প্রকৃতির ফটোগ্রাফি প্রতিযোগিতা📸 | | 10% Beneficiary To @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভেচ্ছা সবাইকে💐💐

কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো এই সসপ্তাহব্যাপী চলমান প্রকৃতির ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। তার আগে @shuvo35 ভাইয়াকে ধন্যবাদ দিতে চাই আমার বাংলা ব্লগে এমন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। তো আজকে আমি আপনাদের সাথে আমার কিছু প্রকৃতির ছবি শেয়ার করার চেষ্টা করবো।


বেশ কিছুদিন হলো ফেনীতে অবস্থান করছি। কলেজ খোলা মূলত তার জন্য আসা। তবে আসার পর শুনেছি এখানে দেখার মতো অনেক কিছুই আছে। প্রকৃতির ফটোগ্রাফির প্রতিযোগিতার জন্য তাই গিয়েছিলাম ফেনীর রানিরহাট গ্রামে। গ্রামের কিছু দৃশ্য খুব ভালো লেগেছে আমার কাছে। গ্রামের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করবো।

১ম ছবি📸


IMG_20210927_121504.jpg

IMG_20210927_121934.jpg

w3w
Oppo A12



গ্রাম বাংলার মেঠুপথ দিয়ে শেষ বিকেলের দৃশ্য অনেক মনোমুগ্ধকর হয়। বিকালে গ্রামের রাস্তার মধ্য দিয়ে ট্রেনের রাস্তাটি চলে গেছে। এই ট্রেনের রাস্তাটি এখন পরিত্যক্ত। আগে এই রেললাইন দিয়েই ট্রেন যাতায়াত করতো। ট্রেনের রাস্তার দুইপাশের গাছপালা সাথে শান্ত একটি পরিবেশ। খুব উপভোগ করেছিলাম। এখানে আবার দেখলাম অনেকে ছবি তুলতে আসে। আমার কাছে মনে হয়েছে ছবি তোলার সবচেয়ে ভালো একটি স্থান।



২য় ছবি📸


IMG_20210927_121736.jpg

IMG_20210927_121810.jpg

w3w
Oppo A12



যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি মূলত মাটির তৈরি ঘর। অনেক আগে দেখেছিলাম মাটির ঘর। তারপর আর দেখার সৌভাগ্য হয়নি। বিকেল বেলা যখন ঘুরতে যায় তখন এই মাটির ঘর দেখতে পেলাম। গ্রাম বাংলার বাস্তব একটি নিদর্শন নিঃসন্দেহে বলা। যদিও তা আজ বিলুপ্তির পথে। মাটির তৈরি ঘর দেখে আমার কাছে ভালো লেগেছিল। তাই ছবিগুলো ক্যামেরাবন্দি করে নিলাম।



৩য় ছবি📸


IMG20210925163643.jpg

IMG20210925163538.jpg

IMG20210925163545.jpg

w3w
Oppo A12



শরৎ আসলেই যেন কাশফুলের সমাহার চারিদিকে লক্ষ্য করা যায়। যদিও আমার কাশফুলকে হাতে ছুঁয়ে দেখার সৌভাগ্য তার আগে হয়নি। কাশফুলের রঙ পুড়ে গেছে এমন হচ্ছিল। সূর্যের তাপে হয়তো কাশফুলগুলো বাদামি রঙ ধারণ করেছে। যেখানে গিয়েছিলাম সেখানে বিস্তীর্ণ এলাকাজুড়ে কাশফুল রয়েছে। দেখতে আমার কাছে ভালোই লাগছিল। কাশফুলের সাথে তারপর কিছুক্ষণ সময় পাড় করলাম।



৪র্থ ছবি📸


IMG20210925163820.jpg

IMG20210925163825.jpg

w3w
Oppo A12



ছবিতে যে গাছ দেখতে পাচ্ছেন, এটা মূলত লজ্জাবতী গাছ নামেই চিনে সবাই। সেই ছোটবেলায় দেখেছিলাম আমাদের বাড়ির পাশে এই গাছ। হাতে স্পর্শ করলেই গাছ যেন লজ্জা পেয়ে যায়। ছোটবেলায় হাতে লজ্জাবতী গাছকে ছুঁয়ে অনেক আনন্দ পেতাম। এখানে গ্রামে লজ্জাবতী গাছ দেখা যায় চারপাশে। তাই এই ছবিগুলো ক্যামেরাবন্দি করেছিলাম।



৫ম ছবি📸


IMG20210926173620.jpg

IMG20210926173707.jpg

w3w
Oppo A12



এই ছবিটি ঠিক সন্ধ্যা নামার আগে তুলেছিলাম। আকাশটা তখন মেঘলা ছিল। সন্ধ্যার আগে আকাশের সৌন্দর্য দেখতে মনোমুগ্ধকর লাগে। মেঘলা আকাশের সাথে বাতাস ছিল অনেক। মুহূর্তটুকু উপভোগ করেছিলাম। তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম।

প্রতিযোগিতাপ্রকৃতির ফটোগ্রাফি 📸
ডিভাইসOppo A12
ফটোএডিটরAdobe Lightroom
ফটোগ্রাফার@haideremtiaz

আশা করি আমার তোলা প্রকৃতির ছবিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্টটি পড়ার জন্য শুভেচ্ছা নিবেন। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Cc:
@rme
@shuvo35

unnamed.png

ধন্যবাদ সবাইকে

qQb1qbB44WNL4kcw8YRpvpA9rhDMdw5Qkx9ZgyU.png

Sort:  
 3 years ago 

খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রাকৃতিক দৃশ্যের চেয়েও গ্রামের ঐতিহ্যের দিকটি ফুটে উঠেছে আপনার দ্বিতীয় ফটোগ্রাফির মাধ্যমে। পঞ্চম ছবিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

আপনি সকল ছবি ক্লিক করেছেন সত্যিই অসাধারণ ছিলো এবং মাটির তৈরি ঘর অনেকদিন দেখি নাই কিন্তু আজকে আপনারা পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম আসলে অনেক সুন্দর ছিল। এটি সাধারণত এখন দেখা যায় না। আপনার ফটোগ্রাফি বলে প্রশংসা করতে হয় লাস্টে যে আকাশের সুন্দর ছবি তুলে ধরেছেন অনেক সুন্দর ছিল। প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠেছে আপনার জন্য শুভকামনা রইল। অনেক সুন্দর ছিল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। মাটির তৈরি ঘর আমিও ভাই অনেকদিন পর দেখতে পেলাম একদম সামনে থেকে।

 3 years ago 

ছবিগুলি ভালোই তুলেছেন। কিন্তু প্রথম ছবিতে আপনি রেললাইন এর ছবি তুলেছেন। এইরকম ছোট রেললাইন আমি আগে দেখি নাই। এই ছোট লাইন দিয়ে ট্রেন যাতায়াত করত কীভাবে??আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

রেললাইন অনেক আগের। পরিত্যক্ত হয়ে গেছে রেললাইন। আরেকটু সামনে গেলে আরও বড় দেখা যায়।

 3 years ago 

ও আচ্ছা। বুঝলাম।।।

প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনার সাথে সাথে আপনার ফটোগ্রাফি স্টাইলগুলোও অসাধারণ ছিল ভাইয়া।বিশেষ করে গোধূলি লগ্নের ছবি দুটি চমৎকার ছিল।আর রেললাইন টা কি এখন পরিত্যক্ত?এতো সরু রেল লাইন আমি আগে কখনো দেখি নাই।যাইহোক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আমিও ভাই এরকম রেললাইন এই প্রথম দেখলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ভাই সব নিয়মকানুন মেনে অসাধারণ পোস্ট করেছেন। প্রতিটা ছবিই মন কাড়ার মতো বিশেষ করে মাটির ঘরের যে ছবিটি তুলেছেন সেটি সত্যিই অসাধারণ হয়েছে ।এটি প্রাকৃতিক দৃশ্যের চাইতেও কিন্তু ঐতিহ্যবাহী দিকে অনেকটা বেশি প্রকাশ করেছে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

সুন্দর উপস্থাপনা।আপনি প্রকৃতির বাস্তব চিত্র ও প্রকৃতির ছবিগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

 3 years ago 

দারুন লাগলো। প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত হয়ে আছে। আপনার ফটোগ্রাফির হাত ও খুব ভালো। দারুন সময় উপভোগ করেছিলেন। ছবি গুলি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। শুভেচ্ছা নিবেন।

 3 years ago 

আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন সেই সাথে সুন্দর বর্ণনা করেছেন আপনার ফটোগ্রাফির মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আপনার ফটোগ্রাফি দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনি খুবই সুন্দর সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি করেছেন, প্রতিযোগিতায় অংশ করার জন্য সু স্বাগতম আপনাকে। আপনার প্রকৃতির ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ, প্রকৃতির ফটোগ্রাফি দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

বাহ্ দারুন ফটোগ্রাফি করেছেন ভাই আপনার জন্য শুভকামনা রইলো

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.033
BTC 64271.38
ETH 3157.43
USDT 1.00
SBD 4.25