বরবটি আলু দিয়ে কৈ মাছের রেসিপি || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

Recipe Cover-koi.png

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন। ভালো না থাকলেও প্রত্যাশা করি ভালো থাকেন। কারন চারপাশের পরিস্থিতি দেখেই বুঝা যায় ভালো থাকার প্রতিযোগিতায় কতটা এগিয়ে থাকতে পারবেন, সেটা শুধু মাত্র আপনি নিজেই বলতে পারবেন। তবে আমার অবস্থান এবং চারপাশের দৃশ্যাবলী নিঃসন্দেহে ভালো কিছুর ইঙ্গিত করছে না। একটা সময় ছিলো, মানুষ বিকল্প হিসেবে কিছু পন্য ক্রয় করতে পারবো এবং যার মাধ্যমে জীবনের গতিকে সচল রাখতে পারতো। কিন্তু দিন দিন সেই সুযোগটাও সংকোচন হয়ে যাচ্ছে এবং আমরা কেমন জানি পরিস্থিতির কাছে বন্দী হয়ে যাচ্ছি।

ছোট বেলায় দেখতাম চিনির দাম বেড়ে গেলেও গুড়ের দাম সর্বদা নাগালের মাঝেই থাকতো। তারপর চালের দাম বেড়ে গেলে আটার দাম নিয়ন্ত্রনে থাকতো। ফলশ্রুতিতে অনাকাংখিতভাবে হুট করে কোন জিনিষের দাম বৃদ্ধি পেলে সাধারণ মানুষ সেটা নিয়ে খুব বেশী চিন্তা করতো না কিংবা তাদের জীবনের গতিতে অতো বেশী প্রভাব বিস্তার করতে পারতো না। কিন্তু এখন আর সেই সুযোগ নেই, চালের দাম বাড়ার সাতে সাথে হু হু করে আটার দামও বেড়ে যায়, আবার চিনির সাথে সাথে গুড়ের দাম বৃদ্ধি পায়। দেখে মনে হয় একটা আরেকটা খালাতো ভাই, যার কারনে পাল্লা দিয়ে দাম বাড়ে। কিন্তু আফসুসের বিষয় হলো, তাদের খালাতো ভাইদের দাম বাড়ানোর প্রতিযোগিতায়, আমাদের মানে আম জনতার অবস্থা নাভিশ্বাস।

এই পরিস্থিতিতে কতটা সময় আমরা টিকে থাকতে পারবো সেটা দেখার বিষয়। কারন কষ্টকর হলেও আপনি আমি ঠিক টিকে আছি কিন্তু কিছু মানুষ আছে যাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাদের কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখুন। চিন্তার মাঝেও নিজেকে ঠিক রাখার জন্য রেসিপিগুলো ঠিক রাখতে হবে, না হলে খাবারের রুচি কমে যাবে, হি হি হি। আজকেও স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে রেসিপিটি দেখি-

IMG20220706152722_01.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • কৈ মাছ
  • বরবটি
  • আলু
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • আদা রসুন পেষ্ট
  • লবন
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • ধনিয়া গুড়া
  • জিরা গুড়া
  • তেল।

প্রস্তুত প্রণালীঃ

IMG20220706152744_01.jpg

IMG20220706152824_01.jpgIMG20220706152919.jpg

প্রথমে মাছগুলোকে পরিস্কার করে নিয়েছি, যেটা সব সময় আপনাদের ভাবি করে দেয়। তারপর হলুদ, মরিচের গুড়া ও লবন দিয়ে মাখিয়ে নিয়েছি।

IMG20220706153059.jpg

IMG20220706153332_01.jpgIMG20220706154016.jpg

তারপর একটা প্যান চুলায় বসিয়ে তেল ঢেলেছি এবং তেল গরম হলে মাছগুলোকে ভেজে নিয়েছি।

IMG20220706155044.jpgIMG20220706155421.jpg

এরপর একটা পাতিল চুলায় বসিয়ে তেল গরম করেছি এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা ভেজে নিয়েছি।

IMG20220706155433_01.jpgIMG20220706160504_01.jpg

তারপর সেগুলোর সাথে হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুড়া ও লবন দিয়ে কষা করার চেষ্টা করেছি।

IMG20220706160523_01.jpgIMG20220706160616.jpg

কষা হয়ে গেলে সেগুলোর সাথে বরবটি ও আলু স্লাইস দিয়ে মিক্স করে নিয়েছি।

IMG20220706160627.jpgIMG20220706161859.jpg

এরপর একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি যাতে আলু বরবটি সিদ্ধ হয়ে যায়।

IMG20220706164614_01.jpgIMG20220706164638_01.jpg

তারপর পরিমান মতো পানি দিয়ে বেশ কিছু সময় রান্না করেছি এবং ভেজে রাখা কৈ মাছগুলো উপর দিয়ে দিয়েছি।

IMG20220706165433_01.jpgIMG20220706170509_01.jpg

তারপর কাঁচা মরিচ স্লাইস করে দিয়েছি এবং ঝোলের পরিমান কমে আসলে তা নামিয়ে নিয়েছি।

IMG20220706172123_01.jpg

রান্না হয়ে গেলো আমাদের আজকের স্বাদের কৈ মাছ আলু বরবটি দিয়ে। যদিও আমি ঝোল পছন্দ করি না কিন্তু তবুও মাঝে মাঝে স্বাদের তরকারির ক্ষেত্রে পাতলা ঝোল রাখি।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break2.jpg
Leader Banner-Final.pngbreak2.jpg

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break2.jpg

Banner Annivr4.png

Sort:  
 2 years ago (edited)

সত্যিই ভাইয়া, বর্তমানে বিকল্প পথগুলিও বন্ধ হয়ে গেছে।যাইহোক আপনার বরবটি আলু দিয়ে কৈ মাছের রেসিপিটি চমৎকার হয়েছে।কই মাছগুলো বেশ স্বাস্থ্যবান,তাছাড়া আপনার রান্নার পদ্ধতিটি দারুণ ছিল আমাদের মতো।এই ধরনের মাছ খুবই টেস্টি খেতে।কই মাছ ভাজি খেতে বেশি মজার। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কই মাছ ছোট হলেও এর থেকে সুস্বাদু মাছ আর কোন মাছ নেই। বরবটি আলুর স্বাদকে কৈ মাছ যে আরও বাড়িয়ে দিয়েছে তা আপনার রান্নার ছবি দেখেই বোঝা যাচ্ছে । তাছাড়া প্রত্যেকটা পদক্ষেপ খুব সুন্দর ভাবে বর্ণিত হয়েছে। ধন্যবাদ দারুন একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই ঠিক বলেছেন বর্তমান পরিস্থিতি পুরো অন্যরকম তাতে আসলে কতদিন মানুষ টিকবে সেটাই বড় কথা ৷যাই হোক আপনার বরবরটি আলু দিয়ে কৈ মাছ রেসেপি টি অনেক সুন্দর হয়েছে ৷ধন্যবাদ ভাই

 2 years ago 

বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার কারণে বেশিরভাগ মহাজনেরাই রিজার্ভ করা শুরু করেছে যেটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। ভাইয়া আপনার আজকের রেসিপিটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। কথায় আছে মাছের মধ্যে কৈ মাছ হল সবচেয়ে সুস্বাদ এবং দামি একটি মাছ। তেমনি বরবটিও একটি উন্নত মানের সবজি। কৈ মাছ এবং বরবটি সবজির একটি অতি লোভনীয় রেসিপি পোস্ট আমাদের উপহার দেয়ার জন্য রোমান্টিক ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বরবটি আলু দিয়ে কৈ মাছের রেসিপি দেখেই তো আমার জিভে জল চলে এলো। লোভ সামলাতে পারছি না আর। সত্যি ভাইয়া এভাবে কখনো বরবটি আলু দিয়ে কৈ মাছ রান্না করে খাইনি কিন্তু আপনার এভাবে রেসিপিটি তৈরি করা দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু ছিল। গতদিন আমি শুধু কৈ মাছ রান্না রেসিপি শেয়ার করেছি। কৈ মাছ খেতে আসলে অনেক ভালো লাগে। আর আমরা বাঙালি তাই মাছ আমাদের অতি প্রিয় একটি বস্তু। শুভকামনা রইল ভাইয়া প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

কৈ মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। আপনি বরবটি আলু দিয়ে কৈ মাছের চমৎকার একটা রেসিপি তৈরি করেছেন। রেসিপি টির কালার দেখে মনে হচ্ছে খেতে ও অনেক মজা হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

ভাইয়া জীবত অবস্থায় কৈ মাছ গুলো দেখার দরকার ছিল। দেশি না কি বিদেশি। দেশি হলে তো ভাল বাট বিদেশি হলে তো আবার খেতে পারি না। তবে আপনার রেসিপিটা দেখে ভালই লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বরবটি আলু দিয়ে কৈ মাছের রেসিপি দেখেই তো খেতে ইচ্ছে করছে। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে বর্ণনা করেছেন। এতে করে বুঝতে অনেক সুবিধা হয়েছে। এখন যে কেউ আপনার এই পোস্টটি দেখলে নিজেই বাসায় তৈরি করতে পারবেন। এত সুন্দর একটি রেসিপি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 2 years ago 

এই পরিস্থিতিতে কতটা সময় আমরা টিকে থাকতে পারবো সেটা দেখার বিষয়।

ঠিকই বলেছেন ভাইয়া যে অবস্থা চলতেছে খালাতো ভাইয়েরা পাল্লা লাগাইছে আর আমরা নিরব দর্শক হয়ে দেখতে আছি।। কিছুই করার নেই সবকিছুই আমাদের নাগালের বাইরে শুধু শুধু মুখ বুঝে মেনে নিতে হচ্ছে কেননা জীবন ধরন তো করতেই হবে আর জীবন ধারণ করতে গেলে এই ধরনের উপাদানগুলো তো আমাদের লাগবেই।।

কই মাছ আমার খুবই ফেভারিট ছোটবেলায় পুকুর অথবা ডোবা থেকে বশির মাধ্যমে অনেক মাছ 🐟 ধরতাম যার মধ্যে কৈ মাছের পরিমাণটাই বেশি থাকতো বাড়িতে নিয়ে আসলে মা ভাজি করে দিতে অথবা ভুনা করে দিতে খেতে খুবই ভালো লাগতো।। আপনার রেসিপিটি খুব লোভনীয় দেখাচ্ছে খেতে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল।।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65897.19
ETH 2706.68
USDT 1.00
SBD 2.88