ভাশান মৎস্য বিল ভ্রমণ (পর্ব -২১) || আমার বাংলা ব্লগ।
![]() |
---|
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাশান মৎস্য বিল ভ্রমণের কিছু প্রাকৃতিক দৃশ্য সমূহ এবং এখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
![]() |
---|
আজকে আবারো আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ভাশান মৎস্য বিল সম্পর্কে, এটি নোয়াখালী দক্ষিণাঞ্চলে অবস্থিত। যে বিলটি মাছ ধরার জন্য খুবই বিখ্যাত। ইতিমধ্যে ভাশান মৎস্য বিল সম্পর্কে অনেকগুলো পর্ব আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম।
আজকে আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। এখানে আমি এখানকার মানুষের জীবনযাত্রা এবং মাছ ধরার বিভিন্ন দৃশ্যর অনেকগুলো ছবি আপলোড করেছিলাম।যেহেতু তিনদিন ধরে আমি এই বাশান মৎস্য বিলটি পরিদর্শন করেছিলাম এবং এ ভাশান মৎস্য বিলটির বিভিন্ন এলেকা থেকে শত শত ছবি তুলেছিলাম।
এই ভাশান মৎস্য বিলটিট ছিল অনেক বড় যা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাকালে সহজে দেখা যায় না। এ বাশান বিলটি নৌকা দিয়ে ভ্রমণ করতে হয় এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে সময় লাগে এক ঘন্টা চেয়েও বেশি।পুরো বিলটি পরিদর্শন করতে প্রায় সময় লাগে একদিনের মতো এবং এখানে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, মাছ ধরার দৃশ্য এবং বিভিন্ন জেল থেকে জেলেরা ও বিভিন্ন জায়গা থেকে এসে এখানে মাছ ধরে এবং এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ।এখানে আমি উপরে কয়েকটি ছবি আপলোড করেছিলাম।
![]() |
---|
![]() | ![]() |
---|
যে ছবির দিকে তাকালে সহজে বুঝা যায় মাছ ধরা বিভিন্ন দৃশ্য, জেলেরা নৌকাতে বসে বসে বড় বড় জাল দিয়ে মাছ ধরতে ছিল।এখানে মানুষ আশেপাশের এলাকা থেকে এসে মাছ ধরার বিভিন্ন ধরনের কৌশল শিখেছিল জেলেদেরকে। কারন জেলেরা এখানে মাছ ধরে মাছগুলো নিয়ে বাজারে বিভিন্ন জায়গায় বিক্রি করে।কিন্তু এই ভাশাস মৎস্য বিলটির গভীরতা ছিল খুবই কম। এটি সহজে পানি সরিয়ে যায় না। এর পাশে রয়েছে মেঘনা নদী থেকে পানি এসে এই বিলটি সবসময় পানিতে পরিপূর্ণ থাকে। এই কারনে এখানে প্রত্যেকটি মৌসুমে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় এখানে মাছগুলো ধরার জন্যা সবাই চেষ্ট করে।
![]() |
---|
![]() |
---|
উপরে ছবিগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায়, এখানে অনেকগুলো নৌকা রয়েছে সবগুলো নৌকায় বিলের ভিতরে এবং প্রত্যেকে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে।যতই বিলের পানি ধীরে ধীরে নিচের দিকে কমতে থাকবে, ততই মাছ পাওয়ার সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে।বিলের আশেপাশের খালগুলো প্রায় শুকিয়ে গিয়েছে সেখানে প্রচুর মাছ পাওয়া গিয়েছিল।উপরের একটি ছবির দিকে লক্ষ্য করলে দেখা যায়, যেসব আশেপাশে খাল গুলো ছিল সেগুলোর পানি কিভাবে শুকিয়ে যাচ্ছে।মাঝেমধ্যে দেখা যায় এই বিলের উপর দিয়ে কিছু মালবাহী নৌকা যাতায়াত করে। কারন এই নৌকাগুলো মেঘনা নদীর উপর দিয়ে অনন্য জায়গায় চলে যায়।আজকের জন্য এখানে সমাপ্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ!
ক্যামেরা | VIVO Y81i |
ক্যমেরা মডেল | vivo 1812 |
ক্যাপচার | @hanif3206 |
অবস্থান | সদর উপজেলা,নোয়াখালী |
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
মাছ ধরা সুন্দর এই চিত্র দেখতে আমার খুবই ভালো লাগে। অনেক সুন্দর ভাবে আপনি বেশ কিছুদিন এই জাতীয় পোস্টগুলো আমাদের মাঝে উপস্থাপন করছেন। অনেক অনেক ভালো লাগলো আজকের পোস্টটা দেখতে পেরে। যেন প্রাকৃতিক পরিবেশের মাঝে এক অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে।
ভাশান মৎস্য বিল ভ্রমণ করার পাশাপাশি অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছেন। এরকম মাছ ধরার ছিদ্রগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আরো বেশি ভালো লাগে ভাসমান এই নৌকাগুলো।