একগুচ্ছ অনু কবিতা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১১-১১-২০২৪)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এক গুচ্ছ অনু কবিতা। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। প্রথমেই সকাল বেলায় ঘুম থেকে উঠে আব্বুর সাথে একটু মাঠে গিয়েছিলাম। তারপরে বাড়িতে এসে হালকা একটু নাস্তা খেয়ে মাছের পুকুরে খাবার দিতে গিয়েছিলাম। মাছের পুকুরে খাবার দেওয়া শেষ করে এসে নিজের ব্যক্তিগত কাজে একটু বেশ ব্যস্ততার মধ্যেই ছিলাম। গত কয়েকদিন ধরে আমি ছোট্ট ছোট্ট কিছু অনু কবিতা লেখার চেষ্টা করছি আজকে আমি আপনাদের মাঝে সেই অনু কবিতা দিয়ে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আসলে মনের মাঝে অনেক সময় অনেক ধরনের ভাবনা চিন্তা হয় সেই চিন্তা ভাবনা গুলোকে বাস্তবে কাজে লাগিয়ে অনু কবিতা লেখার চেষ্টা করছি। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তবে চলুন আজকের লেখা অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করা যাক..........
একগুচ্ছ অনু কবিতা
কখনো ছুটোছুটি কখনো লুকোচুরি।
মায়ের কোলে বসে কাটতো কত রাত,
ভোরের আলো ফুটলে ছুটতাম খেলার মাঠে।
কালের আবর্তে হারিয়ে গেছে সে সব,
তবু মনের মাঝে শৈশবের সেই রঙিন গল্প ।
পাখিদের সঙ্গে বাঁধা ছিল বন্ধুত্ব বাঁধন,
আকাশে তারা যেন ছিল বন্ধুত্বের প্রতীক।
আজও সেই স্মৃতি মনকে করে ভারী,
শৈশবের দিনগুলি গল্প মনের জারি।
আবোলতাবোল গল্পে ভরতা দুপুর,
খিচুড়ির পিকনিকে গন্ধে উঠতো মন মুগ্ধ।
কাগজের নৌকা কাগজের প্লেন,
বর্ষার জলে ভাসাতাম নদীর মাঝে।
হৃদয়ে আঁকা শৈশবের ছবি,
স্মৃতির আকাশে মেঘ হয়ে ঘুরছে ।
স্কুল বেঞ্চে কলম খেলায় আনন্দ উল্লাসে,
কাটতো টিফিন সময় বন্ধুদের সাথে।
দিনশেষে বাড়ি ফেরে,
মায়ের কোলে ঘুমাতাম প্রাণ জুড়ে।
আজকে আমি আপনাদের মাঝে আমার শৈশব জীবনের কাহিনী নিয়ে অনু কবিতা লিখে শেয়ার করার চেষ্টা করেছি। প্রত্যেকটি মানুষের শৈশবের জীবনের কাহিনী প্রায় একই শ্রেণীর হয়ে থাকে। তাই আমি চেষ্টা করেছি আমার নিজের জীবনের কাহিনী গুলোর সাথে আমার নিজের চোখে দেখা এখনকার ছোট্ট ছেলেমেয়েদের কাহিনী গুলো কিছু কবিতার মাঝে নিজের অনুভূতি দিয়ে তুলে ধরার জন্য। আসলে একটা বিষয় নিয়ে যদি কবিতা লিখতে হয় সেই বিষয় সম্পর্কে প্রথমে নিজেকে কিছু জ্ঞান অর্জন করতে হয় এবং সেই বিষয় সম্পর্কে নিজের প্রাথমিক কিছু ধারণা থাকতে হয় না হলে কখনোই সেই বিষয় নিয়ে কবিতা বা কোন কিছু লেখা সম্ভব না। আমি আমার দক্ষতাকে কাজে লাগিয়ে আপনাদের মাঝে পাঁচটি খন্ডের একটি অণু কবিতা লিখে শেয়ার করেছি। আশা করি কবিতাটি পড়লে আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
শ্রেণী | একগুচ্ছ অনু কবিতা |
---|---|
লেখক | @kibreay001 |
ডিভাইস | oppo f21s pro |
লোকেশন | গাংনী,মেহেরপুর |
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
দারুন কিছু অনু কবিতা লিখলেন আপনি। অনু কবিতা আমার লিখতে খুবই ভালো লাগে। সবার শেয়ার করা অনু কবিতাগুলো পড়ার চেষ্টা করি খুবই সুন্দর হয়। ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে লেখা কবিতা গুলো পড়তে অসাধারণ ভালোলাগে। এক একটি অনু কবিতার মধ্যে এক এক ধরনের অর্থ প্রকাশ পায়। ধন্যবাদ আপনাকে কবিতাগুলো শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু এক একটি লাইনের মধ্যে একেক রকমের অর্থ প্রকাশ পায় অনু কবিতায়
x-promotion
আমাদের শৈশবের মুহূর্তগুলো আসলে সুন্দর ছিল। এগুলো আমরা চাইলেও আর কখনো ফিরে পাবো না। আপনি ভীষণ সুন্দর একগুচ্ছ অনু কবিতা লিখেছেন। বেশ দারুন হয়েছে আপনার লেখা প্রত্যেকটা লাইন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে সুন্দরভাবে কবিতার লাইনগুলো সাজিয়ে লেখার জন্য।
শৈশব নিয়ে দারুণ একটি কবিতা লিখলেন ভাই। প্রত্যেকটি লাইনে শৈশবের সত্য গুলি ভীষণ নস্টালজিক ভাবে ফুটে উঠলো। কিন্তু সবকিছুই তাড়াতাড়ি হারিয়ে যায়। তখন স্মৃতির মনিকোঠায় জ্বলে থাকে সেই সব ঘটনা। আপনার কবিতা সেই দিনগুলোই মনে করালো। ভীষণ সুন্দর হবে লিখলেন কবিতাটি।
ঠিক বলেছেন ভাই শৈশব প্রত্যেকটা মানুষের জীবনেই খুব তাড়াতাড়ি হারিয়ে যাই বুঝে উঠার আগেই।
শৈশবের স্মৃতি কে নিয়ে গভীর ভাব সম্পন্ন একটি কবিতা খন্ড আকারে প্রকাশ করেছেন। আপনি যথার্থ বলেছেন যে, যেকোন বিষয় লিখতে গেলে অবশ্যই সেটার প্রাথমিক ধারণা থাকতে হবে এটার সাথে আমিও একমত। তাছাড়াও আপনার আজকের কবিতাটি পড়ে সেই শৈশবের বাস্তবিক জীবনে ফিরে গিয়েছিলাম এরকমটাই মনে হচ্ছিল। শৈশবের স্মৃতিকে কেন্দ্র করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
অবশ্যই ভাই কবিতা লিখতে গেলে সেই সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে না হলে কখনোই কবিতা লেখা সম্ভব না।
শৈশব জীবনের মুহূর্তগুলো কবিতার ছন্দে ছন্দে দারুন ভাবে উপস্থাপন করেছেন। কবিতা গুলো পড়ে খুব ভালো লাগলো। শৈশবের প্রতিটি স্মৃতিকে ঘিরে কবিতাটি তৈরি করেছেন। কবিতার প্রত্যেকটি লাইন ফিরিয়ে নিয়ে যায় শৈশবে। কবিতা গুলোর মধ্যে নিজের শৈশবকে দেখতে পেলাম। সুন্দর আনু কবিতাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
চেষ্টা করেছি শৈশবের স্মৃতিগুলোকে ঘিরে কবিতা লিখে শেয়ার করার জন্য।
আপনি দেখি পুকুরের কাজে বেশ সময় দিয়ে থাকেন।যাইহোক তার মধ্যে দিয়েও সুন্দর একগুচ্ছ অনু কবিতা লিখেছেন।আমরা চাইলেও শৈশবকে আর ফিরে পাবো না, এটা শুধু স্মৃতি হয়ে থাকবে।ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু আমরা চাইলেও আর শৈশব কখনো ফিরে পাবো না।
ভাই আপনি চমৎকারভাবে অনু কবিতা লিখেছেন। আর এক গুচ্ছ অনু কবিতা উপস্থাপন করেছেন। কবিতা পড়ে মুগ্ধ হয়েছি। অসাধারণ হয়েছে আপনার লেখা কবিতা। ধন্যবাদ আপনাকে ভাই।
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করে উৎসাহ দেওয়ার জন্য।
আপনার লেখা অনু কবিতাগুলো আমার কাছে ভালো লেগেছে। অনু কবিতার মধ্য দিয়ে মনের ভাব প্রকাশ করা যায়। ঠিক তেমনি আপনার মনের ভাব প্রকাশ পেয়েছে কবিতার লাইনে। কবিতার লাইনগুলো অসাধারণ।
ঠিক বলেছেন আসলেই অনু কবিতার মাধ্যম দিয়ে প্রত্যেকটা মানুষ তার নিজের মনের ভাব প্রকাশ করে।
ভাগ্নে তুমি তো বেশ চমৎকার অনু কবিতা লেখো। তোমার লেখা অনু কবিতাগুলো পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রতিটা ছন্দ কত সুন্দর করে তুমি লিখেছ এবং আমাদের মাঝে শেয়ার করেছো ধন্যবাদ তোমাকে।
চেষ্টা করেছি প্রত্যেকটা লাইনের সাথে প্রত্যেকটা লাইনের মিল রেখে ছন্দময় কবিতা লিখে শেয়ার করার জন্য।