ডিলার সম্মেলন ২০২২ এ অংশগ্রহণ ||১০% বেনেফিশিয়ারি shy-fox এর জন্য

"আজ শনিবার - ১২ই,ভাদ্র - ১৪২৯ বঙ্গাব্দ ২৭,আগস্ট - ২০২২ খ্রিস্টাব্দ"

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_22-08-24_19-14-32-683.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আমার ব্যবসায়িক সম্মেলনে কাটানোর সময়টুকু আপনাদের মাঝে শেয়ার করব। আমি গত ১৮ই আগস্ট আমার ব্যবসায়িক সম্মেলনে গিয়েছিলাম। সেখানে প্রাণ কোম্পানি আমাকে এবং আমার অর্ধাঙ্গিনী কে নিমন্ত্রণ করেছিল। সেদিন ১৮ই আগস্ট শুভ জন্মাষ্টমীর সরকারি বন্ধ ছিল। আর তাই প্রাণ কোম্পানির এই সম্মেলনে আমরা দুজনে মিলে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছিলাম। এর আগেও বেশ কয়েকবার আমাকে আর আমার অর্ধাঙ্গিনী কে নিমন্ত্রণ করা সত্ত্বেও দুজনে একসাথে কখনো যেতে পারিনি। কেননা আমার অর্ধাঙ্গিনীর ছুটি সংক্রান্ত জটিলতার কারণে যাওয়া হয়নি।

এর আগেও মাহে রমজান উপলক্ষে একটি ডিলার সম্মেলনে হয়েছিলো এবং তা আমি পোস্ট করেছিলাম। সেই ডিলার সম্মেলনে আমি একা গিয়েছিলাম কিন্তু গত ১৮ই আগস্ট যখন আমার অর্ধাঙ্গিনী শুভ জন্মাষ্টমীর ছুটি পেয়ে গেল, তাই দুজনে মিলেই এই প্রাণ কোম্পানির সম্মেলনে যোগদান করেছিলাম। আর সেই দিনের কাটানো সময়টুকু আজ আপনাদের মাঝে উপস্থাপন করব। সেই দিনের কাটানো সময়টুকু আমরা দুজনে মিলে খুবই উপভোগ করেছিলাম। সব সময় আমি একা যাই বলে আমার মাঝে মাঝে বোরিং লাগতো কিন্তু এবার আমার অর্ধাঙ্গিনী সাথে থাকায় সেদিন আমার সময়টুকু খুবই ভালো লেগেছিল।

IMG_20220824_185536.jpgIMG_20220824_185031.jpg

এই ডিলার সম্মেলনটি রংপুর শহরের ডিসি মোড়ে Western Cuisne Restaurant & Convention Center এ অনুষ্ঠিত হয়েছিল। এখানে প্রাণ কোম্পানির ডিরেক্টর জনাব মোঃ নাসির আহমেদ প্রধান অতিথি হিসেবে যোগদান করেছিলেন। এছাড়াও এই কোম্পানির হেড অফ সেলস, ডিজিএম, এজিএম, আরএসএম, ও টিএসএম মহোদয় বৃন্দ উপস্থিত ছিলেন। এই ডিলার সম্মেলনটি দুটি গ্রুপের ডিলারদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিল। গ্রুপ দুটি হচ্ছে: রাইস ও মসলা গ্রুপ।

IMG_20220824_184647.jpgIMG_20220824_184829.jpg

IMG_20220824_184757.jpg

এই ডিলারসম্মেলনে আমরা ঠিক সকাল ১১ঃ০০ টায় গিয়ে পৌঁছেছিলাম। এবং সেখানে পৌঁছা মাত্রই আমাদের হালকা নাস্তার ব্যবস্থা ছিল। নাস্তা করার পরেই আমরা সম্মেলন রুমে গিয়ে আমাদের আসনে বসে পরি। সেখানে কোম্পানির উন্নয়নের বিষয়ে এবং ডিলারের সেলস কিভাবে বৃদ্ধি করা যায় সেসব নিয়ে বিভিন্ন রকমের আলাপ-আলোচনা চলতে থাকে।

IMG_20220824_184903.jpg

IMG_20220824_184929.jpg

আলাপ-আলোচনা চলতে চলতে এক পর্যায়ে সকল ডিলার ব্যবসার লভ্যাংশ নিয়ে বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করতে লাগলো। এবং কিভাবে সেলস বৃদ্ধি করা যায় তার জন্য পরামর্শ দিতে লাগলো। প্রাণ কোম্পানির ডিরেক্টর সকলের মতামত নিয়ে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে তার মতামত আমাদেরকে বুঝিয়ে দিলেন। তিনি খুবই মার্জিত স্বভাবের এবং তার ব্যবসায়িক কথাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল।

IMG_20220824_185819.jpgIMG_20220824_185717.jpg

IMG_20220824_190252.jpg

আলোচনা সভা শেষ করে দুপুরের খাবারের জন্য বিরতি ঘোষনা করা হলো। আমরা সবাই খাবার খাওয়ার জন্য ডাইনিং রুমে গিয়ে বসলাম। খাবারের মেন্যু দেখে চোখ জুড়িয়ে গেল। মুরগির মাংস, খাশির মাংস, পোলাউ,

IMG_20220824_190212.jpgIMG_20220824_185648.jpg
IMG_20220824_190048.jpgIMG_20220824_190126.jpg

আরো ছিলো বড় মাছ, সবজি, সালাত, কোল্ড ড্রিংকস ও মিনারেল ওয়াটার। সকলের নাস্তা ও পানি জাতীয় সব গুলোই ছিলো প্রাণ কোম্পানির নিজস্ব প্রডাক। খুব তৃপ্তি সহকারে খাবারগুলো আমরা সবাই সাবার করে ফেললাম।

IMG_20220824_190335.jpgIMG_20220824_190505.jpg
IMG_20220826_045209.jpgIMG_20220826_045925.jpg

খাবার শেষে প্রতিটি ডিলার কে প্রাণ কোম্পানির ডিলার সম্মেলনের পক্ষ থেকে একটি করে গিফট ব্যাগ দেয়া হয়েছিলো। আমিও আমার গিফট ব্যাগ টি নিয়ে হোটেলের বাইরে বের হয়ে আসি। এবং আমার অর্ধাঙ্গিনী কে বলি, আমার সহ হোটেলটির একটি ছবি তুলে ক্যামেরা বন্দী করে দেয়ার জন্য।

আশা করি আমার ডিলার সম্মেলন ২০২২ এ অংশগ্রহণ এর পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ সুন্দর বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs.gif
2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

" ধন্যবাদ সবাইকে "

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 2 years ago 

প্রাণ কোম্পানির ডিলার সম্মেলনে বেশ সুন্দর সময় কাটিয়েছেন। আপনার অনেক ডিলার বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল খাওয়া দাওয়া গিফট সবকিছুই ছিল। বেশ ভালো আয়োজন ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

ভাই, প্রাণ কোম্পানির ডিলার সম্মেলনে প্রতিবারই মানসম্মত খাবারের আয়োজন করে এবং সেই সাথে সুন্দর সুন্দর গিফট দিয়ে থাকে। যা আমার কাছে খুব ভালো লাগে। আমার পোস্টটি সময় নিয়ে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65792.18
ETH 2695.80
USDT 1.00
SBD 2.90