DIY- এসো নিজে করি : ম্যাচের কাঠি ব্যবহার করে টেবিল তৈরি || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ3 years ago
আজ বৃহস্পতিবার • ১৭ই অগ্রহায়ণ • ১৪২৮ বঙ্গাব্দ • ০২, ডিসেম্বর-২০২১


মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী ব্লগার ভাই এবং বোনদের আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

======================================


টেবিল তো আমরা সবাই চিনি, সবখানে গেলেই আমরা টেবিল দেখতে পারি। কিছু প্লাস্টিকের টেবিল, কিছু কাঠের টেবিল, আবার অনেক খানেই কাঁচের টেবিল আমরা দেখতে পারি। আজ আমি সেই টেবিলই ম্যাচের কাঠি ব্যবহার করে বানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক।

PicsArt_12-02-04.16.32.jpg


প্রয়োজনীয় উপকরণঃ

IMG_20211202_162949.jpg

☞ ১. গ্লুগান

☞ ২. আঠা

☞ ৩. পেপারকাটার

☞ ৪. ম্যাচেরকাঠি

☞ ৫. কাগজ


তৈরি প্রক্রিয়াঃ


◑ ধাপ ১ঃ

IMG_20211129_233710.jpg

প্রথমে আমাদের কিছু ম্যাচের কাঠি এবং একটি সাদা কাগজ নিতে হবে।



◑ ধাপ ২ঃ

IMG_20211202_134854.jpg

তারপর ম্যাচেরকাঠি গুলোকে এই ভাবে আঠার মাধ্যমে আটকে নেই। একই ভাবে ৪ জায়গায় আটকাতে হবে।



◑ ধাপ ৩ঃ

IMG_20211202_135039.jpg

আঠা শুকিয়ে গেলে ওগুলোকে ভালো ভাবে কেটে কাগজ থেকে আলাদা করে নেই।



◑ ধাপ ৪ঃ

IMG_20211202_164844.jpg

এবার কেটে নেয়া অংশ গুলোকে আর একটি কাগজের উপর চিত্রের মত করে আটকে দেই।



ধাপ ৫ঃ

এবার পুরোটাতে চিত্রের মত করে একটা একটা করে ম্যাচের কাঠি আঠা দিয়ে বসিয়ে দেই।

পুরোটাতে কাঠি বসিয়ে দেয়া হলে আঠা শুকানোর পর সেটিকে কাগজ থেকে আলাদা করে নেই।



◑ ধাপ ৬ঃ

IMG_20211202_154317.jpg

এবার ম্যাচের কাঠি গ্লুগান দিয়ে এ ভাবে আটকিয়ে ৪টি পা বানিয়ে নেই।



◑ ধাপ ৭ঃ

IMG_20211202_154332.jpg

টেবিলটি যেন শক্ত হয় সেজন্য কিছু ম্যাচের কাঠি এইভাবে গ্লুগানের সাহায্যে আটকিয়ে দেই।



ধাপ ৮ঃ

IMG_20211202_154716.jpg

এবার আমাদের আগে বানিয়ে নেয়া টেবিলের পা গুলোকে টেবিলের সাথে গ্লু গান দিয়ে আটকে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের ম্যাচের কাঠির টেবিলটি।



IMG_20211202_160452.jpg

আশা করি আমার বানানো ম্যাচের কাঠি ব্যবহার করে বানানো টেবিলটি ভালো লেগেছে। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই কে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টে আসার জন্য। শুভ কামনা রইলো সবার জন্য।





কনটেন্টDIY-এসো নিজে করি
ছবিগুলো তোলা হয়েছেরেডমি 9 দিয়ে
বিষয়ম্যাচের কাঠি ব্যবহার করে টেবিল তৈরি
কারিগরমাহির শাহরিয়ার ইভান (@mahir4221)


image.png

image.png

আমি মাহির শাহরিয়ার ইভান। আমার বাসা বাংলাদেশের রংপুর বিভাগে । আমি একজন ব্লগার, ফটোগ্রাফার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নতুন কোন বিষয়ে লিখতে এবং সবাই কে অজানা বিষয়ে জানাতে আমার ভিষণ ভালো লাগে। ছবি তুলতে, জাঙ্ক ফুড খেতে এবং ঘুরতেও আমি ভিষণ পছন্দ করি । আর আমার সব থেকে বড় শখ ছবি তোলা।
FacebookTwitterYouTube

standard_Discord_Zip.gif

JOIN WITH US ON DISCORD SERVER

PicsArt_08-23-08.36.16.jpg

image.png

Amar_Bangla_Blog_logo_png.png

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74b6kDtcK947Vx3vBbQJoP...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif
.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65910.66
ETH 2696.65
USDT 1.00
SBD 2.88