Diy-"অর্ধঈগল পাখির চিত্র অঙ্কন"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার

বন্ধুরা, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমি সপ্তাহে একটি করে অঙ্কন পোষ্ট করার চেষ্টা করি।তাই আজও চলে আসলাম নতুন একটি অঙ্কন নিয়ে।সেটি হলো-"অর্ধঈগল পাখির চিত্র অঙ্কন"।

ঈগল পাখি সম্পর্কে কম-বেশী আমরা সবাই জানি।এরা খুবই তীক্ষ্ণ শিকারী হয়।আর দেহের আকার অন্যান্য পাখিদের চেয়ে অনেক বেশি বড়ো হয় সূচালো ভোতা ঠোঁট ,নখগুলো বেশ ধারযুক্ত এবং ঈগল পাখির পালকগুলি খুবই বড়।পাখি আমাদের সকলেরই পছন্দের ।আর আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে ঈগল পাখির সুন্দর শিকারী চোখ।তো আজ আমি অঙ্কন করেছি "অর্ধঈগল পাখির চিত্র"।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন অঙ্কনটি শুরু করা যাক------

IMG_20220624_212016.jpg

◆উপকরণ:

1.সাদা কাগজ
2.পেন্সিল
3.রবার
4.কালো রঙের বলপেন

◆অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ 1

IMG_20220624_211743.jpg

প্রথমে আমি অঙ্কনের উপকরণগুলি নিয়ে নেব।যেমন পেনসিল, রবার ইত্যাদিসমূহ।

ধাপঃ 2

IMG_20220624_211756.jpg

এরপর ঈগলের সুন্দর তীক্ষ্ণ ঠোঁট একে নেব পেন্সিলের সাহায্যে আঁকাবাঁকা করে।

ধাপঃ 3

IMG_20220624_211807.jpg

এবারে ঠোঁটের পাশ দিয়ে ঈগল পাখির মাথার চিত্র অঙ্কন করে নেব।

ধাপঃ 4

IMG_20220624_211824.jpg

এরপর ঈগলের অর্ধেক চিত্র অর্থাৎ বডি অঙ্কন করে নিলাম।

ধাপঃ 5

IMG_20220624_211843.jpg

এবারে আমার হাতের একটি ছবি তুলে নিলাম।

ধাপঃ 6

IMG_20220624_211857.jpg

তো এরপর পেনসিল দিয়ে একে নেব ঈগল পাখির সবথেকে সুন্দর চোখ।যেটি খুবই শিকারী ও তীক্ষ্ণ দেখতে।

ধাপঃ 7

IMG_20220624_211917.jpg

এবারে পেনসিল দাগের উপর দিয়ে আমি কালো রঙের বলপেন দিয়ে একে নেব।

ধাপঃ 8

IMG_20220624_211938.jpg

এরপর পেন দিয়ে একে নেওয়া হয়ে গেলে রবার দিয়ে পেনসিল দাগগুলো ঘষে তুলে নেব এবং কালো বলপেন দিয়ে ঈগলের বডির ভিতরে অঙ্কন করে নেব।

ধাপঃ 9

IMG_20220624_211959.jpg

তো এভাবে পেন দিয়ে ঈগল পাখির পালক একে নিয়ে তারপর আবারও পেনসিল দিয়ে একে নেব ঈগল পাখির বডির ভিতরে ও ঠোঁটটি পেনসিল দিয়ে হালকা সেপ করে নেব।

ধাপঃ 10

IMG_20220624_212056.jpg

সবশেষে আমার নাম লিখে দিলাম ঈগলের বডির পাশে মাঝবরাবর।তো অঙ্কন করা হয়ে গেল আমার "অর্ধঈগল পাখির চিত্র"। যেটি দেখতে খুব সুন্দর লাগছিল।

আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের আর্টটি।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 
 2 years ago 

আপনি অনেক সুন্দরভাবে অর্ধ ঈগল পাখির চিত্রঅংকন আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার ঈগল পাখির চিত্রঅংকন দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ঈগল পাখি দেখে আমি অনেক ভয় পাই। ঈগল পাখির ঠোঁট আপনি অনেক অসাধারনভাবে আকিয়েছেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

পাখি তো আমার খুবই পছন্দ ,সুতরাং ভয় পাওয়ার কিছু নেই আপু।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার অঙ্কিত অর্ধ ঈগল পাখির চিত্রটি দেখতে ভারী সুন্দর হয়েছে। আপনি ঈগল পাখির ঠোঁট এবং চোখ এতটাই নিখুঁত করে তৈরি করেছেন যা বলার বাইরে। ঈগল পাখি খুবই তীক্ষ্ণ শিকারি তা আপনার চিত্রের মাঝে ফুটে উঠেছে। এত সুন্দর নিখুঁত ভাবে অর্ধঈগল পাখিটির চিত্রাংকন করে প্রতিটি ধাপ দেখিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার উৎসাহভরা সুন্দর মন্তব্যের জন্য।

কলম দিয়ে এত সুন্দর একটি ঈগলের অর্ধ মুখের ছবি আপনি এঁকেছেন তা দেখে সত্যিই বিমোহিত হলাম। এত সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন যে তা দেখে আমি চেষ্টা করলেই পারবো ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আপু। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো।

 2 years ago 

অবশ্যই ভাইয়া, চেষ্টা করলে আপনি ও পারবেন।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি খুব চমৎকার করে পেন্সিল দিয়ে অর্ধঈগল পাখির চিত্র অঙ্কন করেছেন। অর্ধঈগল পাখির চিত্র অঙ্কনটি আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে এর গলার অংশের কাজ গুলো আমার কাছে অসাধারণ লেগেছে। আপনি চিত্র অঙ্কনের ধাপগুলো পর্যায়ক্রমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বেশ ভালো হয়েছে আপনার উপস্থাপনা।

 2 years ago 

আপনার কাছে চিত্রটি ভালো লেগেছে ভাইয়া এতেই আমার অঙ্কনের সার্থকতা।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঈগলটি যদিও অর্ধেক তবুও বেশ সুন্দর। বেশ নিখুঁত ভাবে বর্ণনা করেছেন অঙ্কনের প্রতিটি ধাপ। আর আরো অর্ধেক হয়তো আগামী কোন পোস্টের মাধ্যমে আপনার কাছ থেকে পাবো আশা রাখি।
ধন্যবাদ আপু আপনার এমন সৃষ্টিশীল কর্ম আমাদের মাঝে নিয়ে আসার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে পেন্সিল দিয়া অর্ধ ঈগল চিত্র অঙ্কন করেছেন। আপনার চিত্র অংকন টি অনেক নিখুঁতভাবে করেছেন যা দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ দিদি এত সুন্দর একটি চিত্র অংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনাকে ও ধন্যবাদ আপু, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আমার কাছেও ঈগল পাখির শিকারি চোখ ভালো লাগে। আপনার অংকন করা ঈগল পাখি টি অসম্ভব সুন্দর লাগছে দিদি। বিশেষ করে চোখ খুব সুন্দর ভাবে অংকন করেছে। আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার ড্রয়িং টি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর একটি ড্রয়িং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে পাখিটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনি খুব চমৎকারভাবে অর্ধ ঈগল এর ছবি এঁকেছেন। এই প্রথম কেউ আমাদের কমিউনিটি তে ঈগলের ছবি আপলোড করলো। অনেক সুন্দর হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে বর্ণনা এবং উপস্থাপনা করেছেন দেখে বেশ ভালো লাগলো।

 2 years ago 

আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো আপু,অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অর্ধ ঈগল পাখির চিত্র দেখে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে পাখিটির ঠোঁটের অংশটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তাছাড়া প্রাকৃতির শরীরের কিছুটা অংশেও খুব সুন্দর ডিজাইন করেছেন। এরকম সুন্দর চিত্রাংকন শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু,আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.032
BTC 64555.14
ETH 3086.03
USDT 1.00
SBD 3.85