাই আমাদের উচিত ভবিষ্যৎ নিয়ে বেশি বেশি ভাবা এবং নিজের মেধাকে কাজে লাগানো। যাইহোক নতুন বছরের শুভেচ্ছা রইলো ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সত্যি বেশ খারাপই লাগছে। পুরাতন বছর কে পিছে ফেলে আমাদের মাঝে দাডিঁয়ে আছে নতুন বছর। আর নতুন বছরে পুরানো সকল ভুল গুলো কে শুধরে নিয়ে আমাদের সবার উচিত সুন্দর ও সঠিক পথ বেছে নেওয়া । ধন্যবাদ এমন একটি পোস্ট শেয়ার করার জন্য।
পুরাতন বছর চলে গিয়ে নতুন বছরের আগমন ঘটলো। আর এই নতুন বছরে আপনার পথ চলা আরও সুগম হয়ে উঠুক। সমস্ত ইচ্ছাগুলো পরিপূর্ণ হোক এবং নতুনভাবে প্রস্ফুটিত হোক আগামীর দিকে। আমরা সকলে মিলে নতুনকে বরণ করে নিই। দারুন সুন্দর কিছু বার্তার মধ্যে দিয়ে পুরাতনকে ফেলে নতুন কে বরণ করে নিলেন।