ছোটবেলায় যখন ঠাকুরমার ঝুলি দেখেছিলাম সেখানে এই গল্পটি দেখেছিলাম। ঠাকুরমার ঝুলির কাটুন গুলো আমার খুবই পছন্দের ছিল। একদম ঠাকুরমার ঝুলির সেই শাকচুন্নির মতোই লাগছে দেখতে। খুবই সুন্দর হয়েছে আর্ট টা। তবে দেখে মনে হচ্ছে শাকচুন্নি ছবি তোলার জন্য পোজ দিয়েছে। দারুন ছিল।
জ্বি আপু ঠাকুমার ঝুলির শাকচুন্নীর মতোই হয়েছে।অনেক অনেক ধন্যবাদ আপু।