চিকেন আলুর ঝোল রেসিপি || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20220716155736.jpg

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ আছি। আজকের দিনটি কিন্তু দারুন উৎসবমুখর একটা দিন, নিশ্চয় কমিউনিটির ডিসকর্ডের ঘোষণাটি দেখে সবাই বুঝে গেছেন কেন আজ বিশেষ এবং উৎসবমুখর দিন? জ্বী আজকে আমাদের টিনটিন সোনাবাবুর জন্মদিন। সুতরাং আজকের দিনটিকে সুন্দরভাবে উপভোগ করার জন্য বিশেষ আয়োজন করা হয়েছে, বিশেষ হ্যাংআউটের মাধ্যমে। আশা করছি আজকের হ্যাংআউটটি ভিন্নমাত্রা পাবে এবং সকলের উপস্থিতি আরো বেশী আনন্দময় হয়ে উঠবে। এটাই আমার বাংলা ব্লগের বিশেষ আকর্ষণ, আনন্দময় দিনগুলো আরো বেশী রঙিন হয়ে উঠে, উৎসবমুখর পরিবেশে আরো বেশী উপভোগ্য হয়ে উঠে, হৃদয়ের বন্ধনগুলো হয়ে উঠে আরো বেশী ভালোবাসায় পূর্ণ।

দিনগুলো হোক আরো সুন্দর, সময়গুলো হোক রঙিন
রাতগুলো হোক আলোয় ঝলমল, স্বপ্নগুলো হোক অফুরান।
ভালোবাসা-মমতার আকাশ হোক আরো প্রসস্ত
জীবনের প্রতিটি দিন হয়ে উঠুক সুভাষিত বসন্ত।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা- সাথে থাকলো দোয়া
জীবনের সকল স্থরে আসুক সফলতা- সাথে থাকুক পূর্ণতা।

আমার তরফ হতে ছোট্ট একটু ভালোবাসা, কবিতার ছন্দে, কবির হৃদয়ের আবেগেরে মিশ্রনে একটু কিছু লেখা, ভালোবাসার সকল অনুভূতি হয়তো জায়না লেখা, তবুও বিশেষ মুহুর্তের জন্য থাকলো শুভ কামনা। জীবনের প্রতিটি দিন- প্রতিটি ক্ষণ হোক আরো বেশী উজ্জ্বল, রংধনুর রঙিন রংয়ে রঙিন হয়ে পূর্ণতা আসুক নেমে। ভালোবাসার কমতি যেন না আসে কখনো, এভাবেই হাসি মুখে হেরে যাক সমস্যাগুলো। সুখের ছোয়া থাকুক পাশে, সফলতার পূর্ণতার পরশে- শিক্ষা দিক্ষায় আলোকিত হয়ে, স্বপ্ন আসুক বাস্তবতা হয়ে।

তো বন্ধুরা, আজকে অনেক দিন পর আরো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিবো। আসলে ইদানিং সময়ের অভাবে রেসিপি পোষ্টগুলো লেখার খুব একটা সুযোগ পাচ্ছি না। সত্যি বলতে বেশ কিছু রেসিপির পোষ্ট জমে গেছে, সিরিয়ালে মনে হচ্ছে জ্যাম লেগে গেছে, তাই ট্রাফিক ব্যবস্থা উন্নত করে জ্যাম দূর করার চেষ্টা করতে হবে, হি হি হি হি। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখি-

IMG20220716145409.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • দেশী মুরগি
  • আলু
  • পেঁয়াজ
  • আদা রসুন পেষ্ট
  • মুরগির মাংসের মসলা পেষ্ট
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • ধনিয়া গুড়া
  • দারুচিনি ও তেজপাতা
  • লবন
  • তেল।

প্রস্তুত প্রণালীঃ

IMG20220716145508_01.jpg

IMG20220716145529_01.jpgIMG20220716145856.jpg

প্রথমে একটা প্যান চুলায় বসিয়ে তেল গরম করেছি তারপর আলুগুলোকে স্লাইস করে হালকা হলুদ ও লবন দিয়ে ভেজে নিয়েছি।

IMG20220716150020_01.jpg

IMG20220716150041_01.jpgIMG20220716150239.jpg

তারপর একটা পাতিল চুলায় বসিয়ে তেল গরম করেছি এবং দারুচিনি ও তেজপাতা দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি করে দিয়ে হালকা ভেজে নিয়েছি।

IMG20220716150307_01.jpg

IMG20220716150341_01.jpgIMG20220716150405.jpg

তারপর আদা রসুনের পেষ্ট, লবন, হলুদ গুড়া, মরিচ গুড়া ও ধনিয়ার গুড়া দিয়ে পেঁয়াজগুলোকে মিক্স করে নিয়েছি।

IMG20220716150417_01.jpgIMG20220716150441_01.jpg

এরপর মুরগির মাংসের বিশেষ মসলার পেষ্ট দিয়ে মিক্স করেছি এবং কষা করে নিয়েছি।

IMG20220716150454_01.jpg

IMG20220716150553_01.jpgIMG20220716150600_01.jpg

তারপর কষানো মসলার সাথে মুরগির মাংসগুলো দিয়ে মিক্স করেছি এবং বেশ কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি।

IMG20220716151820_01.jpgIMG20220716151950_01.jpg

ঢাকনা সরিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়েছি এবং তারপর সকল উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি।

IMG20220716152036_01.jpgIMG20220716155527_01.jpg

এরপর ঝোলের জন্য পরিমান মতো পানি ঢেলেছি তারপর এভাবে বেশ কিছুটা সময় রান্না করেছি, ঝোলের পরিমান করে একটু গাঢ় হয়ে আসার পর তা নামিয়ে নিয়েছি।

IMG20220716155736.jpg

হয়ে গেলো আমাদের স্বাদের দেশী মুরগির ঝোল, অবশ্য আমি ঝোল খুব একটা পছন্দ করি না তবুও মাঝে মাঝে খেতে হয় বিবাহিত জীবন বলে, হি হি হি। না এমনিতে রান্নাটার স্বাদ দারুণ হয়েছিলো, এটা কিন্তু সত্য।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.png
break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago (edited)

ভালোবাসা-মমতার আকাশ হোক আরো প্রসস্ত
জীবনের প্রতিটি দিন হয়ে উঠুক সুভাষিত বসন্ত।

আমাদের সকলের প্রিয় দাদা এবং বৌদির আদরের এবং আমাদের ভালোবাসার টিনটিন বাবুর আজ জন্মদিন টিনটিন। টিনটিন বাবুর জন্মদিনে আমরা সবাই দোয়া করি সে যেন একজন ভালো মানুষ হয়ে বাবা-মার স্বপ্ন পূর্ণ করতে পারে। আপনি তার জন্মদিন উপলক্ষে অনেক সুন্দর কবিতার লাইন তুলে ধরেছেন পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। কবির ভাষায় ছন্দ ছন্দে আমাদের টিনটিন বাবুকে আশীর্বাদ করেছেন দেখে সত্যিই ভালো লাগলো ভাইয়া। সেই সাথে এই মজার রেসিপি দেখে ক্ষুধা লেগে গেল। বিবাহিত জীবনের সাথে তরকারির ঝোলের সম্পর্ক আজও বুঝলাম না।

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

কিছুদিন আগে দাদা একটি পোস্টে টিনটিন বাবুকে নিয়ে বলেছিল আর এক সপ্তাহ পর তার জন্মদিন। এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম আমার বাংলা ব্লগ কমিউনিটি প্রতিটা মানুষের সেরা দিনটিকে উইশ করতে মিস করেনি। সত্যিই এটা অনেক ভালোলাগার বিষয়। আমার পক্ষ থেকেও টিনটিন বাবুকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। তাছাড়া আজকে আপনি খুব সুন্দর একটি রেসিপি করেছেন ভাইয়া।

 2 years ago 

কবিতাটি অনেক সুন্দর হয়েছে।আর রান্নার কথা তো নাই বা বললাম।মনে হচ্ছে এখনই গরম গরম পোলাও দিয়ে খাওয়া শুরু করি।তবে ঝোল আরেকটু কম থাকলে মনে হয় আরো বেশি ভাল লাগত।

 2 years ago 
আপনার পোষ্টের ছবিগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে ভাই। এত সুন্দর করে আপনি যে ছবিগুলো তুলেছেন আর এই পোষ্টের কোয়ালিটি টা দেখে আমার ভিতরে আমার নিজের পোস্টে কোয়ালিটি তে কিভাবে বাড়াতে হবে সেটা আমি উপলব্ধি করতে পেরেছি। কি করলে পোস্ট সুন্দর হবে । আমি চেষ্টা করব আপনার এই কোয়ালিটি তে পোস্ট করতে। এত সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
 2 years ago 

আজকে আমাদের আনন্দের একটি দিন। আমাদের টিনটিন বাবুর জন্মদিন। আর এই দিনটি আড্ডা আর আনন্দে পার না করলে কি হয়? এজন্যই তো আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা সবাই একসাথে টিনটিন বাবুর জন্মদিন উদযাপন করবো। কবিতার ছন্দে টিনটিন বাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন 🌼। বাই দা ওয়ে আজকের এমন দিনে মজার একটি রেসিপি না খেলে কি হয়🤭। রেসিপিদের মাঝেও ট্রাফিক লাগিয়ে দিয়েছেন 😂। ট্রাফিক শেষ হলে একে একে রেসিপি শেয়ার করিয়েন 🥰। চিকেনটা আরেকটু কড়া করে ভেজে নিলে মনে হয় আরমজা লাগতো। তবে ভুনা করে খেতেও মজা খুব 🤭

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার তৈরি করা চিকেন আলুর ঝোল রেসিপি দেখতে অনেক সুন্দর হয়েছে ভাইয়া। এই রেসিপিটি বাসায় মা রান্না করলে আমি অনেক খাইতাম। কিন্তু এখন আর সেটা সম্ভব হয় না। আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করছেন ভাইয়া।
আপনার জন্য শুভ কামনা রইল

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

হাহাহা কি মজা আজ আর আপনার রেসিপি দেখে জিভে জল আসেনি কারণ আমাদের বাসায় ও আজ মাংস রান্না হাহাহা।আসলে আপনার পোস্টের এর মধ্যে আলাদা ভালোবাসা মজা রয়েছে।।।

টিন টিন বাবাইকে নিয়ে এনাউন্সমেন্ট টা দেখার পর থেকেই আনন্দ লাগছিল।আজকের দিনটা অনেক দারুন শুভ জন্মদিন টিন টিন বাবাই❤️❤️❤️

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.034
BTC 66077.75
ETH 3167.77
USDT 1.00
SBD 4.01