বাবার জন্য আমার কিছু অনুভূতি এবং না বলা কথা।

in আমার বাংলা ব্লগ3 months ago

হ্যাঁলো কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো ও সুস্থ আছেন। আমি চাই সবাই যেন অনেক ভালো থাকেন। আসলে এখন আর আগের মতো সেই ভাবে ভালো লাগেনা। যতই বড় হচ্ছি ততই যেন জীবনের আনন্দগুলো হারিয়ে যাচ্ছে। আসলে ছোট বেলাই অনেক ভালো কেটেছে। ছিলনা কোন চিন্তা ভাবনা দায়দায়িত্ব। ছিল শুধু চোখে মুখে বাবা মায়ের আদরের হাসি। এখনও বাবার কথা মনে পড়ে। খুব মিস করি বাবাকে। মায়ের পাশাপাশি বাবার দেয়া আদরও যেন স্মৃতি হয়ে এখনও স্পর্শ করে আমার হৃদয়টাকে। আর আজ দুদিন যাবৎ যেন সেই আদরটা বেশী করে মনে পড়ছে। আর পড়বেই বা না কেন? আমরা সবাই আমাদের আর একজন বাবাবে হারিয়েছি। যে কারনে কমিউনিটির সবার ভিতরে চলছে শোক। আর সেই শোক যেন কিছুটা আমার মনের উপর বেশী প্রভাব ফেলছে। আমারও কেন যেন কোন কিছু ভালো লাগছে না। আর কোন কিছু লিখতেও মনে চাইছে না। তাই আজ ভাবলাম বাবাকে স্মরণ করে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি।

Add a heading.png

হ্যাঁ বন্ধুরা বাবাকে আমার প্রতিনিয়ত খুব মনে পড়ে। আমি মনে করি সেই সবচেয়ে বেশী দুঃখী যার বাবা মা পৃথিবীতে বেচেঁ নেই। বাবা হলো পৃথিবীর প্রতিটি সন্তানের শক্তি।সন্তানের দায়-দায়দায়িত্ব ভালো মন্দ সব কিছুই প্রতিটা বাবাই হাজার কষ্টের বিনিময়ে পূরন করে থাকে।পৃথিবীতে সবাই সবার ভালো দিক খুঁজে বেড়ায়। হোক সে ভাই, হোক সে বোন বা কাছের দূরের আত্মীয় স্বজন। সবাই সবার স্বার্থটি খুঁজে বেড়ায়। ভালো মানুষের মুখোস পড়ে সবাই সবার স্বার্থ হাসিল করে নেয়।আর যদি একটু আঘাত লাগে তাহলে তাদের কষ্টের আর সীমা থাকেনা।পৃথিবীতে বাবা মা ছাড়া সবাই সবার সুখ খুঁজে নেয়। কিন্তু বাবাতো তার সুখ খোঁজে না। বাবা দিনের পর দিন খেয়ে না খেয়ে একই জামা কাপড় পড়ে প্রতিদিন অফিস করে সন্তানের সুখের জন্য।

আমি কখনও বাবা মাকে এমন কি আমার কাছের প্রিয় মানুষ যারা আমাকে একা করে চলে গেছে তাদের নিয়ে কিছু ভাবতে পারিনা। এমনকি লিখতেও পারিনা। বা কারও সাথে শেয়ারও করতে পারিনা। কারন আমার খুব কষ্ট হয়। তাই মনে পড়লে সবসময় এড়িয়ে যাবার চেষ্টা করি। কারন আমার বুক ফেটে কান্না আসে। আর তাই আজও আমার চোখের অজস্র জল নিয়ে লেখা আমার এই পোস্ট। এমন যদি হতো বাবা বা মার স্মৃতিতে কষ্ট পেয়ে মরে যেতে পারতাম। কিন্তু তাতো হয় না। শুধু কষ্ট হয়। আর এই কষ্ট সহ্য করার মতো নয়। তাই খুব কষ্ট বুকে নিয়ে বাবার দু একটা স্মৃতি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো। ছোট বেলা বাবা আমাকে খুব আদর করতো। আসলে বাবা মায়ের অভাব কেউ কখনও পুরন করতে পারে না। এমন কি বাবা মায়ের দায়-দায়িত্বও কেউ পালন করতে পারে না। কারন আমরাতো তাদের সন্তান। ভাইবোন বা কাছের দূরের কারোও সন্তান না। আসলে বাবা মা যদি অসুস্থ হয়ে হাজারো বছর বিছানায় পড়ে থাকে তারপরও বাবা মা ডাকলে মনটি ভরে যায়।

আজও চোখের পলক পড়তে যতটা সময় লাগে বাবার ভালোবাসার অনুভূতিগুলো ততটাই আমাকে ডেকে নিয়ে যায়। সেই ফেলে আসা জীবনের শুরুর দিনগুলোতে যখনই বাবা বাজারে যেত আমার জন্য কটবেল নিয়ে আসতো। আর চুপি চুপি আমাকে ডেকে দিয়ে দিত। প্রতিটি বাবা মা তার সন্তানের ভালো লাগা মন্দ লাগা বুঝতে পারে। ঠিক তেমনি করে আমার বাবাও আমার সকল প্রিয় জিনিসগুলোর কথা বলতে পারতো। তাই বাজারে গেলে সবসময় আমার জন্য কটবেল,জাম মাখানো,পেয়ারা এনে বলতো যা বাহিয়ে গিয়ে খেয়ে আয়। এখনও মিস করি সেই স্মৃতিগুলো। সেই আদর স্নেহ ও ভালোবাসাগুলো। আর খুঁজে ফেরি বাবা মাকে। জানিনা আল্লাহ্ কি আমাকে তাদের আবার ফেরত দিবে কিনা? কিন্তু আমি আশা নিয়ে আল্লাহর কাছে চাইছি। আসলে কেউ কারো নয় একমাত্র বাবা ও মা সন্তানের জন্য কাঁদে। বাবা অফুরন্ত পরিশ্রম করে সারাদিন না খেয়ে দিনের পর দিন কাজ করে যায়।প্রতিটি বাবার কাঁধে যেমন সন্তানের লাশ অনেক কষ্টের ঠিক সেইভাবে বাবা ছাড়া দুনিয়ার সকল সন্তান অনেক অসহায়। তাদের মধ্যে আমি একজন। তাই সারাদিন হতাশা হয়ে মার পাশাপাশি বাবাকেও যেন খুঁজে ফেরি। আর বলি আল্লাহ্ আমাকে আবার এই বাবা মা দিয়ে আরও একটি নতুন জীবন দাও।

হয়তো বাবার জন্য আমি কিছু করতে পারিনি। কিন্তু কেন যেন সেই ছোট বেলায় বাবার জুতো ধুয়ে দিতাম। আর প্রতি শুক্রবার এলেই টুপি ধুয়ে দিতাম। টুপিটি পরিস্কার হলে যে বাবার মুখের কি সুন্দর একটি মিষ্টি হাসি দেখেছি এখনও যেন আমার চোখে ভাসে। মনে হয় আমার সমস্ত হৃদয়ের পারগুলো ভেঙ্গে যাচ্ছে। বাবার সাথে আরও হাজারও মিষ্টি স্মৃতি রয়েছে যা কিনা আমি অতি কষ্টে লিখতে পারছিনা। একসময় হঠাৎ কি যে হলো বাবার হঠাৎ ক্যান্সার ধরা পড়লো তখন থেকেই আমি মেনে নিতে পারতাম না। যে আমার বাবা মারা যাবে। খুব কষ্ট পেতাম। হঠাৎ কিছু করার সময় না দিয়ে চলেও গেল। বাবার সেই শেষ মুখটি এখনও যেন চোখে আর হৃদয়ের গভীরে গেঁথে আছে। তাও কষ্ট পেয়েছি। কিন্তু আমার মনে হয় এই এত কষ্ট নিয়ে মানুষ কিভাবে থাকতে পারে। তাই আমি কখনও বলবো না যে বাবা আই মিস ইউ।কারন মিস করলেতো আমি এই পৃথিবীতে বেচেঁ থাকতে পারতাম না। তাদের ছেড়েতো খুব ভালো আছি। শুধু বলবো বাবা যেখানেই থাকো সবসময় ভালো থেকে। আমার কোন কষ্ট যেন তোমার জান্নাতের হৃদয়ে স্পর্শ না করে। আর আমি ও যখন এই পৃথিবী থেকে বিদায় নেব তখন তাদের সাথে যেন আমাকে জান্নাতে রাখে। তাহলে আমার যত কষ্টের না বলা কথাগুলো তোমাদের সাথে শেয়ার করবো।পরিশেষে বলবো আমার মতো যেন পৃথিবীর কোন সন্তান বাবা মা না হারায়।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সবাইকে❤️

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 months ago 

বাবার মুখ যেদিন শেষবার দেখেছেন সেই স্মৃতিটা এখনো আপনার মনে আছে জেনে সত্যিই অনেক কষ্ট লাগছে। আসলে এই স্মৃতিগুলো অনেক বেশি কষ্টের। আপন মানুষগুলো হারানোর স্মৃতি খুবই বেদনার।

 3 months ago 

ধন্যবাদ আপু আপনাকে।

 3 months ago 

বাবা প্রত্যেকের ইমোশনের জায়গা।আপনি আপনার বাবাকে অনেক ভালোবাসেন যেটা লেখাটি পড়ে বুঝতে পারলাম।আপনার আব্বু যেখানেই থাকুক ভালো থাকুক দোয়া করি।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 months ago 

ধন্যবাদ আপু আমার বাবার জন্য দোয়া করার জন্য। ভালো থাকবেন।

 3 months ago 

বাবা হল আমাদের উপর একটি বড় ছায়া। বাবা মানে হাজার আবদার, হাজার ভালোবাসা, হাজার অভিমানের একটি মানুষ। আপনার বাবার আপনার আত্মার শান্তি কামনা করছি আপু। যার বাবা নেই সেই বাবা না থাকার কষ্ট বুঝে।বাবাকে ঘিরে বেশ সুন্দর কিছু কথা তুলে ধরেছেন আপু। বাবার সাথে কাটানো স্মৃতিগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

ঠিক বলেছেন আপু যার বাবা নেই সেই বাবা হারানোর কষ্টটা বুঝে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65910.66
ETH 2696.65
USDT 1.00
SBD 2.88