ভাশান মৎস্য বিল ভ্রমণ (পর্ব -২০) || আমার বাংলা ব্লগ।

in আমার বাংলা ব্লগlast month
1000009714.png

1000009637.png

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাশান মৎস্য বিল ভ্রমণের কিছু প্রাকৃতিক দৃশ্য সমূহ এবং এখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

1000009712.png
1000009709.png1000009710.png

এটি জেলার সবচেয়ে জনপ্রিয় মাছ ধরার একটি বিল।
নোয়াখালী দক্ষিণাঞ্চলের প্রতিটি মানুষের কাছে এই বিলটি সুপরিচিত। মাঝে মাঝে লক্ষ্য করা যায় গ্রীষ্মকালে যখন কিছুটা পানি শুকিয়ে আসে। তখন আশেপাশের জেলা থেকে এ বিলে মাছ ধরার জন্য মানুষ আসে।কারণ এই বিলে সকল প্রজাতির মাছ পাওয়া যায় এবং এ বিলে মাছ ধরার জন্য কোন নিষিদ্ধ সময় নেই।এটি মেঘনা নদীর পাশে অবস্থিত। বিলটি ছিল অনেক বড় বিলটির আশেপাশে রয়েছে বিভিন্ন ঘরবাড়ি। যদিও এসব ঘরবাড়িগুলোতে বসবাস করা খুবই ঝুঁকিপূর্ণ। কারন যে কোন সময় এসব ঘর বাড়ি বিলীন হয়ে যেতে পারে। যে কোনো সময় মেঘনা নদী এসব ঘরবাড়িগুলো ভেঙ্গে নিয়ে যেতে পারে। এই কারনে এখানে ঘরবাড়ি তৈরি করে বসবাস করা খুবই যুকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ থাকার কারনে মানুষ এখানে ঘর বাড়ি করতে চায় না। কারন পূর্বে অনেক ঘর বাড়ি ছিল তা মেঘনা নদী ভেঙ্গে নিয়ে গেছে।

1000009708.png
1000009706.png1000009707.png

এখানে ভাশান মৎস্য বিলের পাশে রয়েছে একটি বড় দ্বীপ। দ্বীপের কিছু অংশ নিয়ে আজকে আমি এখানে আলোচনা করতে যাচ্ছি। ভাশান মৎস্য বিলের পাশে দ্বীপটি ছিল অনেক বড়। এই দ্বীপের আশেপাশে রয়েছে কিছু ঘর বাড়ি এবং গাছপালা। যদি এখানে মানুষ বসবাস করে না। যারা এবিলে মাছ ধরে এদের মধ্যে তারা এসব ঘর বাড়িতে বসবাস করে।উপরের ছবিগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায়, এই বিলের মধ্যে রয়েছে অনেকগুলো বড় বড় নৌকা।অনেক জেলেরা এসব নৌকার মধ্যে এবং নৌকার নিচে পানিতে ঝাঁপিয়ে মাছ ধরতেছিল এই মুহূর্তে আমরা ছবিগুলো তুলেছিলাম।বিলের পাশে যে দ্বীপ রয়েছে দ্বীপের মধ্যে রয়েছে বড় পুকুরে। পুকুরের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কচুরিপানা। কিন্তু এই দ্বীপের পুকুরের মধ্যে প্রচুর মাছ পাওয়া যায়।

1000009705.png
1000009711.png

এখানে উপরের একটি ছবির দিকে লক্ষ্য করলে দেখা যায়, একজন জেলে নৌকাতে বসে বসে ছোট ছোট মাছ খুলতে ছিল জালের মধ্যে থেকে। এখানে অনেকগুলো নৌকা রয়েছে প্রতিটি নৌকার ভিতর রয়েছে বড় বড় জাল এবং জেলেরা এসব জাল দিয়ে এ বিলের মধ্যে মাছ ধরে। উপরের আরেকটি ছবির দিকে লক্ষ্য করলে দেখা যায়, বড় একটি জাল দিয়ে কিভাবে বিলের মধ্যে মাছ ধরতে ছিল নৌকার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই মুহূর্তে আমরা ছবিটি তুলেছিলাম। যেহেতু এই বিলের পুকুরের ভিতরে ছিল কচুরিপানা। কচুরিপানাগুলোর ভিতর রয়েছে ছোট-বড় অনেক প্রকারের মাছ। তাই মাছ ধরার জন্য তারা এই কচুরিপানার ভিতরে জাল বসিয়েছিল। আজকের জন্য এখানে সমাপ্ত। পরবর্তী আবার অন্য বিষয় নিয়ে হাজির হব, ধন্যবাদ সবাইকে আল্লা হাফেজ।

আমার ব্লগ পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WD38ZqUeRnVUECQkCUtERy26TtJgXchPPruCuG4aYFBuTAMzpZcSvvMhve24nx82PpqjRpciui4qTvoaVEYW.png

ফোনের বিবরণ!

ক্যামেরাVIVO Y03t
ক্যমেরা মডেলvivo 1812
ক্যাপচার@hanif3206
অবস্থানসদর উপজেলা,নোয়াখালী

SeZwdRpvKdfSER21BRnLEm7DphWq1kbpQyRKi46dTupajZqXocKokWcbV7VCrdshaTLgcMPZmGgv1EUs7rKcDejZqhvw3cPa35fbfbMp99zZNpB8cMkTyWhtbyLEmPVy8QBYtG2hcHEjm4GepX64cwR1WHiuRyC5d7EFb9axxoEFf.gif

A3Z6dpaPrexwcy6xHQHfFaMXGPra6UPLbZDNDdFc7rVLrvj1qbtDMbRZMQF6A4zb3yPLpkViGe95ESMpTZxPuwXgYvdtUhmrKkECnXdBqP1196rHDbZPpYXQhqXgYFw7wZ1gTosU.png

Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1TjXjKbU7neRb4MUGqBZJEsBZygBMp3vgpnsxmjJLT2LGe6GhhQ646pj6vVUUkTVSR4JU69ieh1ufxLEsQ.png

6HAuCuDmXw26e9.gif

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQSBPCV7mSFC5UcypyAvDUdYo6fgY55XWxFzyApyxVewjd6hApTuPveLT8aaj5YvvAtAMeHpeQ6.png

Sort:  
 last month 
1000009783.jpg1000009782.jpg1000009780.jpg1000009781.jpg
 last month 

আপনি বেশ কিছুদিন ধরে আমাদের মাঝে ভাশান মৎস্য বিল এর মাছ ধরা সহ বিভিন্ন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে উপস্থিত হচ্ছেন। আমার কাছে খুবই ভালো লাগে আপনার এই সুন্দর পোস্ট গুলো দেখে। আজকেও অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন এই স্থানে মানুষের কার্যক্রম। খুব ভালো লাগে এই জাতীয় পোস্টগুলো দেখলে।

 last month 

অসাধারণ কিছু মুহূর্তের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে এই গ্রাম বাংলার দৃশ্য গুলো দেখলেই ভালো লাগে। মাছ ধরার মুহূর্তগুলো আমারও ভালো লাগে।

 last month 

বিলের মধ্যে এমন নৌকা চলা মাছ ধরতে দেখা এগুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে এই সমস্ত বিষয়গুলো দেখিয়েছেন। সেখানে চলমান নৌকা নৌকাতে মানুষ বসে রয়েছে। অনেক জেলেরা মাছ ধরছেন। যেন গ্রাম বাংলার সৌন্দর্য খুঁজে পায় এর মধ্যে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 96567.37
ETH 2639.84
USDT 1.00
SBD 2.31