রঙিন কাগজ দিয়ে একটি ফুল তৈরি // @shy-fox - 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি একটি ডাই পোস্ট করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে কাগজ দিয়ে একটি ফুল তৈরি শেয়ার করবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

কাগজের তৈরি ফুলের সর্বশেষ ফটোগ্রাফি

20220709_120607196.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙিন কাগজ
  • সাদা পুঁতি
  • কাঁচি
  • গ্লু
  • সুতা

20220709_114454060.jpg

প্রথম ধাপ

20220709_114533467.jpg

  • প্রথমে আমি বর্গাকৃতির একই রকম দুটি কাগজ কেটে নিয়েছি।
দ্বিতীয় ধাপ

1661081366154.jpg

  • এরপর মাঝখান বরাবর তিনবার ভাঁজ করে নিয়েছি। এরপর দুই পাশে গোল করে কিছুটা অংশ কেটে নিয়েছি। এরপর একটি ভাজ খোলার পর দুই পাশে আরো দুইবার গোল করে কেটে নিয়েছি।
তৃতীয় ধাপ

20220709_115635188.jpg

  • এরপর সবগুলো ভাজ খোলার পরে এটি দেখতে একটি ফুলের মত দেখাবে।
চতুর্থ ধাপ

20220709_115838594.jpg

  • এরপর প্রত্যেকটি পাপড়ির মধ্যে তিনটি অংশ দেখা যাবে। তিনটি অংশের মধ্যে মাঝখানের অংশটি চার দিক থেকে এনে মাঝখানে গ্লু লাগিয়ে দিতে হবে।
পঞ্চম ধাপ

20220709_120139284.jpg

  • এভাবেই আরো একটি ফুল বানিয়ে নিয়েছি।
ষষ্ঠ ধাপ

20220709_120231453.jpg

  • এরপর আমি দুইটি ফুল পিছন থেকে একসাথে জোড়া লাগিয়ে দেই।
সপ্তম ধাপ

20220709_120332043.jpg

  • এরপর একটি সাদা পুঁতি লাগিয়ে দেই মাঝখানে।
সর্বশেষ ধাপ

20220709_120607196.jpg

  • সবশেষে একটি সুতা দিয়ে দেই ঝোলানোর জন্য।

এই ছিলো আমার আজকের ডাই পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

Sort:  
 2 years ago 

লাল রঙের কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে । এত সুন্দর করে ফুলগুলো তৈরি করেন সত্যি দেখে মুখ দেওয়াটাই স্বাভাবিক অনেক ভালো লাগলো।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি সুন্দর একটি কালারিং ফুল তৈরি করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে এরকম ফুলের নকশা গুলো দেখতে দুর্দান্ত লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। কাগজের তৈরি জিনিস গুলো করতে অনেক ধৈর্য সময় লেগে যায়। আপনি ধৈর্য এবং সময় নিয়ে নিখুঁতভাবে একটি সুন্দর ফুল তৈরি করেছেন। দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর ফুল তৈরি করেছেন ফুলটি দেখতে অসাধারণ লাগছে এবং আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন ।এই ফুলটি দেখতে যেমন সুন্দর লাগছে তেমনি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে।। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুল তৈরি করেছেন। আপনারাই ফুল তৈরি করার উপস্থাপন দেখে আমি শিখতে পারলাম। পরবর্তীতে তৈরি করবে ইনশাল্লাহ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ফুল তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা রঙিন কাগজের এই ফুলটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এভাবে ফুল তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফুলটির মাঝখানে পুঁতি টি দেখে বেশ ভালো লাগছে। এই ফুলগুলো দেখতে সহজ মনে হলো কাছে দিয়ে কাটার সময় ভাঁজগুলো সুন্দরভাবে না থাকলে ফুলগুলো সুন্দর হয় না। এইজন্য কাটার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হয়। এগুলো তৈরি করেছিলাম তাই আমি জানি। আপনার কাজটি প্রশংসার যোগ্য।

 2 years ago 

ওয়াও রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ভাবে একটি ফুল বানিয়ে দেখিয়েছেন ফুলটি আসলেই নকশা করা ফুলের মতই লাগছে। আপনার তৈরি করার ফুল গুলো কোন স্টেজে সাজালে খুবই ভালো লাগবে ধন্যবাদ এত সুন্দর একটি ফুল উপহার দেয়ার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে একটি ফুল তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখেই বোঝা যাচ্ছে খুবই দক্ষতার সাথে আপনি এই রঙিন কাগজ কেটেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। এরকম সুন্দর সুন্দর রঙিন কাগজের ফুল পরবর্তীতে আরো দেখতে চাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65970.26
ETH 2696.32
USDT 1.00
SBD 2.88