চাউল ভাজা দিয়ে ভিন্নরকম স্বাদের রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।

Picsart_22-08-14_17-29-47-443.jpg

গত শুক্রবার বিকালবেলা গিন্নিকে ডেকে বললাম অনেকদিন থেকে চাউল ভাজা খাওয়া হয় না। চাউল ভাজা আর চা জমে যাবে আজকের বিকালটা। কিন্তু চাউল ভাজা করতে গিয়ে মাথায় ভিন্নরকম একটি আইডিয়া এলো। চিড়া ভিজিয়ে রেখে ভুনিয়ে যদি চিড়ার পোলাও করা যায় তাহলে চাউল ভাজা দিয়ে একবার ট্রাই করে দেখি না কেমন হয়। যেই ভাবা সেই কাজ চাউল ভাজা খাওয়া বন্ধ করে দিলাম। ভাজা চাউল গুলো পানিতে ভিজিয়ে রাখলাম। তৈরি করে ফেললাম চাউল ভাজা দিয়ে ভিন্নরকম একটি স্বাদের রেসিপি। চলুন দেখে নেয়া যাক আমার মজাদার রেসিপিটি।

প্রয়োজনীয় উপকরণ:

উপকরণপরিমাণ
চাউলএক কাপ
সয়াবিন তেলপরিমাণমতো
লবনস্বাদমতো
পেঁয়াজ১ টা
কাচা মরিচ৩ টা
হলুদ গুঁড়া১/৪ চা চামচ
জিরা গুঁড়া১/৪ চা চামচ
ধনিয়া গুঁড়া১/৪ চা চামচ
পাঁচফোড়ন গুঁড়া১/৪ চা চামচ
চিনিস্বাদমতো

প্রস্তুত প্রণালী:

পর্যায়ক্রমে:

20220814_170608.jpg

প্রথমেই রেসিপিটি করার জন্য পরিষ্কার করে এক কাপ পরিমাণ চাউল নিয়েছি। চাউলগুলো একটি পাত্রে রেখে দিয়েছি।

20220814_170742.jpg

চুলায় কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। তারপর কমিয়ে দেয়ার পর অল্প অল্প করে চাউল ভেজে নিয়েছি। এভাবে সবগুলো চাউল ভেজে একটি পাত্রে রেখে দিয়েছি।

20220814_170711.jpg

এভাবে সবগুলো চাউল হালকা করে ভেজে রেখে দিয়েছি।

20220814_170516.jpg

ভেজে নেয়া চাউল গুলো পানিতে ভিজিয়ে রেখেছি। ভাজা চাউল গুলো নরম হওয়ার জন্য ১৫-২০ মিনিট পানিতে ভিজিয়ে অপেক্ষা করেছি।

20220814_170406.jpg

কিছুক্ষণ পর যখন দেখলাম নরম হয়ে গিয়েছে তখন পানি ঝরিয়ে আলাদা একটি পাত্রে তুলে রেখেছি।

20220814_170139.jpg
20220814_170110.jpg

এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তেল দিয়ে গরম করে নেয়ার পর সেখানে প্রয়োজনীয় পেঁয়াজকুচি ও মরিচ কুচি দিয়ে দিয়েছি।

20220814_165831.jpg

পেঁয়াজ কুচি ও মরিচ কুচি কিছুক্ষণ ভেজে নেয়ার পর ভিজিয়ে রাখা ভাজা চাউল গুলো কড়াইতে ঢেলে দিয়েছি।

20220814_165809.jpg

এখন কড়াইতে স্বাদমতো লবণ দিয়েছি।

20220814_165653.jpg

সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভুনিয়ে নিয়েছি। হালকা তাপে ভুনা করতে হবে তা না হলে নিচে লেগে যাবে।

20220814_164721.jpg

জিরা গুড়া, ধনিয়া গুড়া ও পাঁচফোড়ন গুড়া পরিমানে একটু বেশি নেওয়া হলেও সবগুলোর মিশ্রণ থেকে ১/৪ চা চামচ গুড়া মশলা দিয়েছি।

20220814_164824.jpg

এই পর্যায়ে আমি স্বাদমতো চিনি দিয়েছি। চিনির পরিমাণ আপনাদের রুচি অনুযায়ী কম বেশি হতে পারে। আবার অনেকেই চিনি না দিয়েও খেতে পারেন।

20220814_164651.jpg

এখন আমি খুব সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। আপনারা ইচ্ছা করলে হলুদ নাও দিতে পারেন। তবে হলুদ দিলে কালারটা খুব সুন্দর আসে।

20220814_164436.jpg

সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আরো পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ভুনিয়ে নামিয়ে নিয়েছি।

পরিবেশনের জন্য প্রস্তুত:

20220814_164550.jpg

হঠাৎ করে নতুনভাবে চাউল ভাজা খাওয়ার ইচ্ছাটাকে পূর্ণতা দেয়ার প্রচেষ্টা। জানিনা সফল হতে পারবো কিনা সেই দুশ্চিন্তাও মাথায় ছিল। তাই অনেক চাপ নিয়ে রেসিপিটি সম্পন্ন করলাম। খাওয়ার পর সবাই এক বাক্যে পাস মার্ক দিয়ে দিল। আমি নিজেও অবশ্য খেয়ে দেখেছি। অসাধারণ হয়েছিল খেতে। বানিয়ে বলছি না আপনারাও রেসিপিটি অনুসরণ করে বাসায় ট্রাই করতে পারেন। আমার কথার সত্যতা প্রমাণের জন্য।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

Logo-1.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

চাল ভাজা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন।ছাএ জীবনে মাঝে মাঝে খাওয়া হতো।এখন আর খুব একটা খাওয়া হয় না।চাল ভাজার ধাপ গুলো খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। যে কেউ চাইলে বানিয়ে খেতে পারবে।

 2 years ago 

রেসিপিটি খেতে আসলেই বেশ মজার।

 2 years ago 

আরেহ বাহ এজে দেখি পুরায় ভিন্ন ধর্মী একটি রেসিপি।আমার মনে হয় খেতেও দারুন হবে।বাড়িতে একদিন ট্রাই করে দেখা যেতে পারে।

 2 years ago (edited)

ভিন্নরকম ভাবে ভিন্নস্বাদের রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন।

 2 years ago 

বিভিন্ন ধরনের মসলা দিয়ে শুধু চাউল ভাজা খেতে আমার খুবই ভালো লাগে।। নামেও ভিন্ন রকম কাজেও ঠিক ভিন্ন রকম রেসিপিও প্রস্তুত করেছে দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব মজা হয়েছিল

 2 years ago 

আসলেই ভাই ভিন্ন রকম স্বাদ পেয়েছিলাম।

 2 years ago 

চাউল ভাজা দিয়ে ভিন্নরকম স্বাদের রেসিপি আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন । আসলেই রেসিপিটা ভিন্ন এমন ধরনের রেসিপি আগে কখনো খাইনি বা দেখিনি কিন্তু দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে ।বাড়িতে একদিন তৈরি করে খেয়ে দেখব ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ইউনিক এই রেসিপিটি খেতে আসলেই অনেক সুস্বাদু।

 2 years ago 

ওয়াও অসাধারণভাবে আপনি আজ আমাদের মাঝে চালভাজা দিয়ে সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। দেখেই তো খেতে ইচ্ছে করছে এমন রেসিপি কখনো খাওয়া হয়নি। কিন্তু দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু ছিল। না জানি খেতেও কত মজার ছিল। ধন্যবাদ এত সুন্দর পোস্ট আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ খেতে অনেক মজা হয়েছিল। আপনিও বাসায় ট্রাই করতে পারেন।

 2 years ago 

চাল ভাজা দিয়ে আপনি খুব সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। বিভিন্ন ধরনের মসলা দিয়ে চাল ভাজা খেতে আসলেই খুব মজা লাগে। এত সুন্দরভাবে একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

চাউল ভাজা একটু ভিন্ন ভাবে খাবার ইচ্ছা থেকেই রেসিপিটি করা।

 2 years ago 

চাউল ভাজা দিয়ে ভিন্নরকম স্বাদের রেসিপি। শেয়ার করেছেন বাহ্ বাহ্ দারুন হয়েছে দেখে মনে হচ্ছে অনেক টেস্টি হয়েছে লোভনীয় খাবার আমার ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

রেসিপিটি খেতে আসলেই অনেক টেস্টি ছিল। বিভিন্ন রকম একটি স্বাদ পেয়েছিলাম।

 2 years ago 

চাল ভাজা দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন, ছোটবেলায় একবার খেয়েছিলাম। খেতে অনেক মজা লাগে। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার কাছেও বেশ মজাই লাগলো। প্রথমবার খেয়েছিলাম তাই মনে হয় একটু বেশি ভালো লেগেছে।

 2 years ago 

চাউল ভাজা দিয়ে ভিন্নরকম স্বাদের রেসিপি দেখে ভালোই লাগলো। আসলে চাল ভাজা খেয়েছিলাম অনেক দিন আগে। আজকে চাল ভাজি দেখে অনেক খেতে মন চাচ্ছে।

 2 years ago 

চাউল ভাজা দিয়ে ভিন্ন রকম স্বাদের রেসিপি করে আমি নিজে অনেক আশ্চর্য হয়ে গেছি। কারণ অসাধারণ হয়েছিল খেতে।

 2 years ago 

চাউল ভাজা দিয়ে ভিন্ন রকম স্বাদের একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটি আমার কাছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় মনে হয়েছে। ধন্যবাদ এত মজাদার একটি রেসিপি তুলে ধরার জন্য।

 2 years ago 

হঠাৎ করে আইডিয়াটা মাথায় চলে এসেছিল তাই করে ফেললাম। খেতে অসাধারণ ছিল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66028.29
ETH 2694.36
USDT 1.00
SBD 2.89