আমার পরিচিতি পোস্ট

নমস্কার,
সবাই কেমন আসেন? আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালই আসেন।
আজ, আমি আমার আইডি ভেরিফিকেশনের জন্য আমার প্রিয় আমার বাংলা ব্লগের সাথে আমার পরিচয় করিয়ে দিলাম।
আমি আশা করি আমার বাংলা ব্লগ আমার আবেদন গ্রহণ করবেন।

301406139_5948990641846060_6246599576387160674_n.jpg
আমি তোমাকে ভালোবাসি আমার বাংলা ব্লগ। আমিঃ জয় প্রকাশ মণ্ডল। বয়স ২৭ বছর। গ্রামের বাড়ি ভাঙ্গা, ফরিদপুর কিন্তু বর্তমান থাকি ঢাকা, গেণ্ডারিয়া ।
আমি ছোটবেলা গ্রামে কেটেছে। গ্রামে বন্ধুদের সাথে খেলা ধুলা, নদীতে সাঁতারকাট, মেঠো পথে ঘুরে বেড়ানো, এদিক ওদিক ছুটাছুটি করা, বড়দের শাসন বারণ সবকিছু মিলে শৈশব কেটেছে। ফ্যামিলি কাজে সাহায্য। বন্ধুদের সাথে স্কুল যাওয়া স্কুল এর ফাঁকে ফাঁকে খেলাধুলা আবার মাঝে মাঝে স্কুল পালানো। ছোট বেলা খেলা ধুলার প্রতি ঝোঁক ছিল বেশী।
আবার পড়াশুনার ফাঁকে গল্পের বই পড়া, কবিতার বই পড়া, কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানানো আবার বাবার ফোন নিয়ে গেম খেলা এভাবে কেটেছে আমার সময় টা। আমার প্রিয় খাবার বিরিয়ানি, রসমালাই ,কালো জাম। প্রিয় খেলা ক্রিকেট ফুটবল, ব্যাটমিন্টন।
এভাবে গ্রামে স্কুল এর গণ্ডি পেরিয়ে ঢাকায় এসে কলেজে ভর্তি হই। নতুন পরিবেশ নতুন জায়গা মানিয়ে নিতে আর নতুন করে চিনতে একটু সময় লাগে কিন্তু আস্তে আস্তে এই পরিবেশ টা মানিয়ে নিতে সক্ষম হই সময় টাও ভাল যেতে থাকে।

20201025_175406.jpg
আমার বাবা একজন ব্যবসায়ী এবং আমার মা একজন গৃহিণী।
আমি হামিরদী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাস করি। গ্রাম থেকে পাস করে ঢাকা এসে ঢাকা ইম্পেরিয়াল কলেজে ভর্তি হই। তারপর জগন্নাথ ইউনিভার্সিটিতে চান্স পাই ওইখান থেকে বিবিএ এবং এমবিএ শেষ করি ।
শৈশব থেকে মোবাইল আর কম্পিউটার এর প্রতি আগ্রহ বেশী সেই আগ্রহ থেকেই অনলাইন জগতে আশা। সে জন্য বেশীর ভাগ সময় ইউটিউব, ফেসবুক দিতাম। মাঝে মাঝে লেখালেখি করতাম স্ট্যাটাস দিতাম। ইউটিউব থেকে আমার বাংলা ব্লগ সম্পর্কে জানতে পারি।

65677023_417102102472786_3548204854117662720_n.jpg

অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাহায্য প্রত্যাশী মানুষকে সহায়তা করতে আমার ভালো লাগে-যার কারনে বেশীর ভাগ সময়ে অনলাইনে থাকি। দিনের বেশীর ভাগ সময় কাটে অনলাইনে । অনলাইন থাকা সুবাধে অনলাইন থেকে আমার বাংলা ব্লগ সম্পর্কে জানতে পারি। তারপর ইউটিউব থকে এটার নিয়ম কানন জেনে নেই। এটার প্রতি আগ্রহ বেড়ে যায় এবং নিজে আমার বাংলা ব্লগ সাথে থেকে ব্লগ করার ইচ্ছা পোষণ করছি।
সকলের সুস্থতা ও সুখী জীবন কামনা করি।

Sort:  
Loading...
 2 years ago 

অনেক সুন্দরভাবে আপনার পরিচিতি মুলক পোস্ট উপস্থাপন করেছেন। তবে আমরা আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বারদের রেফার ছাড়া অন্য কোনো মেম্বার গ্রহণ করছি না।
আশাকরি বুঝতে পেরেছেন, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.21
JST 0.039
BTC 97191.04
ETH 3712.24
USDT 1.00
SBD 3.93