রেসিপি-মজাদার ডিম পিঠার রেসিপি||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম


আমি @maria47।আমি একজন বাংলাদেশী।আশা করছি আপনারা সকলে ভালো আছেন।আমি ও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একজন নতুন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে মজাদার ডিম পিঠার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে।


মজাদার ডিম পিঠার রেসিপি


ei_1721825628784-removebg-preview.png
Device-XANON-X20


পিঠা খেতে কম বেশি সকলেই ভালোবাসে।আমার পিঠা খুবই ভালো লাগে। বিশেষ করে এইভাবে ডিমের পিঠা তৈরি করে খেতে আমি খুবই পছন্দ করি। আজ আমি ডিম পিঠার রেসিপিটি তৈরি করেছি। সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

ক্রমিক নংনামপরিমান
ডিম১টি
চিনিএক কাপ
ময়দা১/২ কাপ
সয়াবিন তেলপরিমাণ মতো
লবণ১/২ চা চামচ


IMG_20240718_210919_458.jpg
Device-XANON-X20

IMG_20240718_210935_843.jpg
Device-XANON-X20


মজাদার ডিম পিঠার রেসিপিটি তৈরির ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20240718_210947_963.jpg

Device-XANON-X20

IMG_20240718_211010_069.jpg
Device-XANON-X20

IMG_20240718_211224_453.jpg
Device-XANON-X20


প্রথমে ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিব।এরপর চামচের সাহায্যে ফেটিয়ে নিব।


ধাপ-২


IMG_20240718_211333_319.jpg
Device-XANON-X20


এরপর অন্য একটি বাটিতে ময়দা নিব।


ধাপ-৩


IMG_20240718_211340_064.jpg
Device-XANON-X20
IMG_20240718_211346_790.jpg
Device-XANON-X20
IMG_20240718_211443_350.jpg
Device-XANON-X20

IMG_20240718_211658_365.jpg
Device-XANON-X20


এরপর চিনি দিয়ে পরিমাণমতো পানি দিয়ে হাতের সাহায্যে ভালো ভাবে গুলিয়ে পেটার্ন তৈরি করে নিব।


ধাপ-৪


IMG_20240718_211709_548.jpg
Device-XANON-X20


এরপর চুলায় কড়াই বসিয়ে কড়াই গরম করে নিব।এরপর পরিমাণ মতো তেল ঢেলে তেল গরম করে নিব।


ধাপ-৫


IMG_20240718_211723_554.jpg
Device-XANON-X20

IMG_20240718_211826_941.jpg
Device-XANON-X20


এরপর ফেটিয়ে নেওয়া ডিম কড়াইতে ঢেলে দিব।এরপর চামচের সাহায্যে ডিম টিকে মাঝ বরাবর ভাঁজ করে লম্বা শেফ করে নিব।


ধাপ-৬


IMG_20240718_211837_199.jpg
Device-XANON-X20

IMG_20240718_211911_740.jpg
Device-XANON-X20


এরপর ময়দার পেটার্ন টি একটু করে করে ডিমের উপরে দিব।


ধাপ-৭


IMG_20240718_211920_561.jpg
Device-XANON-X20
IMG_20240718_211950_531.jpg
Device-XANON-X20


এরপর চামচের সাহায্যে উল্টিয়ে দিব।এরপর অপর জন্য পাশে আবারও একইভাবে পেটার্ন দিব।


ধাপ-৮


IMG_20240718_212029_880.jpg

Device-XANON-X20


IMG_20240718_212414_207.jpg
Device-XANON-X20


এরপর একই ভাবে আরো দুইবার দিয়ে ভালো ভাবে ভেজে নিব।


শেষ ধাপ

IMG_20240718_212824_077.jpg
Device-XANON-X20

IMG_20240718_213139_595.jpg
Device-XANON-X20


এরপর চুলা থেকে নামিয়ে ছুরির সাহায্যে কেটে নিলেই আমার ডিম পিঠার রেসিপিটি সম্পূর্ণ হবে।


উপস্থাপনা:


ei_1721825828548-removebg-preview.png
Device-XANON-X20


মজাদার ডিম পিঠার রেসিপিটি তৈরি হয়ে গেলে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিব।এইভাবে মজাদার ডিম পিঠার রেসিপি তৈরি করে খেলে ভীষণ ভালো লাগে।এই মজাদার ডিম পিঠার রেসিপিটি খেতে আমি ভীষণ পছন্দ করি।এই মজাদার ডিম পিঠার রেসিপিটি শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আজ আমি আপনাদের মাঝে এমন একটি রেসিপি তুলে ধরতে পেরে খুবই আনন্দিত।আমি সবসময় চেষ্টা করব নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।আশা করি আমার তৈরি করা রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Sort:  
 last month 

ডিম পিঠা রেসিপি দারুন হয়েছে। এই ধরনের পিঠা খেতে আমি খুবই পছন্দ করি। আপনি অনেক সুন্দর করে পিঠা তৈরি করার পদ্ধতি শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ আপু। আমিও বাসায় এভাবে ট্রাই করবো।

 last month 

পিঠাটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল আপু।আপনি ডিম পিঠা খেতে পছন্দ করেন জেনে খুবই ভালো লাগলো আপু।ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last month 

পিঠা খেতে খুব ভালো লাগে। যদি হয় এমন সুন্দর মজাদার ডিম পিঠা তাহলে তো আর কথাই নেই। বেশ মজার করে ডিম পিঠা তৈরি করেছেন যা দেখে খেয়ে নিতে ইচ্ছে করতেছে আপু। অনেকদিন পরে পিঠার রেসিপি দেখতে পেলাম। আপনি রেসিপির প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করলেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

 last month 

আপনার পিঠা খেতে ভালো লাগে জেনে খুবই ভালো লাগলো আপু।এমন মজাদার পিঠা খেতে হলে বাসায় আসতে হবে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 last month 

ভীষণ সুস্বাদু একটি পিঠা তা বুঝতে পারছি রেসিপিটি বানানো পদ্ধতি দেখে।দারুণ হয়েছে আপু আপনার ডিম পিঠার রেসিপিটি।ধাপে ধাপে পিঠা তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 last month 

আমি চেষ্টা করেছি আপু সুন্দর ভাবে পিঠার রেসিপিটি উপস্থাপন করার জন্য।পিঠা টি খেতে সত্যিই অনেক সুস্বাদু হয়েছিল।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 59077.53
ETH 2518.13
USDT 1.00
SBD 2.48