You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -০৬

in আমার বাংলা ব্লগ2 years ago

একটি বাস্তব ঘটনাঃ
আমাদের হাইস্কুলের আরবি শিক্ষক পরীক্ষার খাতায় নাম্বার দিত খুব কম। এমনকি ক্লাসের সব চেয়ে সহজ সাব্জেক্টিতেও অনেকে ফেল করে যেত শুধুই ওই স্যার খাতা দেখার কারণে। প্রশ্নের উত্তরের সঠিকতা যাচাইয়ের পাশাপাশি হাতের লেখা নিয়েও অনেক মন্তব্য করতো ক্লাসে খাতাপত্র ছাত্রদের হাতে হাতে দেওয়ার সময়।
এমনি একটি পরীক্ষার খাতা বিতরণের সময় আমার একজন ক্লাসমেট বন্ধুকে কিছু কথা শোনালো এই কারণে যে তার হাতের লেখা খুবই ছোট।
ঠিক তার পরবর্তী পরিক্ষায় আনামাদের ওই বন্ধু সব প্রশ্নের উত্তর দেওয়ার পর এক্সট্রা একটি পেজ নিল এবং সেখানে পুরো পেজ জুড়ে একটি "ক" লিখল।
আর এই "ক" এর পেটে লিখে দিল।

দ্যাখ শালা কাদের কত্ত বড় "ক"

এইবার আমাদের কয়েকজনকে দেখিয়ে সেই খাতা পিন আপ করে জমা দিয়ে চলে গেল।

পরবর্তীতে খাতা দেখানোর আগে পরে তাকে আর ক্লাসে দেখা যায় নি। 🙄🙄🙄

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.11
JST 0.034
BTC 66761.99
ETH 3256.83
USDT 1.00
SBD 4.27