আমার লেখা কবিতা //প্রকৃতির মায়ায়
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আসলে প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে। যার কারণে প্রকৃতির এই সৌন্দর্যময় দৃশ্য দেখলেই আমার প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চায়।তাই আমার হারিয়ে যেতে খুব ইচ্ছা করে। যার কারণে এই প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্যগুলো আমি খুবই ভালোবাসি। আর নতুন নতুন ঋতুর আগমনে প্রকৃতি যেন নতুন ভাবে সেজে আমাদের সামনে হাজির হয়। এই নতুন রূপ দেখেও মনের ভিতর শান্তি লাগে। তাই প্রকৃতির মায়া ভরা সৌন্দর্যময় দৃশ্যগুলো নিয়ে মনের অনুভূতি থেকে আজকে কবিতাটি লিখেছি। আর এই কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে। আসলে প্রকৃতির মায়ার টানে নিজেকে যেন হারাতে খুব ইচ্ছা করে।
হারিয়ে ফেলেছি আমি নিজেকে।
তাইতো প্রকৃতির মাঝে,
খুঁজে পাই আমি সুখের ঠিকানা আরো।
প্রকৃতির এই মায়া ভরা রূপের,
মাঝে থাকতে লাগে ভালো।
তাইতো প্রকৃতির মাঝে আমি ফিরে আসতে,
লাগে আমার ভালো।
প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্য গুলো,
দেখতে থাকি আমি আপন মনে।
এই প্রকৃতির মাঝে নিজেকে আমি,
হারাতে মন চায় যে গভীরভাবে।
নতুন নতুন ঋতুর আগমনে,
প্রকৃতি সাজে নতুন রূপে,
নতুন নতুন এই ঋতুর আগমনে,
মন খুঁজে পায় আমার আনন্দের মানে।
প্রকৃতির এই মায়া ভরা রূপের মাঝে।
নিজেকে হারিয়ে ফেলেছি আমি আপন মনে।
তাইতো বারে বারে ফিরে আসি আমি,
এই প্রকৃতির ভালোবাসার মায়ার টানে।
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
https://x.com/mahfuzur888/status/1855664885151232007?t=fpZRhFUpg24S-_0U1KnA3w&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্যের অনুভূতি যেন এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আসলে প্রকৃতির মায়া যেন আমরা হারিয়ে যাই। আপনার কবিতাটি পড়ে ভালো লাগলো।
আমার সম্পূর্ণ্য কবিতাটি দেখে অত্যন্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই এখন সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আর তার মধ্যে আপনিও অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। সুন্দর ছিল আপনার এই কবিতাটা লেখার টপিক। কবিতার প্রত্যেকটা লাইনে এত সুন্দর করে লিখেছেন। এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। এত সুন্দর টপিক নিয়ে কবিতা লেখার জন্য ধন্যবাদ।
আসলে ভাই আমি আগে কবিতা লিখতে পারতাম না তবে আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য চেষ্টা করতে করতে এখন কি রকম যেন কবিতা হয়ে যায়। যাই হোক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ অত্যন্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
খুব চমৎকার একটি কবিতা লিখেছেন।প্রকৃতির মায়ায় কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে প্রকৃতির মায়া এবং সৌন্দর্য মানুষকে এমনিতে আকৃষ্ট করে। আর এক এক ঋতু এক এক রকমের সৌন্দর্য নিয়ে আসে। চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আমার সম্পূর্ণ্য কবিতাটি পড়ে অত্যন্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।