আমার বাংলা ব্লগ-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৯২ || ABB Weekly Hangout Report-92

in আমার বাংলা ব্লগlast year

Hangout Format NEW.png


ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‌্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৫০৫৪ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৭২।

হ্যাংআউট-৯২

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই যথারীতি সময়ের পূর্বে চলে আসেন এবং দায়িত্বে মডারেটরদের স্মরণ করিয়ে দেন সবাইকে যথাযথভাবে নক দেয়ার। তারপর শুভ ভাই শুরু করার পূর্বে কিছু কথা শেয়ার করেন এবং সবাইকে অনুরোধ করেন যেহেতু আমরা হ্যাংআউটের নিময় কানুনগুলো জানেন সেহেতু অনাকাংখিত কোন পরিবেশ যেন সৃষ্টি না হয় সেদিকে নজর রাখতে বলেন। তারপর রমজানের শুভেচ্ছা জানিয়ে হ্যাংআউটের মূল পর্ব শুরু করেন। তারপর হ্যাংআউটের সময় নিয়ে কথা বলেন, এ বিষয়ে ইতিমধ্যে ঘোষণা দেয়া হয়েছিলো, পরবর্তীতে সেদিকে খেয়াল রাখতে বলেন। তারপর রমজান মাস নিয়ে নিজের কিছু অনুভূতি শেয়ার করেন।

এরপর আমি @hafizullah কথা বলি, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ৯২তম সাপ্তাহিক হ্যাংআউটে। শুরুতে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। যদিও মাহে রমজানের আমাদের সাভাবিক এ্যাকটিভিটিস এর ক্ষেত্রে কিছুটা প্রভাব ফেলতে পারে, তবুও আমি সবাইকে অনুরোধ করবো কিছুটা হলেও কমিউনিটির এনগেজমেন্ট ধরে রাখার। এই সপ্তাহে যে সকল ইউজার আমার অধীনে ছিলেন তাদের মাঝে @naimuu এবং @morioum আপনাদের ডিসকর্ড এনগেজমেন্টের মান বেশ খারাপ ছিলো, তবুও আপনাদের কিছুটা ছাড় দিয়ে সুপার এ্যাকটিভ তালিকায় রাখা হয়েছে। আশা করছি সামনের সপ্তাহে সেটা ঠিক পর্যায়ে চলে আসবে। এছাড়া @haideremtiaz পোষ্টের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রাখার অনুরোধ করছি। বাকি যারা আগের মতোই আছেন শুধুমাত্র এ্যাকটিভ তালিকায় থাকার জন্য দুই একটি পোষ্ট করে যাচ্ছেন তাদের ব্যাপারে কিছুই বলার নেই।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @winkles ভাই, শুরুতেই তার অধীনে থাকা এ্যাকটিভ ইউজারদের নিয়ে কথা বলেন এই সপ্তাহে সকলের এ্যাক্টিভিটিস মোটামোটি সবই ঠিকঠাক ছিলো। তবে @kibreay001 আর @munna101 তাদের উদ্দেশ্যে বলেন তাদের এ্যাকটিভিটিস বাড়াতে, কোথাও তেমন কোন এ্যাক্টিভিটিস নেই, একটা দুটো করে পোষ্ট করা হচ্ছে এ্যাকটিভ তালিকায় থাকার জন্য তার চেয়ে না করাই ভালো। এক্ষত্রে পোষ্ট নমিনেশনে যাবে না। এছাড়া @ashik333 টানা চৌদ্দ দিন ইনএ্যাকটিভ থাকার কারনে তার নাম ইনএ্যাকটিভ তালিকায় দেয়া হয়েছে।

Untitled-00000.png

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু কথা বলেন এরপর, ১ম এই সকলকে জানাই মাহে রমজান এর শুভেচ্ছা।সৃষ্টিকর্তার কাছে দোয়া করি আমরা সবাই যেনো সুস্থ সুন্দর ভাবে নিজেদের সময়গুলোকে ভালো কাজে ব্যয় করতে পারি। @saymaaktet আপু আপনার ডিস্কোর্ড এংগেজমেন্ট খুব ই কম,তবে তার চেয়েও বড় সমস্যা যা মেসেজ আছে তাও বেশিরভাগ ইমোজি আর জিফ। @nevlu123 আপনি জেনারেল রাইটিং গুলোর লেখা বড় করার জন্য একই লাইন গুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে লিখেন। এরকম চলতে থাকলে আপনি বেস্ট ব্লগার এর নমিনেশন থেকে বাদ পরে যাবেন সবকিছু ঠিক থাকা সত্ত্বেও।

@tuhin002 সম্পূর্ণ লেখাতেই টেবিলের মার্কডাউন ইউজ করবেন না। দেখতে ভালো দেখায় না। মুভি রিভিউ করার ক্ষেত্রে স্ক্রিনশট দেওয়ার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন। যেহেতু এই কমিউনিটিটি একটি পরিবারের মতোই এবং একই পরিবারের অনেকেই আছে। সেক্ষেত্রে কিছু সিন একটু বিব্রত করে। @emonv আপনাকে এই সপ্তাহে একটিভ লিস্টে আনতাম। তবে ইনএকটিভ লিস্ট থেকে একটিভ লিস্টে আসার ক্রাইটেরিয়া অনুযায়ী টানা ১ সপ্তাহ আপনাকে পোস্ট করতে হবে যা আপনি করেন নি। তো আপনি নিয়ম ফলো করলে এরপর আপনাকে একটিভ লিস্টে আনা হবে। যাদের ডিস্কোর্ড এংগেজমেন্ট খুব কম,উনারা হলেন @miratek , @mohamad786, @razuahmed, @saymaaktet. আর @fasoniya আপনার কমেন্ট এংগেজমেন্ট খুবই কম। অবাক করার বিষয় হলো,আমার আন্ডারের ইউজারদের মধ্যে এবার আটজন ইউজারের সব রকম একটিভিটিস ছিলো ১০০% শূন্য। আর একটা ব্যাপার, যেটা না বললেই না।

এবারের কনটেস্টটা একেবারে ১০০% সফল বলা যায়।প্রতিটা রেসিপিই অনেক ইউনিক।তবে একটা কথা না বললেই না, তা হলো ইউনিকনেস আনতে আমরা যদি টেস্টের ব্যাপারটাই ভুলে যাই তবে কিন্তু হলোনা।আর কনটেস্ট এর সাব্জেক্ট নির্বাচন এর চেয়ে যদি ফটোগ্রাফীকেই হাতিয়ার বানাতে চাই তবে আসলে কনটেস্ট জেতাটা খুব ই কঠিন। এখানে আমরা সবাই বুদ্ধিমান,আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আর এবার এবিবি স্কুল থেকে যারা আমাদের একটিভ লিস্ট এ জয়েন হয়েছেন।উনারা হলেন @pujaghosh @nilaymajumder @selina75 @jamal7 @aongkon @nanditasaha

আমাদের একটিভ লিস্টে স্বাগতম।আশা করছি,আপনারা শীঘ্রই নিজেদের সুপার একটিভ লিস্টে জায়গা করে নিতে পারবেন। আর আপনাদের জন্য সাজেশন হলো বেস্ট ব্লগার নমিনেশন প্রাপ্ত ইউজারদের পোস্ট গুলো ভালো ভাবে পড়বেন এবং নিজেদের পোস্ট,কোয়ালিটি এবং এংগেজমেন্ট বৃদ্ধি করবেন। আপনাদের জন্য শুভকামনা রইলো। আর আপুদের কোনো ব্যাক্তিগত সমস্যা থাকলে, নির্দ্ধিধায় আমাকে ডিএম করবেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সাহায্য করার, ধন্যবাদ।

তারপর কথা বলেন কমিউনিটির এ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই, শুরুতে মাহে রমজানের শুভেচ্ছা জানান। তারপর ইউংলেস ভাইয়ের সূত্র ধরে একজন ইউজানের প্রসঙ্গে কথা বলেন। সুপার এ্যাকটিভ তালিকায় আসার পর যদি নিয়মিত পোষ্ট না করেন এবং সাইফক্সের কিউরেশন করার জন্য যদি পোষ্ট খুঁজে না পাওয়া যায় তাহলে সেটা আপনার জন্য বড় ব্যর্থতা। এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা উপস্থাপন করেন যাতে সবাই বিষয়টি বুঝতে পারে এবং তাদের সুপার এ্যাকটিভ তালিকায় আসাটা আরো বেশী স্বার্থক হয়। তারপর সুপার এ্যাকটিভ তালিকায় থাকা ইউজারদের নমিনেশন নিয়ে কিছু কথা বলেন এবং কিউরেশনের বিষয়টি পরিস্কার করেন। পাওয়ার আপ পোষ্টগুলো সাইফক্সের কিউরেশনের জন্য খুব একটা উপযুক্ত না। তাই বিষয়গুলো খেয়াল রাখতে অনুরোধ করেন।

Untitled-000001.png

তারপর বলেন জেনারেল রাইটিং কিংবা ক্রিয়েটিভ রাইটিং যে পোষ্টগুলো সেখানে পোষ্টগুলোতে যা লেখা হয় তাতে অতিরিক্ত ফটোযুক্ত করার কারনে তার আকর্ষণ নষ্ট হয়ে যায়। এ বিষয়ে বিস্তারিত কথা বলেন এবং সবাইকে বিষয়টি বুঝানোর চেষ্টা করেন। তারপর কমিউনিটির এবিউজিং নিয়ে কথা বলেন, গত সপ্তাহে সর্বোচ্চ সংখ্যার পোষ্ট মিউট করতে হয়েছে। গত সাতদিনে মোট ৩৭টি পোষ্ট মিউট করা হয়েছে। সবাইকে এ বিষয়ে আরো বেশী সতর্ক থাকতে বলেন। পাওয়ার আপ কনটেস্টের ফলাফল ঘোষণা করা হয়েছে, বিজয়ীদের রিওয়ার্ডস যথা নিয়মে চলে যাবে। এ বিষয়ে কারো কোন অভিযোগ থাকলে তার সাথে যোগযোগ করতে বলেন।

এরপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন। শুরুতে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানান। রমজান মাসে আমাদের এ্যাকটিভিটিস কিছুটা কম থাকতে পারে সেটা স্বাভাবিক বিষয় কিন্তু সুমন ভাই যে কথাগুলো বলেছেন সে বিষয়ে (সুপার এ্যাকটিভ তালিকার কিউরেশন নিয়ে) নিজের অভিমত তুলে ধরেন। এই ব্যাপারে তার অভিজ্ঞতা শেয়ার করেন, বিগত সপ্তাহে দুইজন ইউজারের কোন পোষ্ট খুঁজে পান নাই কিউরেশন করার জন্য। তারপর এন্ড্রয়েট এ্যাপ নিয়ে কথা বলেন, ইতিমধ্যে ব্লগিং নিয়ে যার ডেমো শেয়ার করা হয়েছে, ওয়ালেটসহ আরো কিছু কাজ এখনো বাকি রয়েছে, আশা প্রকাশ করেন খুব দ্রুত সেটাও আপডেট করা হবে।

এরপর কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন, শুভ ভাই সকলের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেন এবং সোশ্যাল মিডিয়ায় পোষ্ট প্রমোট করার ক্ষেত্রে হ্যাস ট্যাগগুলো যথাযথভাবে ব্যবহার করার অনুরোধ করেন। এ বিষয়ে নিজের অভিমত তুলে ধরেন। এক্ষেত্রে দুটো ট্যাগ অবশ্যই ব্যবহার করতে হবে #steem এবং $steem । আমার বাংলা ব্লগ ট্যাগ ব্যবহার করা হলে সেগুলো দ্রুত খুঁজে বের করতে শুভ ভাইয়ের জন্য সহজ হয় এবং সেগুলোতে রিএ্যাক্ট কিংবা মন্তব্য সহজেই শেয়ার করা যায়। প্রমোশন আগের তুলনায় অনেক বেশী হচ্ছে। সবাইকে এ জিনিষটি ধরে রাখতে অনুরোধ করে।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে @alsarzilsiam ভাই বলেন। যেহেতু কমেন্ট মনিটরিং টিমে রয়েছি তাই কমেন্ট মনিটরিং নিয়ে দুটি কথা বলতে চাই। এই সপ্তাহের ইউজারদের অনেকেই দাঁড়ি কমা নিয়ে কিছু ভুল করেছে যা আমি তাদের Remark এর ঘরে লিখে রেখেছি আশা করছি আপনারা সবাই উপদেশ মেনে চলবেন। অনেকেই দেখা যায় সপ্তাহের শুরুর প্রথম দিকে এক্টিভিটিস অনেক কম থাকে সপ্তাহের শেষের দিকে এক্টিভিটিস অনেক বেড়ে যায়। যার কারণে কোয়ালিটির অনেকটা পরিবর্তন হয়। এই বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন এবং এমনভাবে কমেন্ট করার চেষ্টা করবেন, যখনই আমরা কাউন্ট করি না কেন আপনাদের কমেন্টের সংখ্যা এবং কোয়ালিটি যেন একই থাকে, ধন্যবাদ।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @rupok ভাই। প্রথমেই সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি রমজানের পবিত্রতা ছুঁয়ে যাক সকলকে। এই মুহূর্তে লেভেল ফোরে কোন মেম্বার নেই। আমি যে কথাটি বলতে চাচ্ছি সেই কথা এর আগেও বলেছি। আপনারা যারা লেভেলের ক্লাস করবেন অথবা মৌখিক পরীক্ষা দেবেন। তারা অবশ্যই এমন জায়গায় থাকার চেষ্টা করবেন যেখানে নেটওয়ার্কের কোন সমস্যা নেই। না হলে আমাদেরকে ক্লাস করাতে এবং পরীক্ষা নিতে অনেক সমস্যা হয়। এমনও হয়েছে নেটওয়ার্ক সমস্যার কারণে একজনের ভাইবা দুইবার বা তিনবারও নিতে হয়েছে। আশা করি এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন।

Untitled-0000012.png

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @kingporos ভাই। নমস্কার সবাইকে। শুরুতেই সকলকে রমজান মাসের শুভেচ্ছা জানাই। আশা করবো আগামী সময় গুলো পরিবারের সাথে ভালো ভাবে কাটাবেন। এরপর চলে যাবো আমার লেভেল নিয়ে। বর্তমানে লেভেল ২ এ একজন ব্লগার আছেন। বিগত সময়ে যিনি ভালো অ্যাক্টিভিটিস করেছেন। যদিও ব্যস্ততার এই সময়ে অ্যাক্টিভিটিস কিছুটা হলেও কম হবে তবে তাকে বলবো যে চেষ্টা করবেন নিজের সুবিধা অনুযায়ীই সব চালিয়ে যাওয়ার। তারপর যারা লেভেল ২ এর ক্লাস করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে, খুব তাড়াতাড়ি আপনাদের ভাইভা নেওয়া হবে। চিন্তা করবেন না। সবশেষে চলে যাবো ইন্যাকটিভ ব্লগারদের নিয়ে। যারা ইন্যাকটিভ থেকে অ্যাক্টিভ হবেন তারা অবশ্যই টিকিট কেটে নওরীন ম্যাডাম কিংবা আমাকে মেনশন করবেন। ধন্যবাদ।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @ayrinbd আপু। শুরুতেই মাহে রমজানের শুভেচ্ছা জানাই সবাইকে, দোয়া করছি প্রত্যেকের জন্য যেন সুস্থ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ এবং 30 রোজা রাখতে পারেন। আজ বেশী কিছু বলব না, আমার আন্ডারে যে ইউজাররা আছেন গেস্ট ব্লগার আপনাদের বলব কন্টিনিউ পোস্ট করুন, ক্লাস করার পাশাপাশি পোস্ট অফ রাখতে হবে এই রুলস কোথাও নেই। আর পোস্ট করলে আপনাদেরই ভাল হবে আপনাদের পোস্টে কোন ভুল হলে সেটা আমরা সহজেই ধরিয়ে দিতে পারব। আর পোস্ট কন্টিনিউ করলে আপনারা যখন লেভেল 2 থেকে 3 তে যাবেন তখন আপনাদের পোস্ট করার অভিজ্ঞতা আরো বেশি বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাদেরই ভালো হবে।

আর আপনারা যারা ভেরিফাইড মেম্বার নিউ মেম্বার রেফার করতে চাচ্ছেন কিন্তু নিউ আইডি ক্রিয়েট করতে পারছেন না আপনারা সেই ক্ষেত্রে দাদার সাহায্য নিতে পারেন। discord এ রেজিস্টার স্টিমিট নামে একটি চ্যানেল আছে সেখানে নিউ আইডি ক্রিয়েট করার নাম দিলেই দাদা কিছু সময়ের মধ্যে একটি নতুন আইডি ক্রিয়েট করে দেবেন। আশা করছি আপনাদের নিউ মেম্বার রেফার করতে বা নিউ মেম্বারকে নিউ আইডি ক্রিয়েট করে দিতে কোন সমস্যা হবে না। আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে।

এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর @tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করেন। আসসালামুআলাইকুম, আশাকরি সকলেই ভাল আছেন।সকলকে মাহে রামাদানের শুভেচ্ছা জানাচ্ছি।আজকে তেমন কিছু বলার নেই,এ সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন তারা মোটামুটি সকলেই ভালো করেছেন। তবে কারও কারও কমেন্টসের সংখ্যা অনেক কম ছিল।চেষ্টা করবেন কমেন্টস যেন 70 টির কম না হয়, আর চেষ্টা করবেন সব ধরনের পোস্টে কমেন্টস করতে এবং ছোটখাট ভুল এবং দাড়ি কমার ব্যাপারে খেয়াল রাখবেন যা বরাবরই বলে যাচ্ছি। এটিই ছিল বলার, অনেক ধন্যবাদ সকলকে।

Untitled-00000123.png

শুভ ভাই ফিরে আসেন তারপর প্রমোশনাল কথা বলেন, শুরুতে এবিবি স্কুল নিয়ে কথা বলেন যতদিন এবিবি স্কুলে থাকবেন বাধ্যতামূলকভাবে এবিবি স্কুলকে ৫% এবং সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারী দিতে হবে। তারপর হিরোইজম নিয়ে কথা বলেন, হিরোইজম আমাদের প্রজেক্ট, এটা বিশ্বব্যাপী প্রজেক্ট, সাপোর্টের সাথে সাথে সাাপ্তাহিক কিউরেশন রিওয়াডর্স প্রেরণ করা হয়, এসপির পরিমান অনুযায়ী। ৫০০ উপর যারা ডেলিগেশন করেছেন তারা নিয়মিত ভোট পাচ্ছেন কিনা জানতে চান? এর পর বলেন কারো ভোট মিসিং হলে সেটা যথাযথ নিয়মে শুভ ভাইকে জানাতে বলেন তাহলে সেটার সাথে বোনাস ভোটও দেয়া হবে। তবে অবশ্যই ২৪ ঘন্টায় একটা পোষ্ট করতে হবে।

এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন, কোন প্রচার ছাড়াই এটা বেশ ভালো অবস্থানে চলে আসছে। এটা খুবই হেলদি একটা প্রজেক্ট, সবাইকে সুবিধা দেয়া হচ্ছে নিয়মিত। যারা বিনিয়োগ করতে পছন্দ করেন তাদের জন্য নির্ধিদ্বায় একটা দারুণ অফার। তারপর সকলের মতামত জানতে চান কারা কারা সাপোর্ট পেয়ে খুশি। এরপর নতুন প্রজেক্ট নিক্সি নিয়ে কথা বলেন, এ প্রসঙ্গে ইতিমধ্যে আমাদের কমিউনিটিতে পোষ্ট করা হয়েছে মডারেটর কর্তৃক, এটা যৌথ প্রজেক্ট। আমাদের প্রতিষ্ঠাতা দাদা যুক্ত রয়েছেন এখানে, সবাইকে এর সুবধিাগুলো নিয়ে বিস্তারিত কথা বলেন এবং উৎসাহ দেন ডেলিগেশন করার যদি সুযোগ থাকে।

তারপর এবিবি চ্যারিটি নিয়ে কথা বলেন, প্রতি বুধবার সবাইকে রিমাইন্ডার দেয়ার চেষ্টা করেন। লিকুইড স্টিম কিংবা বেনিফিশিয়ারী দিয়ে এখানে ডোনেশন করতে পারেন। এবিবি চ্যারিটি হতে কিভাবে সহযোগিতা পাওয়া যাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেন। তারপর এবিবি পিন নিয়ে কথা বলেন, মোট ছয়টি পোষ্ট রয়েছে এখানে। তারপর সেগুলোর ব্যাপারে বিস্তারিত তথ্য শেয়ার করেন। রবিবারের স্টেজ শো নিয়ে কথা বলেন, প্রতিনিয়ত চেষ্টা করা হচ্ছে শোটিকে প্রানবন্ত করে তোলার জন্য। তারপর এ সম্পর্কে কিছু তথ্য শেয়ার করেন সামনের সপ্তাহে কারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তারপর সাইফক্স নিয়ে কথা বলেন, সোমবার হতে রবিবার সাইফক্স সপ্তাহ। এরপর, আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা-৩৩ এর ফলাফল ঘোষণা করেন এবং সকলের অনুভূতি শেয়ার করার সুযোগ দেন ।

Untitled-000001234.png

তারপর কুইজ পর্ব শুরু করার জন্য আরিফ ভাইকে আমন্ত্রন জানান শুভ ভাই, এই পর্বে আরিফ ভাইকে সহযোগিতা করেন মডারেটর রুপক ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং যথারীতি আমি । যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো আগের মতো একই রয়েছে সেহেতু আরিফ ভাই নতুন করে কিছু বলেন নাই, কুইজ পর্ব শুরু করার আগে বলেন বিগত পর্বগুলোর রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হয়েছে। এরপর একে একে চারটি কুইজ শেয়ার করেন, বিজয়ীদের নাম রেকর্ড রাখতে বলেন। তারপর কমিউনিটির প্রতিষ্ঠাতা দাদার পক্ষ হতে চারটি কুইজ শেয়ার করেন এবং বিজয়ীদের রিওয়ার্ডস প্রেরণ করেন। এরপর শুভ ভাই সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন।

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং গানের পর্ব শুরু করার আগে সাথি আপুকে স্টেজে আমন্ত্রণ জানান এবং তার সাথে কৌশল বিনিয়ম করেন। এরপর সাথি আপুকে অনুরোধ করেন গানের পর্বটি পরিচালনা করার জন্য। এরপর সাথি আপু কবিতার ছন্দে অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানান পারফর্ম করার জন্য। একে একে @shyamshundor কবিতা আবৃত্তি, @bristychaki গান, @hiramoni গান, @pujaghosh কবিতা আবৃত্তি, @tuhin002 গজল, @saikat890 গান, @joniprins কবিতা আবৃত্তি, @samhunnahar গজল, @selinasathi1 কবিতা আবৃত্তি করেন।

এরপর শুভ ভাই উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে হ্যাংআউটের সমাপ্তী ঘোষণা করেন।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png

Sort:  
 last year 

চোখের পলকেই যেন দিন কেটে যায়। আর তাইতো দেখতে দেখতে আমরা ৯২ তম হ্যাংআউট অতিক্রম করে ফেললাম। এভাবেই যেন সফলভাবে প্রতিটি হ্যাংআউট আমরা পাড়ি দিতে পারি সেই প্রত্যাশা করছি। যাইহোক ভাইয়া, প্রতি সপ্তাহের মতো এবারও আপনি সাপ্তাহিক হ্যাং আউট রিপোর্ট খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year (edited)

দেখতে দেখতে ৯২ তম হ্যাংআউট হয়ে গেলো।সময় কত দ্রুত ফুরিয়ে যায় তা আমরা বুঝতেই পারিনা। হ্যাংআউট মানেই আনন্দ উপভোগ করার দিন,তাই যত সমস্যার মধ্যে থাকি না কেনো হ্যাংআউট মিস করি না। পুরোটা সময় জুড়ে হ্যাংআউট খুবই মনোযোগ সহকারে শুনি, এবং একটিভ থাকার চেষ্টা করি।তারপর তো যে কথা গুলো মিসিং হয়ে যায় সেগুলো আপনার পোস্টের মাধ্যমে জানতে পারি ভাইয়া সেজন্য আপনার হ্যাংআউট রিপোর্ট টি প্রকাশ হওয়ার অপেক্ষায় থাকি।বিস্তারিতভাবে পোস্ট টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া।

 last year 

দেখতে দেখতে ৯২ তম হ্যাংআউট শেষ হয়ে গেল, আর ৯২ তম হ্যাংআউট পুরো সময় ধরে উপস্থিত ছিলাম। অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে। সত্যি হ্যাংআউট এর পুরো বিষয়ে আপনি আবারো সুন্দরভাবে বিস্তারিত রিপোর্ট করেছেন। এই রিপোর্টটি পড়ে আরো বেশি ভালো লাগলো।

 last year 

এলো রমজান মাস। তারপরেও চেষ্টা করছি গুরুত্বপূর্ণ তথ্য জানতে হ্যাং আউটে যুক্ত থাকার।আর চেষ্টা করব যুক্ত থাকতে।ধন্যবাদ ভাইয়া হ্যাং আউটের সমস্ত তথ্যগুলো সুন্দর ভাবে তুলে ধরার জন্য।

 last year 

সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট দেখে বেশ ভালো লাগলো কারণ আমি ৯২ তম হ্যাংআউটে উপস্থিত ছিলাম না। তবে এর পর থেকেই শুভ ভাইয়ার কথা মতো #steem ট্যাগ ব্যবহার করব ইনশাআল্লাহ।

 last year (edited)

আমার বাংলা ব্লগ-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৯২ অনেক জমজমাট হয়েছে। সত্যি বলতে পুরো সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার হ্যাংআউট এর মাধ্যমে মনে হয় যেন পুরো সপ্তাহের স্বস্তি খুঁজে পাই। আবার হ্যাংআউট মানে মোটিভেশন, পুরো সপ্তাহ জুড়ে যে যেরকম কাজ করেছে, তার একটা মোটিভেশনও বটে। আর এই মোটিভেশন থেকে পুনরায় নতুন উদ্যমে কাজ করার একটি দারুন মাধ্যম হলো বৃহস্পতিবারের হ্যাংআউট।

 last year 

দেখতে দেখতে ৯২ তম হ্যাংআউট হয়ে গেল। আসলেই হ্যাংআউটের দিনটাই আমার কাছে অনেকটা স্পেশাল মনে হয়। বিশেষ করে রমজানের আগের দিন হ্যাংআউট হয়েছে দেখে আরো ভালো লাগলো। সুন্দর একটি পরিবেশ নিয়ে রাতটা কাটল। হ্যাংআউট মানেই তো বিনোদনে ভরপুর। আমার প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের হ্যাংআউটেও অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে এই সপ্তাহের হ্যাংআউটের রিপোর্ট আমাদের মাঝে তুলে ধরলেন।

 last year 

হ্যাংআউট এর পুরো বিষয় আপনি খুবই সুন্দরভাবে রিপোর্ট করেছেন। এই রিপোর্টটি পড়ে হ্যাঙআউট এর সমস্ত বিষয় ভালোভাবে আবারো পড়তে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ ভাই ।

 last year 

আসলে পুরো সপ্তাহ হ্যাংআউট প্রোগ্রামের জন্য অপেক্ষা করে থাকি। সারা সপ্তাহের কাজের ফলাফল জানতে পারি এই প্রোগ্রামের মাধ্যমে, অনেক তথ্যবহুল ব্যাপার জানতে পারি এবং বিনোদন পর্বের কথা তো না বললেই নয়। সবমিলিয়ে হ্যাংআউট হচ্ছে আমাদের প্রাণের প্রোগ্রাম। পুরো প্রোগ্রামটি এত পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.033
BTC 64006.33
ETH 3077.08
USDT 1.00
SBD 3.87