সুগন্ধির খুঁজে।

in আমার বাংলা ব্লগ24 days ago

আজ- আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, শরৎকাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।



কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বেশ কয়েকদিন বৃষ্টি থাকার পর অবশেষে রোদের দেখা পাওয়া গেল। তবে আজকের ওয়েদার টা বেশ উষ্ণ। এখনো মাত্র দুপুর হতে চলেছে আর তাতে যে উষ্ণতা দেখা দিয়েছে তাতে বোঝা যাচ্ছে সারাটা দিন বেশ উত্তপ্ততার মধ্যে দিয়ে যেতে হবে। আসলে এখনকার ওয়েদার গুলো একটু ভিন্ন, মাঝে মাঝে বৃষ্টি পড়ে আবার ঠান্ডা অনুভব হয়, মাঝে মাঝে গ্রীষ্মকালের মত। একসাথে যেন সব ঋতুর উপভোগ করা যায় এ সময়টাতে।

যাইহোক, ওয়েদারের এমন ভিন্ন আচরণ সবসময় চলতেই থাকে। আমরা মানুষরা যেমন পরিবর্তনশীল তেমনি আমাদের প্রকৃতি ও পরিবর্তনশীল। তবে একটা বিষয় খেয়াল করলে বুঝতে পারবেন, ওয়েদারের সাথে মানুষের মন মানসিকতার উপর অনেকখানি প্রভাব পড়ে। যেমন, যখন মেঘলা ওয়েদার থাকে তখন আপনার মানসিকতা থাকে একরকম, যখন উষ্ণ থাকে তখন মানসিকতা থাকে অন্যরকম। যাইহোক ওয়েদার যেমনই হোক না কেন সবকিছু সাথে আমাদের খাপ খাইয়ে নিতে হবে।

1000039385.jpg

আরো বেশ কিছুদিন আগে একটি পারফিউমের দোকানে গিয়েছিলাম কিছু পারফিউম কিনতে। পারফিউমের প্রতি আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একটি দুর্বলতা কাজ করে। পারফিউম একটা মানুষের ব্যক্তিত্বকে অনেকটাই ফুটিয়ে তুলতে সাহায্য করে। বিভিন্ন ধরনের পারফিউম কালেক্ট করতে কিন্তু বেশ ভালই লাগে। তবে সত্যি বলতে আমার কালেকশনে অত নামিদামি পারফিউম নেই।

1000039383.jpg

যাই হোক, পারফিউম নেওয়ার জন্য যে দোকানটিতে গিয়েছিলাম ওই দোকানটির মূলত একটি আতরের দোকান। ওখানে বেশ ভালো ভালো আতর পাওয়া যায়। অবশ্য এর আগেও এই দোকানটিতে গিয়েছিলাম এবং গিফটের জন্য কয়েকটা আইটেম কিনেও ছিলাম এর আগে। তাছাড়া আমার এই পরিচিত মানুষের জন্য একটি গিফট কেনার রয়েছে । তো তার জন্য কি গিফট দিব এমন চিন্তায় মাথায় আসলো যে ভালো পারফিউম দেওয়া ।

1000039384.jpg

তো যেই ভাবা সেই কাজ, চলে গিয়েছিলাম ভালো কিছু পারফিউম কেনার খোঁজে । কিন্তু ওখানে গিয়ে কিছু আতর দেখে এতই ভালো লেগেছে যে পারফিউম না কিনে আতরের একটি সেট নেওয়ার পরিকল্পনা করলাম। তবে সব থেকে বড় সমস্যা হল পছন্দের আতর গুলো সিলেক্ট করা কেননা । কেননা ওখানে এত এত আতর রয়েছে যে সেখান থেকে বাছাই করাটা বড্ড মুশকিল। ছয় সেটের আতরের বক্সে আপনি আপনার পছন্দের আতরের সেট তৈরি করে নিতে পারেন। যাই হোক অবশেষে আমি আমার পছন্দের ৩ মিলি করে ছয়টি আতর পছন্দ করি যেখানে প্রতিটি আতরের প্রাইজ ভিন্ন ভিন্ন।

1000039386.jpg

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।

1000038736.webp


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 24 days ago 

গিফটের জন্য একটি কম্বো কিনে নিলেন আতরের ।পারফিউম কিনতে গিয়ে বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন ভাইয়া।শপিং করতে গেলে সবারই এই সমস্যায় পড়তে হয় বেশি বেশি কালেকশন থাকলে সিলেক্ট করা কষ্টকর হয়,ধন্যবাদ আপনাকে।

 24 days ago 

আমাদের এখানে বেশ কয়েকদিন টানা বৃষ্টির পর গতকালকে রোদ উঠেছে। তাই শীতলতা দূর হয়ে আবহাওয়া অনেকটা গরম হয়ে গিয়েছে। যাইহোক ভালো মানের পারফিউম ইউজ করতে আমার খুব ভালো লাগে। গিফটের জন্য পারফিউম কিনতে গিয়ে তো দেখছি আতরের সেট কিনে ফেলেছেন ভাই। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 23 days ago 

গিফট করার জন্য পারফিউম খুবই চমৎকার একটি অপশন। পারফিউম সবাই পছন্দ করে। ভাইয়া আপনি গিফটের জন্য পারফিউম কিনেছেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60617.06
ETH 2405.89
USDT 1.00
SBD 2.59