ফোটোগ্রাফি 📸 ৭ টি রেনডম ছবি দিয়ে একটি অ্যালবাম ।। 10% beneficiary to @shy-fox।।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

যত দেখি তত তোমায় লাগে যে ভাল
তুমি আমার প্রাণ বন্ধু দুই নয়নের আলো।
তুমি আছো বলে বন্ধু আজও বেচে আছি
তুমি আমার জীবন বন্ধু দুই জনমের সাথী।

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা কির সুখ দুঃখ হাসি কান্নার মাঝেও ভাল থাকার চেষ্টা করতেছেন এবং ভাল আছেন। জীবন সব সময় এক অবস্থায় থাকে না। সবার জীবনেই উত্তান পতন আছে, সবার জীবনেই ভাল সময় খারাপ সময় আছে। আর এগুলো আছে বলেই এটার নাম জীবন। প্রত্যেকটা মানুষ যা কিছু করে, তার একটিই কারন দিন শেষে ভাল থাকার জন্য। চলোন মূল কথায় ফিরে যায়। একটি নতুন পোষ্ট শুরু করি।

আজকে আপনাদের সাথে আমি ৭ টি রেনডম ছবি দিয়ে একটি অ্যালবাম সেয়ার করবো। অনেক দিন যাবৎ কিছু ফটোগ্রাফি আমার ল্যাপটপের কোনায় পড়ে আছে,ভাবছি এগুলো আপনাদের সাথে সেয়ার করবো। কিন্তুু সময় বের করে সেয়ার করা হচ্ছে না। আজকে ভাবলাম এগুলো সেয়ার করে ফেলি। চলোন দেখে আসা যাক।

ফটোগ্রফি নাম্বার -০১

photo_2022-09-04_20-19-02.jpg

Location

এটা কিন্তুু একটি ফুল। এই ফুলটি বর্ষার সময় মাঠের কৃষি জমিতে দেখা যায়। বর্ষা বা বৃষ্টির পানি জমে, কৃষি জমিতে এই ফুলটি ফুটে। তবে এই ফুলটি, ফুল হিসাবে মানুষের কোন কাজে আসে না। আগাছা হিসাবে গরু খেয়ে ফেলে অথবা রোদে শুকিয়ে আগুন জালিয়ে রান্না করে।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn99njcohq4r9LUHc.png

ফটোগ্রাফি নাম্বার -০২

41.jpg

Location

এই ফুলটির নাম সূর্যমুখী ফুল। ফটোগ্রাফিতে এখনো ফুলটি ভালভাবে ফুটেনি। আপনারা অবশ্যই জানেন সূর্যমুখী ফুল ভাল ভাবে ফুটলে কতটা সুন্দর লাগে। বর্তমানে আমাদের দেশে প্রায় জাগায় এই ফুলটি চাষ করতে দেখা যায়।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn99njcohq4r9LUHc.png

ফটোগ্রাফি নাম্বার -০৩

36.jpg

Location

এই ফুলটির নাম লিপিস্টিক ফুল। এই ফুলটি আমি প্রথম দেখলাম। অদ্ভোত একটি ফুলের নাম। আমি প্রথমে নামটি শুনে হেসেছিলাম। মনে মনে বলেছিলাম লিপিষ্টিকও ফুলের নাম হতে পারে। দেখতেও কিন্তুু লিপিস্টিকের মতই লাগে।

ফটোগ্রাফি নাম্বার -০৪

photo_2022-07-03_19-19-05.jpg

Location

এই গাছটির নাম আমি জানি না। আমাদের বাড়ির পাশে একটি মাদ্রাসা আছে। ঐ মাদ্রাসার দরজায় গাছটি দেখে ছবি তুলে নিয়ে আসলাম। ফটোগ্রাফিটা অনেক সুন্দর হয়েছে। মোবাইলের প্রফাইলে সেট করলে অনেক সুন্দর লাগে।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn99njcohq4r9LUHc.png

ফটোগ্রাফি নাম্বার -০৫

photo_2022-08-01_11-17-22.jpg

Location

সুস্বাদু দেশি মোরগের রোস্ট। দেখেই খেতে মন চাইতেছে তাই না হা হা হা। আমি কিন্তুু প্রতিবারে শশুড় বাড়ি গেলেই খায় হা হা হা।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn99njcohq4r9LUHc.png

ফটোগ্রাফি নাম্বার -০৬

photo_2022-08-01_16-40-38.jpg

Location

বলতে কোন লজ্জা নেই যে এগুলো শশুর বাড়ির খাবার। কয়েকদিন আগে গিয়েছিলাম।খাবার গুলো দেখে একটি ছবি তুলে নিলাম।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn99njcohq4r9LUHc.png

ফটোগ্রাফি নাম্বার -০৭

photo_2022-07-19_17-50-30.jpg

Location

photo_2022-07-19_17-50-35.jpg

Location

প্রথমটি মেঘনা নদী আর দ্বিতীয়টি পদ্মা নদীর ফটোগ্রাফি। দুইটি নদীই বিশাল বড় বড়। এক পাশ থেকে তাকালে অন্য পাশে
কোন কিছু দেখা যায় না। তবে দেখতে অনেক সুন্দর লাগে। নদী শান্ত থাকা অবস্থায় ফটোগ্রফি গুলো নেওয়া হয়েছ।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn99njcohq4r9LUHc.png

বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেমন হলো আজকের এলোমেলো ফটোগ্রাফি গুলো। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

3YjRMKgsieLsXiWgm2BURf.png

ফটোগ্রাফির প্রয়োজনীয় বিবরণ
ডিভাইসমোবাইল
মডেলরেডমি নোট- ০৪
কমিউনিটিআমার বাংলা ব্লগ
ক্যাপশন@joniprins

FNeY1coMNUL9WkErUPeUKmtGszS37qoEdLJEhh8bj8LkMZg4ZnLbSCPtsqdFwbPFaU6vxamfJRhKsAXwWBZmAwtf2KFjktn9asDsnKpUF6cbBcNYFzwcTbFb5dfFf7N5Lt5j8KUqpB64Bhu5yFCR9Qn5uG4sQo8t4PYbc7VJq37PW7258mLRbFTrsBTtbAnos9AJnU46Lv3HqXsN7s.gif

gPCasciUWmEwHnsXKML7.png

ddddoo.png


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 2 years ago 

সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।। বিশেষ করে শ্বশুর বাড়ির খাবার এবং মোরগের রোস্ট খুবই স্পেশাল ছিল দেখেই লোভ হচ্ছে।। এখন মনে হচ্ছে একটা বিয়ে করার খুবই দরকার মজার মজার খাবার খাওয়ার জন্য হলেও 😁😁😁

 2 years ago 

জী ভাইয়া দেরী করেবেন না। করে ফেলেন। ধন্যবাদ।

 2 years ago 

দারুন ছিলো ভাই। সব গুলো ছবি চোখ জুরানোর মতন। বিশেষ করে মুরগির রোস্ট এর কথা না বললেই নয়। আমার তো দেখে লোভ লেগে গেলো ভাই।

 2 years ago 

ভাইয়া মুরগির রোষ্টের কথা কি বলবো....জাষ্ট লাভ। ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আর কবিতার লাইনগুলো খুব সুন্দর হয়েছে।প্রত্যেকটা ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। শশুর বাড়ি গিয়ে তো ভালোই খাবার খেয়েছেন। অবশ্য শ্বশুরবাড়িতে জামাইদেরকে ভালই আপ্যায়ন করা হয় সবসময় সব জায়গায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

জী আপু শশুড় বাড়ি মধুর হাড়ি হা হা হা

 2 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে প্রতিটি ফটো ফটোগ্রাফি দারুণ ছিল। তার মধ্যে মেঘনা নদী আর দ্বিতীয়টি পদ্মা নদীর ফটোগ্রাফি অসাধারণ ছিল। ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জী আপু ঐ পিক গুলো আমার কাছেও অনেক ভাল লাগছে। ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন সত্যি আপনার ফটোগ্রাফি গুলো আমাকে মুগ্ধ করেছে। আপনার পোষ্টের মাঝে দেখলাম লিপিস্টিক ফুল নামক একটি ফুল আছে আসলে আমি এই ফুল আগে কখনো নাম শুনিনি এবং দেখিনি আপনার এই পোষ্টের মাধ্যমে দেখতে পারলাম অনেক ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাইয়া ঐ ফুলটি আমার কাছেও নতুন। ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আমার কাছে ফটোগ্রাফি তিন এটি খুবই ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা অবিরাম।

 2 years ago 

জী আপু ঐটা লিপিস্টিক ফুল প্রথম দেখলাম। ধন্যবাদ

 2 years ago 

ভাই আপনার ফটোগ্রাফি গুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে। কি আর বলব সব ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। বিশেষ করে সমুদ্রের তীরে সুন্দর নীল আকাশ দেখে আমি আরো বেশি অনুপ্রাণিত হলাম ধন্যবাদ। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

পাশাপাশি দুটি ছবিতে পদ্মা মেঘনা মিলেমিশে একাকার। প্রথম ফুল টা আমাদের দিকে মাঠে দেখতে পাওয়া যায়। এগুলোকে গরুর খাবার হিসেবেও ব‍্যবহার করা হয়ে থাকে। মুরগির রোস্ট টাও বেশ লোভনীয় ছিল হি হি। ভালো ছিল আপনার ফটোগ্রাফি গুলো।

তবে বেশ কিছু বানান ভূল ছিল। সেগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ।।

 2 years ago 

ধন্যবাদ সব দিকে খেয়াল করে কমেন্ট করেছেন।

 2 years ago 

প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। আপনার শ্বশুর বাড়িতে তো দেখছি আপনাকে অনেক ধরনের খাবার দাবার রান্না করে দেয় এবং পরিবেশনটা খুবই সুন্দর ছিল। ফুলের ফটোগ্রাফি এবং আকাশের সুন্দর ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

জি আপু শশুড় বাড়ির তুলনা হয় না।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65910.66
ETH 2696.65
USDT 1.00
SBD 2.88