কবিতাঃ "ক্যারিয়ার"।১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ - ১৩কার্তিক| ১৪২৮ বঙ্গাব্দ |শুক্রবার| হেমন্তকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি



businessman-6704997__480.webp


Source

আজ আপনাদের মাঝে আমার ডায়েরি থেকে আরো একটা কবিতা শেয়ার করতে যাচ্ছি।কবিতার নাম "ক্যারিয়ার"।আশাকরি আমার কবিতাটি আপনাদের ভালো লাগবে।


"ক্যারিয়ার"

যদি থাকে বাসনা , যদি থাকে ইচ্ছে
হবে তো হবেই , যা হোক তবে
নাইবা হলে বনের উঁচু বৃক্ষটি
কূলের ছোট জাম , জারুল তো হবে।


যদি তাও না পারো হয়ে যাও
সবুজ নরম এক ঝোপঝাড়
লজ্জা কি - বা ইহা ছোট নয় জানবে
এতেও মাথা উঁচু করে বাঁচবে ।।


মন্দ কি যদি হও দূর্বা
বৃক্ষের থেকে কত দূর বা
তুমি তো তুমিই থাকবে
তবুও মাথা উঁচু করে তো বাঁচবে ।।


নাইবা ফুটলে হয়ে ঝিলের পদ্মটি
না - হয় ফুটলে বনফুলটি
কচুরি ফুল হয়ে তো চলবে
তবুও এ মাধবির বুকে স্বয়ং।


সৌন্দর্য সৌরভ তো বিচরণ
করবে তবুও মাথা উঁচু করে তো বাঁচবে ।
সবাই যদি হতে চাও গায়ক
নীরব শ্রোতাটি কেই - বা হবে।

সে ভালো , হয়ে যাও যে যার মত ।
সেই হওয়াতেই ব্যথা নেই জানবে
সূর্যের মতো উজ্জ্বল হতে নাই পার
তারার মতো শিখে তো জ্বলবে
তবুও মাথা উঁচু করে তো বাঁচবে ।


logo.gif

Sort:  
 2 years ago 

আপনার কবিতার প্রথম দিকের লাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলেই কারো মনে যদি বাসনা থাকে এবং সাথে যদি খুব প্রবল একটি ইচ্ছা থাকে তাহলে তাকে কেউ আটকাতে পারবেনা। তার সাফল্য ধরা থেকে তাকে কেও আটকাতে পারবেনা।
কবিতাগুলো আরেকটু বড় করে লিখবেন ভাইয়া তাহলে পড়তে খুব ভালো লাগবে ।আশা করি আমার কথাটি আপনি পজিটিভলি নিবেন অনেক ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করছি কবিতা গুলো যেনে আরো বড় হয়।

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু

ভাইয়া আপনার কবিতাটির লাইন গুলো খুব কঠিন ।তবে কবিতাটি অনেক সুন্দর ভাবে লিখছেন।এভাবে চালিয়ে যান।আপনার জন্য অনেক শুভ কামনা রইল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য

 2 years ago 

ক্যারিয়ার নিয়ে অনেক সুন্দর কবিতা লিখেছেন। আসলে আমাদের স্বপ্ন কিংবা আশা বড় রাখতে হবে। ইচ্ছা শক্তি মানুষকে বড় করে তোলে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য

 2 years ago 

আপনার কবিতার প্রত্যেকটি লাইন আমার কাছে খুবই ভালো লেগেছে।আসলে কোন কাজ ছোট নয়,আমরা ছোট পদে কাজ করলেও সেটির সম্মান ও মূল্য আছে ।যাতে আমরা গর্বের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারি।চমৎকার কবিতাটি।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জেনে খুবই খুশি হলাম যে আপনার কাছে ভালো লেগেছে।গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

অসাধারণ কবিতা ভাইয়া।ইচ্ছা শক্তি আসলে মানুষকে বড় করে তোলে।আপনার কবিতার মধ্য ক্যারিয়ার নিয়ে এবং ইচ্ছা শক্তি নিয়ে সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনার জন্য অনেক শুভ কামনা রইলো ভাইয়া ❤️

 2 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

প্রতিটি মানুষের জীবনে ইচ্ছা থাকাটা জরুরী । ইচ্ছা না থাকলে কিছুই করা সম্ভব নয়। আপনি কবিতার মাধ্যমে সেটি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। শুভ কমনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য

join #club5050 tag and receive extra vote from steemcurator01, steemcurator02 ' @steemcurator07.

Your post up-vote from country representatives Bangladesh @sm-shagor..

Always follow @steemitblog.

আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কবিতা।

চালিয়ে জান রাজু ভাই
আমার খুব ভালো লেগেছে৷

 2 years ago 

জেনে খুবই খুশি হলাম যে আপনার কাছে ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.033
BTC 64507.66
ETH 3080.07
USDT 1.00
SBD 3.85