আমার আজকে [ Diy সৃষ্টি ] রঙিন কাগজ দিয়ে আলমারি তৈরি " । [ shy-fox--10%]

in আমার বাংলা ব্লগ3 years ago


আসসালামুয়ালাইকুম আদাব।


কেমন আছেন সবাই আমার বাংলা ব্লগে বন্ধুরা ? আশা করি সবাই ভালো আছেন । আমিও ভালো আছি ,একটু শীত বেশি পড়েছে তবে বন্ধুদের নিয়ে খুব মজা হয় ।সব মিলিয়ে ভালোই দিন কাটছে এই শীতে সবার আশা করি । আজকে আমি একটি নতুন হাতের কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ।সেটি হলো রঙিন কাগজ দিয়ে আলমারি বানানো ।আশা করি সবার ভালো লাগবে ।চলুন তাহলে ধাপে ধাপে দেখে নেই ।


রঙিন কাগজ দিয়ে আলমারি :


IMG_20211220_172458.jpg


আলমারি টি বানানোর উপকরন :


রঙিন কাগজ

কেচি

গাম

স্কেল


IMG_20211220_151023.jpg


আলমারিটি বানানোর পদ্ধতি :


প্রথম ধাপ :


IMG_20211220_223656.jpg

IMG_20211220_223621.jpg

প্রথম ধাপে রঙিন কাগজটি ২০ cm ২০ cm করে কেটে নেবো ।


দ্বিতীয় ধাপ :


IMG_20211220_223758.jpg

IMG_20211220_223746.jpg

এই ধাপে কাগজটিকে ছবির মতো করে ভাজ করে নেবে দুই পাশ থেকেই ।


তৃতীয় ধাপ :


IMG_20211220_223810.jpg

IMG_20211220_223823.jpg

এই ধাপে এই ভাবে করে ভাজ করে নেব ।এক পাশ এক পাশ করে ।


চতুর্থ ধাপ :


IMG_20211220_223834.jpg

IMG_20211220_223901.jpg

এই ধাপে চার পাশ একটি একটি করে ভাজ করে নিবো ।


পঞ্চম ধাপ :


IMG_20211220_223943.jpg

IMG_20211220_223956.jpg

IMG_20211220_224032.jpg

এই ধাপে রঙিন কাগজ টি এভাবে ভাজ করে মিলাই নেব।


ষষ্ঠ ধাপ :


IMG_20211220_224044.jpg

IMG_20211220_225158.jpg

IMG_20211220_225143.jpg

এ ধাপে রঙিন কাগজ মাথা গুলো গাম লাগিয়ে নেব ।যাতে করে সুন্দর ভাবে আলমারির ড্রয়ার বানানো যায় ।


সপ্তম ধাপ :


IMG_20211220_225309.jpg

IMG_20211220_225240.jpg

IMG_20211220_225212.jpg

এ ধাপে আরো সুন্দর করে ভাজ গুলোতে গাম লাগিয়ে কাগজগুলো লাগিয়ে নিবো, যাতে সুন্দর করে উপরে আলমারিটি হয় ।


অষ্টম ধাপ :


IMG_20211220_225624.jpg

IMG_20211220_225720.jpg

IMG_20211220_225732.jpg

গাম লাগিয়ে সুন্দরভাবে উপরে আলমারিটির কাগজগুলো ভাঁজ করে লাগিয়ে বানিয়ে ফেলবো আলমারির উপরের অংশ ।


নবম ধাপ :


IMG_20211220_230307.jpg

IMG_20211220_230331.jpg

IMG_20211220_230357.jpg

এইভাবে আরও আলমারির নিচের ড্রয়ার গুলো সুন্দর করে বানিয়ে ফেলবো গাম লাগিয়ে লাগিয়ে যাতে পরবর্তীতে খুলে না যায় ।


দশম ধাপ :


IMG_20211220_230451.jpg

IMG_20211220_230437.jpg

এ ধাপে আলমারি উপরের অংশের গেটের সাথে বিড লাগাবো যাতে সুন্দর দেখায় ।


এগারো তম ধাপ :


IMG_20211220_230833.jpg

IMG_20211220_230749.jpg

IMG_20211220_230856.jpg

এ ধাপে আলমারির উপরের অংশের গেটের সাথে ধরণী বা হাতোল দিবো সুন্দর করে।


বারোতম ধাপ :


IMG_20211220_230918.jpg

IMG_20211220_230905.jpg

IMG_20211220_231018.jpg

IMG_20211220_231003.jpg

এ ধাপে আলমারির নিচের ড্রয়ারের সাথে ধরণী বা হাতল সুন্দর করে লাগিয়ে এরপরে গামগুলো দিয়ে একসাথে জয়েন লাগিয়ে নেব।


তেরতম ধাপ :


IMG_20211220_231054.jpg

IMG_20211220_231042.jpg

IMG_20211220_231030.jpg

এভাবে আলমারির উপরে একটু ডিজাইন করে সুন্দর করে একটি কাগজ কেটে দেবো।


চৌদ্দতম ধাপ :


IMG_20211220_231109.jpg

IMG_20211220_231142.jpg

এধাপে ডিজাইন করা কাগজ দিয়ে সুন্দর করে আলমারির উপরে ধাপে লাগিয়ে নেব।


পনেরো ধাপ :


IMG_20211220_231217.jpg

IMG_20211220_231233.jpg

IMG_20211220_231252.jpg

এধাপে সবগুলো আলমারি সুন্দর করে ধাপে ধাপে গাম দিয়ে লাগিয়ে নিবো যাতে সুন্দর লাগে ।


ফাইনাল ধাপ :


IMG_20211220_231302.jpg

বাছ হয়ে গেল হাতের বানানো সুন্দর দেখে একটি আলমারি ।আশা করি সবার ভালো লাগবে।


IMG_20211220_231341.jpg

নিজের সেলফিরর সাথে বানানো আলমারিটি ।ধন্যবাদ সবাইকে ।



Sort:  
 3 years ago 

ওয়াও ভাই আপনি অনেক সুন্দর করে রঙ্গিন কাগজ দিয়ে আমাদের মাঝে একটি আলমারি তৈরি করেছেন। আপনার তৈরি করা আলমারিতে রঙ্গিন কাগজ ব্যবহার করায় বেশ আকর্ষণীয় লাগছে । আপনি অনেক সাজিয়ে-গুছিয়ে পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন । আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আলমারি তৈরি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। রঙিন কাগজ দিয়ে দারুন একটি আইডিয়া শেয়ার করেছেন আপনি। দেখতে খুবই সুন্দর হয়েছে। দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর কমেন্টস এর জন্য।

বাহ ভাইয়া আপনি অনেক সুন্দর রঙিন কাগজ ব্যবহার করে একটি আলমারি তৈরি করেছেন। এটি সত্যি সুন্দর একটা সৃষ্টি। এটা দেখে সত্যিই অনেক ভালো লাগলো আমার। প্রতিটা ধাপ দক্ষতা ও নিখুঁত ভাবে তৈরি করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আলমারি তৈরি করার কারণে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। উপরে মুকুট এর মত দেখার কারণে আলমারির ডিজাইন অনেক সুন্দর হয়েছে। আবার নিচে ছোট ছোট দুটো ডয়ের আছে। সব মিলিয়ে অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দর একটা আলমারি তৈরি করে আমাদের সবার মাঝে উপহার দিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ আপু এতো সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

  • খুব সুন্দর একটি আলমারি তৈরি করেছেন আপনি। এটি দেখতে সত্যি কারের আলমারির মত দেখাচ্ছে। এটি আমার অনেক পছন্দ হয়েছে। ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
 3 years ago 

ধন্যবাদ এতো সুন্দর কমেন্টস এর জন্য।

 3 years ago 

আপনার আলমারিটি অসাধারণ হয়েছে। আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে। আর আপনি খুব সুন্দর ভাবে ধাপে-ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন কিভাবে আপনি আলমারি তৈরি করেছেন।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে অসাধারণ সুন্দর একটা আলমারি তৈরি করেছেন ভাইয়া। আমি কোন সময় চিন্তা করতে পারিনি আগে যে রঙিন কাগজের দ্বারাও এমন সুন্দর একটা আলমারি তৈরি করা যায়। আপনার এই সৃজনশীল কর্মকাণ্ডের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য ভাই।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে কেটে কেটে আপনি দারুন একটি ডাই করেছেন।খুবই সুন্দর হয়েছে আলমারি টি।ধাপ গুলোও অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর কমেন্টস এর জন্য

 3 years ago 
রঙিন কাগজ দিয়ে আলমারি আপনি দারুন ভাবে তৈরি করেছেন। খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।
 3 years ago 

আপনার জন্যও ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো ভাই।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আলমারি তৈরি খুবই সুন্দর হয়েছে ।সম্পূর্ণ একটা ইউনিক জিনিস দেখলাম ।এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকেও ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65373.54
ETH 2639.03
USDT 1.00
SBD 2.84