[প্রসঙ্গঃDiy-এসো নিজে করি:- রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি। ১০% পে-আউট @shy-fox]


26-11-2021

৯ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ

প্রসঙ্গঃDiy-এসো নিজে করি:- রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।

IMG_20211126_223047.jpg



সবাইকে-অভিনন্দন

হ্যালো বন্ধুরা,

আশা করি, আমার বাংলা ব্লগের এপার-ওপার দুই বাংলার সকল সদস্যরা অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের পোষ্ট শেয়ার করতে চলেছি। আমার আজকের পোস্ট রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।


ওয়ালমেট তৈরির উপকরণঃ

IMG_20211126_223605.jpg


IMG20211126185232.jpg

১. কয়েকটি রঙিন কাগজ।
২. একটি আটা।
৩. একটি কাঁচি।



তৈরীর ধাপ ০১

IMG_20211126_223544.jpg

প্রথমে আমি রঙিন কাগজ গুলোকে এভাবে কেটে নিলাম।

তৈরীর ধাপ ০২

</center

IMG_20211126_222311.jpg

তারপরে আমি এভাবে একটা একটা করে পেঁচিয়ে নিলাম গোলাকার করে।


তৈরীর ধাপ ০৩

IMG_20211126_222326.jpg

তারপর আমি এগুলো সমান ভাবে কেটে নিলাম।


তৈরীর ধাপ ০৪

IMG_20211126_222338.jpg

তারপরে আমি এভাবে রেখে দিলাম সাজানোর জন্য।


তৈরীর ধাপ ০৫

IMG_20211126_222357.jpg

তারপরে আমি উপরে দুইটা তে আটা লাগিয়ে দিলাম জোড়া লাগানোর জন্য।


তৈরীর ধাপ ০৬

IMG_20211126_222433.jpg

তারপরে আমি অপরপাশেও আটা দিয়ে লাগিয়ে দিলাম।


তৈরীর ধাপ ০৭

IMG_20211126_222501.jpg

তারপরে আমি এভাবে ছোট করে লাল কাগজ কেটে নিলাম বড় ফুল বানানোর জন্য।


তৈরীর ধাপ ০৮

IMG20211126210255.jpg

এভাবে ফুলগুলো বানিয়ে নিলাম।


তৈরীর ধাপ ০৯

IMG_20211126_222516.jpg

বড় ফুল এর উপরে আরেকটি ফুল দেওয়ার জন্য এভাবে অন্য একটি কাগজ কেটে নিলাম।


তৈরীর ধাপ ১০

IMG_20211126_222001.jpg

সেই ফুলগুলো এভাবে একটা একটা করে বানিয়ে নিলাম।


তৈরীর ধাপ ১১

IMG_20211126_222558.jpg

এখন আমি ফ্রেমটা নিয়ে নিলাম। এখন ধাপে ধাপে সাজাবো।


তৈরীর ধাপ ১২

IMG_20211126_222618.jpg

এখন আমি এক এক করে ফুল বসিয়ে দিব।


তৈরীর ধাপ ১৩

IMG_20211126_222723.jpg

এভাবে পর্যায়ক্রমে চলতেছে-ফুল বসানোর কাজ।


তৈরীর ধাপ ১৪

IMG_20211126_222749.jpg

অবশেষে ফুলগুলো লাগানো শেষ হলো।


তৈরীর ধাপ ১৫

IMG_20211126_222806.jpg

তারপরে আমি বড়ফুল টার উপরে ছোট ফুল লাগানোর কাজ শুরু করলাম।


তৈরীর ধাপ ১৬

IMG_20211126_222824.jpg

এভাবে প্রতিটা তে লাগিয়ে দিলাম।


তৈরীর ধাপ ১৭

IMG_20211126_223028.jpg

অবশেষে তৈরি হয়ে গেল আমার সেই কাঙ্খিত ওয়ালমেট। আমি এটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য ছোট ছোট লাল পুতি ব্যবহার করেছি।


তৈরীর ধাপ ১৮

IMG_20211126_223334.jpg

তারপরে আমি আমার রুমের ওয়ালে টাঙ্গিয়ে দিলাম।



ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার ওয়ালমেট বানানোর ধাপ গুলো দেখার জন্য।

আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কোন ভুলত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবার সুস্থতা কামনা করে আছে এখানেই শেষ করলাম। শুভরাত্রি।

শুভেচ্ছান্তে-
@hayat221

Logo.png



Sort:  

ভাই আমার ফুলগুলোর কালার টা অসাধারন লেগেছে। আর আপনি ধৈর্যসহকারে অত্যন্ত নিখুঁতভাবে ওয়ালমেট তৈরি করেছেন। সত্যি বলতে কালার কম্বিনেশন ঠিক রেখে ওয়ালমেটটিকে অনেক ফুটিয়ে তুলেছেন। যা আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই দারুন একটি ওয়ালমেট বানিয়েছেন।আসলেই কেগজ দিয়ে ওয়ালমেট এর শেষ নেই খুবই সুন্দর হয়েছে ধাপ গুলোও খুব ভালোভাবে করেছেন শুভ কামনা

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকার জন্য। আসলে আপনাদের অনুভূতি গুলো জেনে অনেক খুশী হই আমি।

 3 years ago 

সবাই কত সুন্দর রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করে আমি তেমন একটা পারিনা। আমার কাছে মনে হয় এ সব বানানো অনেক কঠিন কিন্তু আপনি দেখি কত সহজ ভাবে ওয়ালমেট বানিয়ে ফেলুন। আপনার ওয়ালমেটটি দেখতে খুব সুন্দর হয়েছে খুব বেশি কালারফুল হয়েছে। ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে খুব সুন্দর ভাবে আপনি ধাপে ধাপে তৈরি করে দেখালেন ধন্যবাদ।

জি আপু আসলেই একটু কঠিন মনে হয় তবে বানাতে বসলে অনেক সহজ। আপনিও ট্রাই করলে শক্তি বানাতে পারবেন।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন।যা সত্যিই অসাধারন হয়েছে। আমি মুগ্ধতার সাথে দেখছি।। শুভ কামনা আপনার জন্য♥♥

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনাদের ভাল লেগেছে এটা জেনে অনেক ভালো লাগলো।

 3 years ago 

ভাইয়া,খুবই খুবই সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করেছেন।আপনার অলমেটের ফুলগুলো সুন্দর দেখাচ্ছে লাল ফুলের মধ্যে বেগুনি কালার টা খুবই সুন্দর লাগছে। ভাইয়া, ওয়ালমেট তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে দেখেই বোঝা যাচ্ছে।ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করেছেন

যাব দুই কালার টাই ব্যবহার করেছি আমি এ কারণেই। সত্যিই যেনো একটু ফুলে উঠে। অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনি একটি খুব সুন্দর হাতের কাজ দেখান, এবং এটি আমাদের দেয়ালে একটি প্রসাধন হয়ে ওঠে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট অনেক সুন্দর হয়েছে। আর অলমেটের কালার কম্বিনেশন অনেক সুন্দর অসাধারণ লাগছে।আপনার প্রতিটি ডাই পোস্ট অনেক সুন্দর হয় আসলে আপনি অনেক দক্ষ।

অসংখ্য ধন্যবাদ আপু। সত্যি সত্যিই কি অনেক ভালো লাগে আপনার। যাইহোক এটা শুনে সত্যি আমি ও অনেক খুশি হলাম।

 3 years ago 

একটি সুন্দর ওয়ালমার্ট আমাদের সাথে ভাগ করেছে। আপনি একটি ওয়ালমার্ট তৈরি করতে কঠোর পরিশ্রম করেছেন। আমাদের সাথে এই সুন্দর Walmart ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ. |

ভাইয়া অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন তবে একটু ভুল হয়েছে। ওয়ালমার্ট না ওয়ালমেট হবে।

 3 years ago 

সত্য বলতে ভাইয়া ওয়ালমেট তৈরি করতে অনেক সময় এর প্রয়োজন হয়। আপনি অনেক সময় নিয়ে কাজটা করেছেন। কালার কম্বিনেশনটা ঠিক রেখেছেন। আমার খুবই ভালো লেগেছে রঙিন কাগজ দিয়ে যে এত সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। আসলে দেখার মত ছিল প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক ভালো ছিল। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। ফুলগুলো খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে।

ভাইয়া ওয়ালমেট খুবই পছন্দ হয়েছে আমার । খুবই সহজে ওয়ালমেটটি তৈরি করা যাবে আপনার সুন্দর উপস্থাপনা করার মাধ্যমে বুঝতে পারলাম । কালার টা খুব ভালো লেগেছে । 💕

ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর একটা মন্তব্য করেছেন আপনি। আপনার ভালো লেগেছে এটা শুনে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66181.33
ETH 2700.56
USDT 1.00
SBD 2.88