DIY-(এসো নিজে করি)//রঙিন কাগজ দিয়ে সুন্দর একটা ফুল তৈরি ।।

in আমার বাংলা ব্লগlast month
আসসালামু-আলাইকুম/আদাব🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

20240817_093523~2.jpg

আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটি হচ্ছে একটি ডাই পোস্ট। যা তৈরি করেছিলেন আমি রঙিন কাগজ দিয়ে। গ্লিটার ফোম সিট দিয়ে যেরকম কোন কিছু তৈরি করতে ভালো লাগে ঠিক তেমনি রঙিন কাগজ দিয়েও কোন কিছু তৈরি করতে আমার অনেক ভালো লাগে। আর সেই ভালোলাগা থেকেই অনেকদিন পর আবারো রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করলাম আপনাদের মাঝে শেয়ার করবো বলে। যাই হোক আমার বিশ্বাস ফুলটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক রঙিন কাগজ দিয়ে সুন্দর এই ফুলটি কিভাবে আমি তৈরি করেছিলাম।

।। রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি।।

20240817_093621~2.jpg

আমি রঙিন কাগজ দিয়ে কিভাবে সুন্দর একটি ফুল তৈরি করেছি তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

১। রঙ্গিন কাগজ ।
২। কেচিঁ।
৩। স্কেল।
৪। গ্লু গান।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রথম ধাপ
20240817_074714~2.jpg20240817_074841~2.jpg
20240817_074923~2.jpg20240817_075400~2.jpg

20240817_075454~2.jpg

প্রথমে আমি একটি এ ফোর সাইজের রঙিন কাগজ থেকে ১০ সেন্টিমিটার বাই ১০ সেন্টিমিটার দুই টুকরো , ৯ সেন্টিমিটার বাই ৯ সেন্টিমিটার দুই টুকরো ৮ সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার দুই টুকরো, ৭ সেন্টিমিটার বাই ৭ সেন্টিমিটার দুই টুকরো, ৬ সেন্টিমিটার বাই ৬ সেন্টিমিটার দুই টুকরো কাগজ কেটে নিলাম।এখানে ১০ সেন্টিমিটার বাই ১০ সেন্টিমিটার কাগজ দুটি একই কালার বাকিগুলো দুইটি দুই কালারের। এবার এই রঙিন কাগজকে একে একে কোনা কোনি ভাবে তিনটি ভাজ করলাম। চতুর্থ বারে দুই পাশ থেকে উল্টিয়ে ভাজ করে নিলাম এবং ঠিক মাঝ বরাবর থেকে দুই পাশের অতিরিক্ত অংশগুলো কেটে নিলাম। ঠিক যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

দ্বিতীয় ধাপ
20240818_234440~2.jpg20240817_082129~2.jpg
20240817_082620~2.jpg20240817_083835~2.jpg

20240817_083940~2.jpg

এবার ভাঁজ করা রঙিন কাগজটির দুই সাইট এবং মাঝখান থেকে পাপড়ির আকৃতি করে কেটে নিলাম। তারপর পাপড়ি গুলোর ঠিক মাঝখানে একটি কাটারের সাহায্যে চাপ দিয়ে বাকিয়ে নিলাম। ঠিক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তৃতীয় ধাপ
20240817_084159~2.jpg20240817_084529~2.jpg

20240817_085332~2.jpg

এবার ২০ সেন্টিমিটার বাই ১ সেন্টিমিটার এক টুকরো রঙিন কাগজ কেটে সেই কাগজটিকে এক পাশে কুচি কুচি করে কেটে নিলাম। এবং গ্লু গানের সাহায্যে মুড়িয়ে সুন্দর একটি কলি তৈরি করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

চতুর্থ ধাপ
20240817_090343~2.jpg20240817_090821~2.jpg

20240817_091007~2.jpg

এবার একটি স্টিকের সাহায্য নিয়ে প্রথমে একই কালারের দুইটি তার পরে ভিন্ন ভিন্ন কালারের আটটি পাপড়ি একই সাথে লাগিয়ে উপরে কলি গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম । যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

পঞ্চম ধাপ
20240817_091234~2.jpg20240817_091331~2.jpg

20240817_091418~2.jpg

এবার ২০ সেন্টিমিটার বাই ১৫ সেন্টিমিটার এক টুকরো কাগজ নিয়ে একটি কাঠির সাহায্যে এক কোণা থেকে অন্য কোন পর্য্যন্ত্য পেচিয়ে একটা স্টিক তৈরি করে নিলাম এবং স্টিক এর মাথা তিন ভাগে ভাগ করে দিলাম। পরবর্তীতে ফুলের সাথে লাগিয়ে দেয়ার জন্য।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ষষ্ঠ ধাপ
20240817_091810~2.jpg20240817_092106~2.jpg

20240817_092411(0)~2.jpg

এবার ৮ সেন্টিমিটার বাই ৬ সেন্টিমিটার দুই টুকরো কাগজ পাতার আকৃতি করে দুই পাশ কুচি কুচি করে কেটে, পুরো পাতাটাকে কয়েকটি ভাজ দিয়ে সম্পূর্ণ পাতার আকৃতি করে নিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সর্বশেষ ধাপ-
20240817_091418~2.jpg20240817_092411(0)~2.jpg

20240817_093158~2.jpg

সর্বশেষ ধাপে এসে কাগজে মোড়ানো স্টিকটি ফুলের সাথে লাগিয়ে, স্টিক এর সাথে পাতা দুটি গ্লু গানের সাহায্যে লাগিয়ে ফুলটি তৈরীর শেষের ধাপে এসে পৌঁছাইলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

উপস্থাপন
20240817_093325~3.jpg20240817_093514~2.jpg

20240817_093148~2.jpg

রঙিন কাগজ দিয়ে সুন্দর এই ফুলটি তৈরি করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার আরো ভালো লাগছে যে এই ফুলটি তৈরি করার পর আমি আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি। আমি আশা করি এই ফুলটি দেখার পর আপনাদের কাছেও অনেক ভালো লাগবে । আমার বাংলা ব্লগ পরিবারের বন্ধুরা, আজ তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আপনাদের মাঝে হাজির হবো অন্য একটা পোস্ট নিয়ে সে পর্য্যন্ত্য আপনারা সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন ।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই পোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Sort:  
 last month 

রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটা ফুল তৈরি করেছেন আপনি। বেশ ভালো লাগলো আপনার তৈরি করা ফুল টা দেখে। দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের একটা ফুল। বিশেষ করে দুইটা ভিন্ন কালারের কালার পেপার ব্যবহার করার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

রঙিন কাগজ ব্যবহার করে যে ফুলটা তৈরি করেছিলাম সেই ফুল আপনার অনেক ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 last month 

রঙিন কাগজের ফুল তৈরি খুব সুন্দর লাগতেছে। আপনার ডাই প্রজেক্ট গুলো সব সময়ই ভিন্ন রকম হয়ে থাকে। এধরনের কাজ গুলো সত্যি প্রশংসনীয়। কাজের ধারাবাহিকতা বজায় রাখুন। আশাকরি ভালো কিছু হবে ইনশাআল্লাহ।

 last month 

আমার হাতের তৈরি রঙিন কাগজের ফুলটি আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আর এটাই আমার ফুল তৈরি করার সার্থকতা। যাইহোক এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 last month 

রঙিন কাগজ কেটে সুন্দর একটি ফুল তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে। বিশেষ করে ছোট ছোট পাতলা পাপড়ি গুলো এই ফুলের সৌন্দর্যটা আরো বাড়িয়ে তুলেছে যাই হোক কাজের দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

অনেক সুন্দর গঠনমূলক একটি মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 last month 

রঙ্গিন কাগজ দিয়ে বরাবরই আপনি সুন্দর সুন্দর ফুল বানিয়ে থাকেন। আজ আপনি রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর একটি ফুল বানিয়েছেন এবং বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ফুল বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last month 

অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 last month 

রঙিন কাগজ দিয়ে সুন্দর ফুলটি দেখতে ভালো লাগছে ভাইয়া।আপনি খুব সহজেই ফুলটি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করেছেন।যাতে করে যে কেউ সহজেই তৈরি করে নিতে পারেন এটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last month 

আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি আপু ফুলটি আপনাদের মাঝে সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।যাইহোক অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 last month 

রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে রঙিন কাগজ দিয়ে ফুলটি বানিয়েছেন ও আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 last month 

আমার হাতে তৈরি রঙিন কাগজ দিয়ে ফুলটি আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আর এটাই আমার ফুল তৈরি করার সার্থকতা। যাই হোক অনেক সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 last month 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল তৈরি করা যায়। আর এরকম ভাবে কালারফুল ফুলগুলো তৈরি করা হলে দেখতে দারুন লাগে। অনেক বড় করে আপনি এই ফুলটা তৈরি করেছেন। এটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো। এরকম ফুলগুলো তৈরি করে ফুলদানির মধ্যে রেখে ঘর সাজালে দেখতে অনেক সুন্দর লাগে। আর্টিফিশিয়াল ফুল দিয়ে যেমন ঘর সাজানো যায়, তেমনি এগুলো দিয়েও ঘর সাজানো যায়। এই ফুলটাকে দেখতে সুন্দর লাগার পাশাপাশি অনেক আকর্ষণীয় লাগছে।

 last month 

ভিন্ন কালারের রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুলটি আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আর এইটাই আমার ফুল তৈরি করার সার্থকতা। যাইহোক সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলে দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আপনার তৈরি করা পোস্টগুলো অনেক বেশি সুন্দর হয় ভাই। প্রতিনিয়ত খুব দুর্দান্ত কিছু পোস্ট আমাদের মাঝে শেয়ার করেন। রঙিন কাগজের তৈরি আজকের ফুলটি ও অনেক বেশি সুন্দর হয়েছে। এগিয়ে যান শুভকামনা রইল।

 last month 

অনেক সুন্দর গোছানো একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 63678.85
ETH 2623.01
USDT 1.00
SBD 2.85