You are viewing a single comment's thread from:

RE: মহালয়ার দিন সকালে কুমোরটুলি থেকে ধারণকৃত মায়ের কিছু ফটোগ্রাফি।। সেপ্টেম্বর-২৫/০৯/২০২২।।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমারও খুব ইচ্ছে ছিলো, পুজোর আগের কুমোর টুলি দেখার কিন্তু আফসোস সেটা হলোনা। বন্ধু জোগাড় করতে পারলাম না।

ছবি গুলো নিয়ে কোনো কথা হবে না। জাস্ট অসাধারণ। আমি প্রথমে ভেবেছিলাম মোবাইল ক্যামেরা দিয়ে তোলা তারপর দেখি DSLR।

Sort:  

ঘুরতে গেলে আবার বন্ধু লাগে নাকি দাদা। যদি কখনো সময় পাও নিজে একা একা গিয়ে ঘুরে আসবে, দেখবে কত মজা। আমি পুজোর একটা দিন অন্তত একা একা ঘুরতে বেরোই কাউকে সাথে নিয়ে যাই না। নিজে রেস্টুরেন্টে বসে খাই, নিজে একা একা ঠাকুর দেখি, তারপর রাতে বাড়ি চলে আসি। বিশ্বাস করো আমার মনে হয় সবথেকে ভালো সময় কাটাই আমি ওই দিনটাতে। বরঞ্চ অন্যের উপর ডিপেন্ড হলে বেশ অসুবিধা হয়। তাদের কথা মত চলো, তাদের ইচ্ছামত জায়গায় খাবার খাও। একা গেলে এই অসুবিধাটা হয় না, পূর্ণ স্বাধীনতা থাকে নিজের।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65709.94
ETH 2699.12
USDT 1.00
SBD 2.86