গাঁদা ফুলের Diy।। কাগজ দিয়ে গাঁদা ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন পোস্ট। আমি প্রতিটা পোস্টটি ভিন্ন ভিন্ন রকম করার চেষ্টা করছি। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডাই পোস্ট। এই কিছুদিন আগে আমি এবং আমার আপু মিলে কাগজ দিয়ে কয়েকটা গাঁদা ফুল বানিয়েছিলাম। আজকে আমি আপনাদের মাঝে সেই গাঁদা ফুল বানানোর প্রক্রিয়াটাই শেয়ার করব। আশা করি আপনাদের ভালই লাগবে।

IMG_20221119_103636-01-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

•রঙিন কাগজ
•কাঁচি
•আঠা
•পেন্সিল
•কলমের শীষ

প্রয়োজনীয় ধাপ সমূহ

ধাপ-১

IMG_20221119_124341.jpg

প্রথমে একটি ৩০ * ২১ বর্গ সেমি হলুদ রঙের কাগজ নিয়ে নিলাম। এরপর এটাকে দুই ভাঁজ করে কেটে নিলাম। চিত্র অনুরূপভাবে।

ধাপ-২

IMG_20221119_124558-01.jpeg

এবারে দুই ভাঁজ করে কাটা কাগজগুলোকে আবার তিন ভাগে ভাগ করে কেটে নিলাম। চিত্র অনুরূপভাবে।

ধাপ-৩

IMG_20221119_124746.jpg

এরপর সেই চতুর্ভুজ আকারের কাগজগুলোকে চিত্র অনুরূপভাবে ভাঁজ নিলাম।

ধাপ-৪

IMG_20221113_151659.jpgIMG_20221113_152230.jpg

এরপর ওই ভাঁজ করা কাগজটিকে গাঁদা ফুল বানানোর জন্য যে আকৃতিতে কাটতে হবে সেই আকৃতিতে পেন্সিল দিয়ে এঁকে নিলাম। এবারে সেই আঁকা অনুযায়ী ভাঁজ করা কাগজটিকে কেটে নিলাম। তারপর ভাঁজটিকে খুলে দেখি যে রকম টা চেয়েছিলাম সেরকমটা হয়ে গেছে।

ধাপ-৫

IMG_20221113_152410.jpgIMG_20221113_152605.jpg

এবারে একই আকৃতিতে ১১ টি কাগজ কেটে নিলাম। তারপর কাগজ গুলোকে কলমের শিষ দিয়ে পাঁপড়ি গুলোকে চিত্র অনুরূপভাবে ভাঁজ করে নিলাম।

ধাপ-৬

IMG_20221113_174816.jpgIMG_20221113_174852.jpg

এরপর কলমের শিষ দিয়ে সবগুলো পাঁপড়ি ভাঁজ করা হয়ে গেলে। ১ টি পাঁপড়ি রেখে বাকি সবগুলোকে চিত্র অনুরূপভাবে ভাঁজ করে নিলাম।

ধাপ-৭

IMG_20221119_140024-01.jpeg

এবারে সেই ভাঁজ করা পাপড়ি গুলোকে আঠা দিয়ে ভাঁজ না করা পাপড়িটার উপর একের পর এক সবগুলো লাগিয়ে দিলাম। চিত্র অনুরূপভাবে।

ধাপ-৮

IMG_20221113_185154.jpg

সবগুলোকে লাগিয়ে দেওয়ার পর আমাদের গাঁদা ফুল তৈরি কমপ্লিট হয়ে গেল। এভাবে আমরা তিনটা গাঁদা ফুল বানিয়েছিলাম। দুইটা হলুদ কালার এবং একটি কমলা কালারের বানিয়েছিলাম।

ধাপ-৯

IMG_20221113_190239.jpgIMG_20221113_190247.jpg

এবারে পাতা বানানোর পালা। পাতা বানানোর জন্য আমরা পাতার সাইজ অনুযায়ী একটা টিয়া কালারের পৃষ্ঠা দুই ভাঁজে ভাঁজ করে এর ওপর পেন্সিল দিয়ে যে আকৃতির পাতা হবে আকৃতিতে আঁকিয়ে নিলাম। চিত্র অনুরূপভাবে। আমার কাছে সবুজটা কাগজ ছিল না তাই টিয়া কালারের কাগজটি ব্যবহার করেছি।

ধাপ-১০

IMG_20221113_190024.jpgIMG_20221113_190058.jpg

এরপর পেন্সিলের আঁকা অনুযায়ী পাতাটাকে কেটে নেওয়ার পর। চিত্র অনুযায়ী পাতাটাকে মুড়িয়ে নিলাম।

ধাপ-১১

IMG_20221119_141213.jpg

এরপর ১২*৬ বর্গ সেমি আকারে কাগজ কেটে নিলাম। তারপর সে কাগজটিকে কাগ আকারে মুড়িয়ে নিলাম। আমাদের এখানে এটাকে কাগ বলা হয়ে থাকে। এরপর এর মাঝখানে তিন জায়গায় কেটে নিয়েছি। চিত্র অনুরূপভাবে।

ধাপ-১২

IMG_20221113_191145.jpg

এবারে ২০*১০ বর্গ সেমি আকারে টিয়া কালারের কাগজ নিয়ে এবার এটাকে রোল করে নিয়েছি। এটা মূলত ব্যবহার হবে ডাল হিসেবে।

ধাপ-১৩

IMG_20221113_192345.jpg

এবারে এই ডালের সাথে আঠা দিয়ে পাতা লাগিয়ে দিয়েছি। এবং উপরে আঠা দিয়ে কাগটিকেও লাগিয়ে দিয়েছি। চিত্র অনুরূপভাবে।

ধাপ-১৪

IMG_20221114_115333.jpg

এবার এটাকে কিছুক্ষণ রেখে দিলাম যেন আঠাটা শুকিয়ে যায়। তারপর আঠা শুকিয়ে যাওয়ার পর এটাকে ফুলের সাথে লাগিয়ে দিয়েছি। চিত্র অনুরূপভাবে।

শেষ ধাপ

IMG_20221114_115345.jpg

IMG_20221114_115449.jpg

IMG_20221114_115519.jpg

IMG_20221119_103927_Burst04-01.jpeg

ব্যাস এবারে হয়ে গেল আমাদের গাঁদা ফুল তৈরি।

প্রয়োজনীয় তথ্য

ধন্যবাদান্তে@johir65
ফটোগ্রাফি ডিভাইসঃMobile
মোবাইল নেমঃvivo y11
ক্যামেরাঃ13mp

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই-বোন ও বন্ধুরা এই ছিল আমার আজকের কাগজ দিয়ে গাঁদা ফুল বানানোর ডাই পোস্ট। আশা করি আপনাদের ভালই লেগেছে। আজকের মত এইটুকুই আবারও খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হয়ে যাবে আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  
 2 years ago 

প্রথমে দেখে আমি বুঝতেই পারিনি যে এটি কাগজের ফুল। আপনি খুবই সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বাহ্ দেখতে বেশ অসাধারণ লাগছে আপনার গাঁদা ফুলের ডাইটি।আসলে এ ধরনের ডাই দেখতে খুবই ভালো লাগে। আর প্রতিটি ধাপে ধাপে তৈরি করার পদ্ধতিটি সুন্দরভাবে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর করে গাঁদা ফুলের ডাইটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে মন্তব্য করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ কেটে কিভাবে গাঁদা ফুল তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরেছেন। কাগজের মাপ কতটুকু নিয়ে কাটতে হবে সেটাও আপনি তুলে ধরেছেন। আর সবশেষের ফটোগ্রাফি টা দেখে মনে হচ্ছে যেন অরিজিনাল গাঁদা ফুলের ছবি তুলেছেন। আপনার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

সত্যিই, প্রথমে দেখেছিলাম সত্যি কারের একটি ফুল নিয়ে আপনি ফটোগ্রাফি করেছেন। তারপর দেখলাম আপনি এটি তৈরি করেছেন। খুব চমৎকার হয়েছে আপনার এই ডাই প্রজেক্টটি। নিখুঁতভাবে আপনি সম্পূর্ণ কাজটি করেছেন। বিশেষ করে তৈরি করার পর ফটোগ্রাফি গুলো বেশ দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

আপনার কাছে ভালো লেগেছে যেন খুশি হলাম।আপনার মন্তব্যটি পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমার পোস্টে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার পোস্টের ধরণ এবং মার্কডাউন বেশ ভালো লেগেছে আমার কাছে।এভাবেই কোয়ালিটি ধরে রাখবেন।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে আমার পোস্টে মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আমি প্রথমে বুঝতেই পারিনি, গাঁদা ফুলটি রঙিন কাগজের তৈরি। অত্যন্ত চমৎকার করে রঙিন কাগজ দিয়ে গাঁদা ফুলটি তৈরি করেছেন। রঙিন কাগজ ব্যবহার করে এত সুন্দর গাঁদা ফুল তৈরি করা যায় তা আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম। আপনি অত্যন্ত যত্ন সহকারে গাঁদা ফুলটি তৈরি করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে। গাঁদা ফুলটি তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ কেটে গাঁদা ফুল তৈরি অনেক সুন্দর লাগছে দেখতে। দেখে মনে হচ্ছে বাস্তবিক এই গাঁদা ফুল। আপনার গাঁদা ফুলের পোস্টটি ধাপে ধাপে অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার পোস্টে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার গাঁদা ফুল বানিয়েছেন। আপনার ফুল দেখতে সত্যি কারের গাঁদা ফুল বলে মনে হচ্ছে। আর প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61726.22
ETH 2490.34
USDT 1.00
SBD 2.63