কবিতা:- বন্ধু বিদায় |[benificiary ১০% @shy-fox]|

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ৩০ শ্রাবণ | ১৪২৯ বঙ্গাব্দ | রবিবার| বর্ষাকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে একটি কবিতা বন্ধু বিদায় উপস্থাপন করবো। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।



  • কবিতা
  • আজ ৩০ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
  • রবিবার


তো চলুন শুরু করা যাক...!


funeral-2511124_640.jpg

source

শুভ সন্ধ্যা সবাইকে.....!!



আচ্ছা বলুনতো কবিতা পড়তে কার না ভালো লাগে....?? কবিতা পড়তে কবিতা শুনতে এবং কবিতা লিখতে অনেকেরই হয়তো অনেক বেশি ভালো লাগে। ঠিক তেমনি ভাবে আমি মাঝে মাঝে কবিতা লিখে থাকি সেই সাথে যখন খুবই একাকিত্বের সঙ্গে সময় কাটায় তখন নিজের লেখা কবিতা গুলো পড়তে থাকি। কিছু কিছু কবিতা আছে যা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কিছু কিছু কবিতা আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকা কথাগুলো প্রকাশ পায়। কিছু কিছু কবিতা আমাদের হৃদয়টা কে প্রশস্ত করে তোলে। ঠিক তেমনি ভাবে কিছু কিছু কবিতা আমাদের হৃদয়ে ভালোবাসার দোলা দিয়ে ভালোবাসার পূর্ণতা এনে দেয়। আমি মনে করি কবিতার মাধ্যমে মানুষের মনের ভাষা যতটা সহজ ভাবে প্রকাশ করা যায়,অন্য কোনো মাধ্যমে অবলম্বন করে সেটা প্রকাশ করা যায় না। যদিও আমি কবি নই তবে কবি হওয়ার চেষ্টা করছি মাত্র। খুব শীঘ্রই আমি কবি হয়ে যাব এই আশা রাখি।



কবিতা

কবিতার নামঃ-----বন্ধু বিদায়



হে বিদায়
তুমি মর্মান্তিক,
তুমি আর্তনাদ
হে বিদায় তুমি পাষাণ,তুমি নিষ্ঠুর
তুমি সুখের মধ্যে কষ্ট,
হে বিদায়
তুমি উত্তপ্ত আগুন
তুমি কাল বৈশাখী ঝড়
তুমি যেন সবার মনের দুখ,
হে বিদায়
মানব জীবনের সকল অভিযান
যেন ব্যর্থ হয় তোমারই জন্য।
আর আমারও ফুরিয়ে আসবে সময়,
তাইতো নিতে হবে একদিন বিদায়।
বিদায়ের পালা শেষ হবে,যেতে হবে বহু দূর
তুমি চাইলে সঙ্গে নিবো যেতে চাও যতদূর।
হে বিদায়
তোমার মাধ্যমেই শেষ হবে আমার শেষ সূর্যাস্ত
হারিয়ে যাবো আমি থাকবে না কোন চিহ্ন।
হে বিদায়
তুমি বড়ই অদ্ভুত,
তুমি এমন এক শব্দ যেটা কিনা ভেঙে চুরে ছিন্ন-বিছিন্ন করে দাও মানব হৃদয়।
হে বিদায়
তুমি কি জানো..!তোমাকে আমন্ত্রণ জানাতে আমার বড্ড ভয় হয়।
কারন,তুমি গড়ার জন্য নয় বরং ভাঙার জন্যই কাছে আসো।


সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন

বিবরণ
বিভাগকবিতা
বিষয়বন্ধু বিদায়
কবিতার কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source

Sort:  
 2 years ago 
 2 years ago 

অসাধারণ লিখেছেন আপনি আপনার কবিতা:- বন্ধু বিদায়। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ভালো লিখেছেন ভাইয়া প্রতিটা বাক্য যেন মনের গভীর থেকে প্রকাশ করেছেন। আসলে বিদায় শব্দটাই অনেকটা বেদনাদায়ক সেটা আমাদের সবাইকে মেনে নিতে হবে।

 2 years ago 

ভাইয়া বিদায় শব্দটাই অনেক বেদনার,অনেক কষ্টের।আর আপনার কবিতাটা পড়ে মনটা অনেক ভার হয়ে গেল,পূর্বের অনেক সৃতি মনে পড়ে গেল। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বিদায় শব্দটি শুনতে একটু কষ্টকর লাগে তবুও কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে ভাই। অনেক চমৎকার এবং নিখুঁতভাবে কবিতাটি আপনি আমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছেন এটা দেখে আমি সত্যিই খুবই আনন্দিত।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66028.29
ETH 2694.36
USDT 1.00
SBD 2.89