নতুন আরেক বিড়ম্বনা...

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ১৬ই ভাদ্র , | ১৪২৯ , বঙ্গাব্দ | শরৎকাল ||


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।



recycling-g85b4dcf4b_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরে আবহাওয়ার অবস্থা বেশ খারাপ। আকাশটা বেশ মেঘলা হয়ে আছে। খবরে দেখছি দুই-একদিনের ভিতরে প্রচুর বৃষ্টিপাত হবে। হয়তোবা এই বৃষ্টিপাত হবে মৌসুমের শেষ বৃষ্টিপাত। কিন্তু গরমে জ্বালায় যে আর টিকা যাচ্ছে না। আর এই গরমে সমস্যাটা আরো বাড়িয়ে দিয়েছে লোডশেডিং। কারেন্ট দিনের মধ্যে কম না হলেও ৩থেকে ৪ বার যাওয়া আসা করে ।

এতদিন তো এসব সমস্যা ছিলই। তবে কাল থেকে নতুন করে আরেকটি সমস্যা যোগ হলো। হঠাৎ করে আমার ওয়াই ফাই এর জন্য কেনা মিনি ইউ পি এস টি নষ্ট হয়ে গেল। এই মিনি ইউ পি এস টি দেড় বছর আগে কিনেছিলাম। এটি বেশ ভালই আমাকে সাপোর্ট দিতো কাজের ক্ষেত্রে।

এটি কিনার আগে , হঠাৎ কারেন্ট চলে যাওয়ার সাথেই ওয়াইফাই কানেকশনও চলে যেত। যার কারণে সব সময় মোবাইলে ডাটা কিনে রাখতে হতো। কিন্তু মিনি ইউপিএস ট কিনার পর এই অসস্থি থেকে মুক্তি পেলাম । কেননা এটি কারেন্ট চলে গেলও প্রায় সাত থেকে আট ঘণ্টা মতো ব্যাকআপ দিত।

কিন্তু গতকাল হঠাৎ করেই দেখি, কারেন্ট চলে যাওয়ার পর 5 মিনিটে বন্ধ হয়ে গেল পরে আর ওপেন হচ্ছে না। যদিও পরবর্তীতে অনেক কষ্টে চালু করেছিলাম তারপরও 10 মিনিট পরে আবারও বন্ধ হয়ে গিয়েছে। তবে আমার একটা অভ্যাস আছে, কোন ধরনের জিনিস নষ্ট হলে, সেটা নষ্ট হওয়ার কারণ বের করার চেষ্টা করি। তাই এটা নিয়ে লেগে পড়লাম।

IMG_20220831_145810.jpg

IMG_20220831_145744.jpg

সর্বপ্রথম এটার একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এটা প্লেইন বিল্ড করা মানে এটার কোনো স্ক্র নাই। তাই এটার ভিতরে কি আছে জানার জন্য এটি চারপাশ কেটে ফেলতে হল। উপরিভাগ টা কেটে ভিতরে দেখতে পেলাম এটির শুধু ব্যাটারি আরেকটি সার্কিট আছে । আর কিছুই নেই। ব্যাটারি গুলা লিথিয়াম-আয়ন এর চারটে ব্যাটারি ছিল প্রতিটি 2000 Mah করে। কিছুক্ষণ গবেষণার পর বুঝতে পারলাম এটার ব্যাটারিগুলো নষ্ট হয়ে গিয়েছে যার কারণে ব্যাকআপ দিতে পারছে না।

এত তাড়াতাড়ি এর ব্যাটারি গুলা নষ্ট হয়ে যাওয়ায় খুব আফসোস হলো। আসলে এটা হয়ত আমার কিছু ভুল এর জন্যই মিনি ইউপিএস এর ব্যাটারিগুলো নষ্ট হয়ে গিয়েছে। কেননা এই ইউ পি এস দিয়ে একটি 9 ভোল্টের রাউটার এবং একটি 12 ভোল্টের অনু চলত। ইউ পি এস এর গায়ে লেখা ছিল এটির চার্জিং অ্যাডাপ্টার হিসাবে 12 ভোল্ট এবং 2 এম্পিয়ার এর এডাপ্টার ব্যবহারের জন্য। কিন্তু আমি যে এডাপ্টার টি ইউজ করেছিলাম সেটি ছিল 12 ভোল্ট এবং 600 মিলি এম্পিয়ার এডাপ্টার। তাই আমার যেটা মনে হয় দীর্ঘদিন ধরে কম অ্যাম্পিয়ারের কারেন্ট পাওয়ার কারণে ইউপিএস এর ব্যাটারি ডেমেজ হতে থাকে। এক পর্যায়ে এটির কার্যকারিতা হারায়।

যাহোক অন্য কেউ হলে হয়তো এটি ফেলে দিত, কিন্তু আমি চেষ্টা করছি এটিকে রিপেয়ার করে পুনরায় ব্যবহার উপযোগী করার জন্য। কারণ এখন নতুন একটি মিনি ইউপিএস কিনতে গেলে দুই হাজার টাকার মতো খরচ হবে আবার। যেহেতু এটার সার্কিটটি সম্পূর্ণ ঠিক আছে শুধুমাত্র ব্যাটারি পরিবর্তন করলেই ঠিক হয়ে যাবে। তাই আজ বিকেলে যাব চট্টগ্রামের বৃহৎ ইলেকট্রনিক বাজার নিউমার্কেট এ ব্যাটারি কিনে আনার জন্য। তবে আজকেই আমি 12 ভোল্ট ২ অ্যাম্পিয়ারের এডাপ্টার কিনে এনেছি এখন হতে ওই এডাপ্টার টি ইউজ করব। আশা করছি মিনি ইউপিএস টি পুনরায় ব্যবহার উপযোগী করে তুলতে পারব।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

এডাপ্টারেও এখন দুইনাম্বারি হয় ভাই। আমিও কিছু দিন আগে আপনার মত ভুল করে ছিলাম ১২ ভোল্ট ১ এম্পিয়ার দিয়ে চার্জ দিছিলাম। যদিও আমার ইউপিএস পাল্টাই দিছে। তারপর ৩০০ টাকা দিয়ে সঠিক চার্জার কিনেছি। এখন ভালোই ব্যাকাপ পাচ্ছি।

 2 years ago 

ভাই আপনি তো দেখি আমার মতন, যে কোন জিনিস নষ্ট হলে শেষ দেখেই ছাড়ি। এটা অবশ্য বেশ ভালো তবে এত কষ্টের পরে যদি জিনিসটা ঠিক হয় তাহলে মনে অনেক প্রশান্তি ফিরে আসে।

 2 years ago 

হঠাৎ করে আমার ওয়াই ফাই এর জন্য কেনা মিনি ইউ পি এস টি নষ্ট হয়ে গেল।

বর্তমানে লোডশেডিং এর অবস্থা দেখলে সত্যি অনেক কষ্ট হয়। এই সময় হঠাৎ করে মিনি ইউ পি এস টি নষ্ট হয়ে যাওয়া সত্যি অনেক কষ্টের ব্যাপার। তবে ব্যাটারি যেহেতু নষ্ট হয়েছে আশা করছি ঠিক করা যাবে। সার্কিট ঠিক থাকলে ব্যাটারি চেঞ্জ করলেই মনে হয় অনেকটা ভালো হবে।

 2 years ago 

আপনার ধারণা ঠিক কারণ।সার্কিটে পর্যাপ্ত কারেন্ট না গেলে সেটা রেজিস্ট্যান্স পার করতে পারে না।আর জার করনে এই সমস্যাটা হতে পারে।

 2 years ago 

আসলে ভাইয়া বর্তমানে লোডশেডিংএর জন্য খুব ঝামেলায় আছি ামরা সবাই।তারপরেও আপনার আপার সার্কিট নষ্ট হয়ে গেল এবং আপনি সেটাকে দেখছেন কিভাবে ঠিক করা যায়। আসলে এই দিকগুলো আমার রয়েছে। কোন কিছু যদি নষ্ট হয়ে যায় সেটা খলে দেখার চেষ্টা করি কেন নষ্ট হল আর সেটা ভালো করা যায় কিনা।

 2 years ago 

আপনার বিরম্বনার পোস্টে যেভাবে আপনি এটির বিবরণ দিয়েছেন তাতে এটি কোন সমস্যাই না। আপনি যে সিদ্ধান্তটি নিয়েছেন অবশ্যই এটি সফলভাবে কার্যকর হবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

হুম ভাই বর্তমানে আবহাওয়ার কোনো ঠিক নাই ৷তবে যাই বলুন এবার প্রথম দেখলাম যে বর্ষা কাল বর্ষা কাল নয় যেন এক ঋতু৷

 2 years ago 

ভাইয়া ছোট একটি বিষয় নিয়ে কিভাবে বড় আকারের গল্প লেখা যায় সেটা শিখলাম। আর আপনি যে একজন ইন্জিনিয়ার সেটাও জানতে পারলাম। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65792.18
ETH 2695.80
USDT 1.00
SBD 2.90