এই শহরের পথ || ভিন্ন অনুভূতির কবিতা

in আমার বাংলা ব্লগ3 years ago

street-789626_1280.jpg

শুভ বিকেল বন্ধুরা,
আজ আরো একটি কবিতা তোমাদের সাথে ভাগ করে নেব। তবে এটি কিছুটা ভিন্ন আবেগের এবং যন্ত্রনা ভরাক্রান্ত অনুভূতি নিয়ে লেখা। কারন আমাদের মতো এই রকম শহরের মাঝে প্রতিদিন শত শত মানুষ ছুটে আসে একটু আশ্রয়, ছোট একটা চাকুরী এবং নিজের ভেতরে লালন করা স্বপ্নটাকে পূর্ণতা দিতে। কিন্তু আলোকময় শহরের মাঝে বাস করা ছদ্দবেশী ভদ্রলোকগুলোর প্রতারণারে ফাঁদে নিঃশ্ব হয়ে যন্ত্রনা নিয়ে হারিয়ে যায় তারা অজানায়।

অনুভূতির এই কথাগুলোই আজকের কবিতায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, কবিতাটির নাম দিয়েছি এই শহরের পথ। আশা করছি আপনাদের ভালো লাগবে।


|| এই শহরের পথ ||

এই শহরের পথের মাঝে
লুকিয়ে আছে কত মানুষের স্বপ্ন,
কান্নামাখা যন্ত্রণাসহ অস্পষ্ট-
হয়ে আছে হাজারো কষ্ট।

মানুষগুলো স্বপ্ন নিয়ে আসে
তারপর বাকিটা স্মৃতি হয়ে থাকে,
স্বপ্নটা শুধুই স্বপ্নের মাঝে আটকে থাকে
হারিয়ে যায় শুধু পূর্ণতার আকাংখাটা।

হৃদয়ের ক্ষত নিয়ে ঘুড়ে বেড়ায়
কতো নিঃস্ব মানুষ শহরের পথে,
কাউকে খুজে পায় না সে পাশে
শান্তনা দিতে কেউ আসে না কাছে।

প্রতারনার শত ফাঁদে আটকে যায়
নতুন আসা মানুষগুলোর আশা,
দায়িত্বে থাকা উপরের কর্তাগুলো
অন্য নেশায় মত্ত শুধু টাকা গন্ধে।

এই শহরের পথে-
নিঃশ্ব হওয়ার কান্না থামাতে
পথটাকে জঞ্জালমুক্ত করতে
কে আসবে সাহস নিয়ে এগিয়ে?

এই শহরে আওয়াজ উঠবে
মানবতার, সাম্যতার-ভ্রাতৃত্বের
নতুন সুর্য রাঙ্গাবে পথটাকে-
আদৌ কি সেই দিন আসবে?


Image by donterase from Pixabay


Declaration: This is original content of mine.

Thanks all for visiting my writing.

@hafizullah

222.jpg
text15.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

text15.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

text15.png

Sort:  
 3 years ago 

পড়ে অনেক ভাল লাগলো কবিতাটি। সুন্দর লেখা হয়েছে।

 3 years ago 

অসাধারণ লেখনী ভাইয়া।

 3 years ago 

এ শহরটা সত্যিই বড়ই আজব। কে কত ঝামেলা নিয়ে টিকে আছে বলা খুব মুশকিল । যাইহোক ভালোই লিখেছেন ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

আপনার লেখনির মাধ্যমে এই শহরের দুর্নিতি ফুটে তুলেছেন।অনেক সুন্দর লেখেন আপনি।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.11
JST 0.034
BTC 66004.40
ETH 3243.40
USDT 1.00
SBD 4.19