আবেগের কবিতা || সম্পর্কের মায়া || Original Poetry by @Hafizullah

in আমার বাংলা ব্লগlast year

stone-tower-8195026_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং হৃদয়ের স্বপ্নগুলোকে সযত্নে আগলে রেখেছেন। যদিও সম্পর্কগুলোর নিদারুণ আঘাত কিংবা মনমালিন্য মাঝে মাঝে আমাদের অস্থির করে তোলে। এটা ঠিক যে মানসিকভাবে ভালো থাকার জন্য সম্পর্কগুলোর দারুণ একটা ভূমিকা থাকে আমাদের জীবনের উপর। আবার এটাও সত্য যে, আলোকিত জীবন অন্ধকারে ঢেকে যায় অনাকংখিত সম্পর্কের ভাঙ্গনের কারনে। লক্ষ্য করুন আমরা যত ধরনের স্বপ্ন দেখে থাকি, তার অধিকাংশই আমাদের সম্পর্কগুলোকে কেন্দ্র করে হয়ে থাকে।

আমাদের চিন্তা-ভাবনা এবং পরিকল্পনা সব কিছু ঘিরে থাকে এই সম্পর্ক। দেখুন আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের বেড়ে উঠাটা এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো নানা মানুষের নানা সম্পর্ককে কেন্দ্র করে হয়েছিলো। এটা অস্বীকার করার কোন সুযোগ নেই, স্কুল জীবন কিংবা কলেজ জীবন সবখানে নানা ধরনের সম্পর্কের একটা হাতছানি ছিলো। পরিবারের বন্ধনের মাঝে বেড়ে উঠা সম্পর্কটাও কিন্তু আমাদের গতিশীল জীবনে অন্যতম সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেছে। আজকে পরিনত বয়সের মাঝে এসেও আমরা সেই সম্পর্কের মায়ায় সংগ্রাম করে যাচ্ছি। কিন্তু প্রকৃত পক্ষে কি আমরা সম্পর্কগুলোর মাঝে সুখী থাকতে পারছি?

homes-8194751_1280.png

সম্পর্কটা স্বার্থের জালে
বন্দি আজ নিদারুণভাবে,
মায়ার মোহ জাগিয়ে সবাই
স্বার্থের ব্যবহার করে।

সম্পর্ক গড়ে- সম্পর্ক ভাঙ্গে
মাঝে নষ্ট ভালোবাসা,
স্বার্থের মায়ায় সবই অচল
ফিকে হয় সম্পর্কের ছায়া।

মিথ্যের আলোয় গড়ে যা
রাতের অন্ধকারের আঁধারে,
দিনের আলোয় স্পষ্ট তা
ভঙ্গুর হয় দিবালোকে।

অর্থের কাছে রূপের কায়া
পরাজিত প্রকৃত ভালোবাসা,
ছলনায় মাখা হৃদয়ের আবেগ
অন্ধকারে আবৃত থাকে বিবেক।

সকালে যা মায়ায় আবৃত
বিকালে তা হয় বিকৃত,
রোজ ভাঙ্গে নতুন আঙ্গিকে
ভালোবাসার গড়া সম্পর্ক।

তবুও মানুষ স্বপ্ন দেখে
নতুন করে গড়তে সম্বন্ধ,
ভালোবাসার মায়ায় সাজাতে
জীবনের সকল সম্পর্ক।



Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 last year 

অসাধারন একটি আবেগের কবিতা লিখেছেন ভাইয়া। আপনার কবিতার প্রতিটি লাইন আবেগে লেখা হলেও কেন জানি লেখাগুলোতে বিবেকের ছোয়া খুঁজে পাচিছ। তা আপনার এত সুন্দর কবিতার নিচের কথাগুলো কে কেন জানি মনে হচেছ আমার জন্য লেখা-

তবুও মানুষ স্বপ্ন দেখে
নতুন করে গড়তে সম্বন্ধ,
ভালোবাসার মায়ায় সাজাতে
জীবনের সকল সম্পর্ক।

 last year 

ঠিকই বলেছেন সম্পর্কটা স্বার্থের মিথ্যে মায়াজালে বন্দী হয়ে থাকে। স্বার্থের কাছে যেন সব সম্পর্কই হার মেনে যায়। সম্পর্কের মায়া কবিতাটি খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কবিতার লাইনগুলো অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

প্রতিটা মানুষের স্বপ্ন গড়তে একটি সম্পর্কের সাথে অতপ্রতোভাবে জড়িত। একটি সম্পর্ক কেন্দ্রিকভাবেই একটি স্বপ্ন দেখতে পারে প্রতিটা মানুষ। বাস্তব জীবনের বিষয়টি ভালই উপলব্ধি করতে পেরেছি আপনার কবিতার মাধ্যমে। খুবই সুন্দর ছিল প্রত্যেকটা লাইন যেটার মধ্যে অনেক অর্থ প্রকাশ করে।

Posted using SteemPro Mobile

 last year 

যে কোন সম্পর্ক তো আসলে মায়া ই।আপনি সম্পর্কের মায়া নামক কবিতাটি খুব সুন্দর লিখেছেন ভাইয়া। কবিতার লাইনগুলো সত্যি ই দারুন লেগেছে।স্বার্থের কারনে সম্পর্কগুলো সত্যি ফিকে হয়ে যায়। আবার এই মানুষ বাঁচার আশায় নতুন করে সম্পর্ক গড়ে।ধন্যবাদ ভাইয়া সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 last year 

জীবন মানেই যেন কোনো না কোনো সম্পর্কে বাঁধা।কিন্তু বর্তমানে ভালো সম্পর্কের থেকে খারাপ সম্পর্ক বেশি দেখা যায়।যেখানে শুধুই লোলুপতা দৃষ্টি দেখা যায়।অনেক শিক্ষণীয় একটি কবিতা লিখেছেন।পড়ে ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 last year 

একজন মানুষ সুস্থ থাকার পিছনে একটা ভালো সম্পর্কই মুখ্য ভূমিকা পালন করে। আমি কতটুকু ভালো থাকবো কিংবা কতটুকু খারাপ থাকবো সেটা সম্পর্কের উপর নির্ভর করে। তাছাড়া যেসব পরিবারের সম্পর্ক যত সুন্দর হয়। সেসব পরিবারের সন্তানদের ভবিষ্যৎ তত বেশি সুন্দর হয়। আজকাল সত্যি বলতে গেলে সম্পর্ক গুলো স্বার্থের টানে লেগে থাকে। এমন কিছু কিছু সম্পর্ক আছে তাদের মধ্যে নাই কোন মায়া মমতা। নেই কোন ভালোবাসা শুধু স্বার্থের টানে থেকে যায়। অসাধারণ একটি কবিতা লিখেছেন সম্পর্কের মায়া বেশ ভালই লেগেছে।

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। আসলে আমি মনে করি প্রত্যেকটি মানুষ ঘুম থেকে ওঠার সময় প্রত্যেকদিন একেক জন একেক স্বপ্ন নিয়ে ঘুম থেকে জেগে ওঠে। আসলে ভাই এখনকার সম্পর্ক মাঝে মাঝে নষ্ট হয় আবার মাঝে মাঝে গড়ে ওঠে। ধন্যবাদ দারুন একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 last year 

আমাদের জীবনের প্রতিটি স্টেইজেই সম্পর্ক রয়েছে।আর এক একটি সম্পর্ক এক একটি মায়া।আর সেই মায়ার জন্যই পৃথিবীতে এতো কিছু।আপনার আজকের কবিতাটি চমৎকার হয়েছে ভাইয়া।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65546.28
ETH 2666.01
USDT 1.00
SBD 2.90