পায়ে পায়ে কলকাতা: পর্ব ২৮steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার বন্ধুরা,

অমেরুদন্ডী প্রাণীদের মধ্যে অন্যতম একটি পর্ব হলো মোলাস্কা। যা বর্ষাকালে আমরা যারা এক গ্রামে বাস করি তাদের চোখে সচরাচর পড়েই থাকে। সহজ ভাষায় বলতে গেলে এরা হলো শামুক পর্বের প্রাণী। শুধুমাত্র শামুক বলাটা হয়তো ঠিক না তো কারণ এদের মধ্যে বিভিন্ন প্রাণী দেখতে পাওয়া যায় যেমন স্কুইড, কাটলফিশ এবং অক্টোপাস। সমস্ত অমেরুদন্ডী প্রাণীদের মধ্যে এরাই সবচেয়ে স্নায়ুবিকভাবে উন্নত। স্কুইডের এক প্রজাতি দৈত্যকার স্কুইড হলো বৃহত্তম অমেরুদণ্ডী প্রজাতি। পূর্বে দেখা কৃমি এবং এই শামুক প্রজাতির প্রাণীরাই পৃথিবীতে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। পৃথিবীর প্রায় প্রাণীদের ৮০ শতাংশই এরা।

PXL_20230326_163243925_copy_1209x907.jpg

অমেরুদন্ডী প্রাণীদের ঝলক দেখে তারপর পেয়ে গেলাম পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্য পর্ব সমূহ যা হল ইনসেক্টস। পৃথিবীতে প্রায় ৯ লক্ষের কাছাকাছি প্রজাতির পতঙ্গ দেখতে পাওয়া যায়। তার মধ্যে ভারতেই রয়েছে প্রায় ৬১ হাজার প্রজাতির বাস। মূলত ৬টি পা যুক্ত এই প্রাণীগুলি আমাদের চারপাশেই প্রচুর ভিন্নতা দেখতে পাওয়া যায়। কিছু আমাদের পছন্দের কিছু অপছন্দের। তবে আমাদের জীব বৈচিত্রের ভারসাম্য রক্ষা করার জন্য এরা অত্যন্ত প্রয়োজনীয়।

PXL_20230326_163224986_copy_1209x907.jpg

PXL_20230326_163238179_copy_1209x907.jpg

PXL_20230326_163219302_copy_1209x907.jpg

কিছু প্রজাতির পোকামাকড় আবার আমাদের জন্য ক্ষতিকারক হয়। বিভিন্ন রোগব্যাধির এদের মাধ্যম হিসেবে ব্যবহার করে যেমন বিভিন্ন প্রজাতির মশা এবং মাছিদের দেহ থেকে মনুষ্যদের মধ্যে ছড়িয়ে পড়ে বিভিন্ন রোগ। তাছাড়া মথ এবং প্রজাপতির কিছু প্রজাতি আমাদের কৃষি পণ্যের প্রভূত ক্ষতি সাধন করে।

PXL_20230326_163212499_copy_1209x907.jpg

PXL_20230326_163216267_copy_1209x907.jpg

পতঙ্গের ক্ষতিকারক দিকটা যেমন রয়েছে তেমনি এদের জৈবিক ভারসাম্য বজায় রাখার পেছনে অবদান অনেক বড়। তার প্রধান উদাহরণ হল মৌমাছি। খাদ্যশস্যের পরাগায়ন করে এরা মানুষের প্রভূত সাহায্য করে।




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  
 11 months ago 

মলাস্কা পর্বের প্রধান এবং অন‍্যতম প্রাণী হচ্ছে শামুক। পৃথিবীতে মোট নয় লক্ষ প্রজাতির পতঙ্গ রয়েছে। ব‍্যাপার টা আমার জানা ছিল। কোন পতঙ্গই একেবারে অকাজের নয়। প্রত‍্যেকটা প্রাণীর গুরুত্ব রয়েছে। যেমনটা আপনি মৌমাছির কাজটা বলেছেন। আপনার আজকের এই পর্বটা বেশ দারুণ ছিল দাদা। ধন্যবাদ আমাদের সঙ্গে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

শামুক পর্বের প্রাণীগুলি অনেকটাই পরিচিত।দাদা,আপনার পোষ্টের মাধ্যমে অনেককিছু জানতে ও দেখতে পেলুম।আসলে এগুলো জীবনবিজ্ঞান বইতে পড়েছিলাম।মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত প্রাণীগুলি অনেকটাই ক্ষতিকারক।প্রজাপতি জাতীয় পতঙ্গগুলি বেশ ভালো লাগে দেখতে,ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 63484.82
ETH 2603.17
USDT 1.00
SBD 2.81