আর্জেন্টিনার জয় 🇦🇷মেসির জয় 🇦🇷 ফুটবল প্রেমীদের জয় 🇦🇷🇦🇷

in আমার বাংলা ব্লগlast year

১১অগ্রায়ন , ১৪২৯ বঙ্গাব্দ

২৭নভেম্বর , ২০২২ খ্রিস্টাব্দ
৩০রবিউস সানি , ১৪৪৩ হিজরী
রবিবার।
হেমন্তকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🇦🇷🇦🇷🇦🇷🇦🇷

1669526604166.jpg

আমার বাংলা ব্লক পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার আজকে ফুটবল উন্মাদনা নিয়ে আরো একটি পোস্ট শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। হয়তো আপনারা আমার পোস্টের টাইটেলটি পড়ে বুঝতে পেরেছেন আসলে আমি কি বলতে চাচ্ছি। গত ম্যাচ হেরে যাওয়ার পরে আর্জেন্টিনার সাপোর্টার যারা ছিলাম তারা সবাই একদম ভেঙ্গে পড়েছিলাম। এই বুঝি আমরা ছিটকে গেলাম কাতার বিশ্বকাপ থেকে। কিন্তু শেষ মুহূর্তে ফুটবল জাদুকরের পায়ের জাদুতে শেষ হলতে থাকার সম্ভাবনা রয়ে গেল। গতকালকের ম্যাচ দেখার পরে আমরা অনেক আনন্দ উল্লাস করেছি। তারে কিছু আলোকচিত্র এবং কিছু কথা আজ তুলে ধরতে চলছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

🇦🇷🇦🇷

IMG_20221127_111445.jpg

IMG_20221127_110749.jpg

IMG_20221127_110713.jpg

খেলায় হার-জিত থাকবে এটাই স্বাভাবিক। আর পৃথিবীতে এমন বিশ্বকাপ চলবে যে বিশ্বকাপে থাকবেনা ফুটবলের জাদুকর তা আসলে কেমন করে হয়। যদি ফুটবল জাদুকর এবং তার দল এই বিশ্বকাপে না থাকে তাহলে হয়তো আমার মত এমন লাখো কোটি দর্শক আছে যারা আর খেলাই দেখবে না এ বিশ্বকাপে।। তাইতো ফুটবল জাদুকরের পায়ের ছোয়াতে প্রথম রাউন্ডে থাকার নিশ্চয়তা আপাতত পাওয়া গেল। আমি দেখেছি আমাদের অঞ্চলে 95 শতাংশ মানুষ আর্জেন্টিনার সাপোর্ট করে। তাইতো এই কনকনে শীতের রাতে খোলা আকাশের নিচে প্রচন্ড শীতকে অপেক্ষা করে খেলা দেখে উন্মাদনায় ফেটে পড়েছে সবাই।

🇦🇷🇦🇷

IMG_20221127_111950.jpg

IMG_20221127_111934.jpg

IMG_20221127_110932.jpg

এই ফটোগ্রাফি গুলা করেছিলাম খেলার হাফ টাইমের আগে। যখন আসলে আমরা সবাই হতাশায় ভুগছিলাম ফটো গুলোর দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন সবাই একরকম হতাশা নিয়ে বসে আছে এবং স্কিনের দিকে তাকিয়ে আছে। এর মানে আমরা ভাবতেছিলাম যদি গোল না হয় যদি আর্জেন্টিনা জিততে না পারে তাহলে আগামী কাল থেকে আর কিভাবে খেলা দেখব। আর এমন বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যেখানে থাকবে না ফুটবল জাদুকরের পায়ের ছোয়া।

🇦🇷🇦🇷

IMG_20221127_111553.jpg

IMG_20221127_111517.jpg

IMG_20221127_111317.jpg

IMG_20221127_111244.jpg

IMG_20221127_111053.jpg

হাফ টাইমের পরে 64 মিনিটে যখন মেসির জাদুকরী ডিভক্সের বাইরে থেকে শটে একটা গোল হল তখন যেন সবাই উন্মাদনায় ফেটে পড়ছিল।। একরকম শীতল পরশ আর আনন্দ উদ্ভাসিত হচ্ছিল আকাশে বাতাসে। ঠিক তখনকার কিছু চিত্র আপনাদেরকে দেখিয়েছি আমাদের আয়োজন এর দর্শক এবং গ্যালারি দর্শকের কিছু চিত্র।

🇦🇷🇦🇷

IMG_20221127_111800.jpg

IMG_20221127_111658.jpg

তবে গত রাতের খেলায় হাপিনারের পরে গিয়ে খুব মজা অনুভব করেছি। রেফারি খুব বিচক্ষণ ভাবে খেলা পরিচালনা করেছেন। এজন্যই ইটালিয়ান রিফারি সারা পৃথিবীর কাছে বিচক্ষণ বলে পরিচিত। এই ম্যাচে মোট হলুদ কার্ড হয়েছে পাঁচটা তার মধ্যে মেক্সিকো চারটা এবং আর্জেন্টিনা পেয়েছে একটা। সব মিলিয়ে আর্জেন্টিনা কিন্তু দুর্দান্ত খেলেছে। আপনারা হয়তো জানেন আর্জেন্টিনা পুরোপুরি ফাউল খেলাকে সমর্থন করে না সব সময় তারা শান্তিপূর্ণভাবে খেলে চলে।

🇦🇷🇦🇷

IMG_20221127_111848.jpg

IMG_20221127_111728.jpg

IMG_20221127_111628.jpg

উপরের তিনটি ফটোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর্জেন্টিনা দলের হেড কোচ লিওনেল এস্ক্যালনি। ২৪ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় যে 74 মিনিটে একটা গোল করেছে। এবং একজন মেক্সিকোর মহিলা সাপোর্টার যিনি কিনা দ্বিতীয় গোল হজম করার পরে হতাশায় মাথায় হাত দিয়ে কি যেন মনে মনে ভাবছে। আসলে উনি হতাশ হলেও আমরা কিন্তু হতাশ হইনি আমরা তখন খুব আনন্দ উল্লাস করছিলাম।

🇦🇷🇦🇷

IMG_20221127_112129.jpg

IMG_20221127_112058.jpg

IMG_20221127_112036.jpg

IMG_20221127_112019.jpg

এই কনকনে শীতের মধ্যেও আমরা অনেক দর্শক নিয়ে আমাদের এখানে আয়োজন করা বড় পর্দায় খেলা দেখতে পেরেছি। আপনারা হয়তো ফটোগ্রাফি তে লক্ষ্য করেছেন দর্শকের অবস্থা। খেলা শেষের বাঁশি পড়ার পরের অবস্থা দেখতে পাচ্ছেন সবাই পর্দার সামনে গিয়ে আর্জেন্টিনার পতাকা নিয়ে খুব হৈ হুল্লা এবং বাঁশি বাজাচ্ছে। এর মানে ফটোগ্রাফি গুলা দেখে আপনাদের আর বোঝার বাকি নেই হয়তো আমরা সবাই আর্জেন্টিনার সাপোর্টার এবং মনেপ্রাণে আর্জেন্টিনাকেই সাপোর্ট করি। কালকে যদি হিতে বিপরীত হত তাহলে সেখানে কান্নার রোল পড়ে যেতে হয়তো। কেননা কালকের ম্যাচের উপর ডিপেন্ড করতেছিল আর্জেন্টিনা প্রথম রাউন্ডে থাকবে কি থাকবে না।। তবে যাই হোক কালকে আর্জেন্টিনার বিজয় মানে আমি মনে করি সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের বিজয় কেননা এই দলে রয়েছে ফুটবল জাদুকর মেসি।। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং দলের ভার বোঝা কাঁধে নিয়ে যে একটি গোল করেছেন তিনি তার জন্য স্মরণীয় হয়ে থাকবে এই বিশ্বকাপে।। আর্জেন্টিনা দলের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো অবশ্যই এবার আমরা আশা করতে পারি যে আর্জেন্টিনা বিশ্বকাপটা গড়ে তুলতে পারবে।। আমরা সবাই হয়তো একই দলের সাপোর্ট করিনা বা একই পেলেয়ার কে ভালোবাসি না এর জন্য কেউ কটু মন্তব্য করবেন না আশা করি।।


লোকেশন:

ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
Loading...

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

জি ভাইয়া আমিও কাল রাতে খেলা দেখার সময় চমৎকার মুহূর্ত কাটিয়েছি। আমার ও প্রিয় দল ছিলো আর্জেন্টিনা। আপনারা তো দেখছি চমৎকার আয়োজন করেছিলেন। খেলার মধ্যে অনেক ইনজয় করেছেন দেখেই বোঝা যাচ্ছে।

 last year 

আপনারও প্রিয় দল আর্জেন্টিনা জানতে পেরে খুবই ভালো লাগলো। তবে এবার আমরা আশাবাদী বসের বিদায় সময় কিছু একটা হবে। মানে বিশ্বকাপ জেতার আশা।

 last year 

প্রথম খেলায় যেদিন সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনা খেলছিল সেদিন খেলা দেখে অনেক খারাপ লাগছিল এবং যখন হেরে গেল তখন নিজের মধ্যে কেমন জানি একটা খারাপ লাগা কাজ করছিল। কিন্তু কালকে যখন মেস্কিকোর সাথে হাফ টাইম এর আগে ম্যাচ দেখলাম তখন মনে হইল সব আশা ছেড়ে দিতে হবে। কিন্তু আগে জানতাম না যে হাফটাইমের পরের অংশে এতটা ভালো খেলবে। ৬৪ মিনিটে ঠিক সেই আমাদের জাদুকর মেসির পায়ে গোলটি দেওয়ার সাথে সাথে মনে হল অন্য একটি ফিলিংস মনের ভিতরে জানতে শুরু করল।
আর আপনি সেই বিষয়টি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাইয়া।
আপনার জন্য শুভকামনা রইল

 last year 

প্রথম ম্যাচটা হারার জন্য সবাই অনেক হতাশায় ভুগছিল তবে একদম সঠিক টাইমে বস সঠিক কাজটা করে দিছে।। আমরা আশাবাদী এবার আর্জেন্টিনার কাপ নেবে।।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.033
BTC 64106.00
ETH 3129.71
USDT 1.00
SBD 4.16