আমার অনুভূতির মিশেলে "মূল্য" (10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।যাইহোক আজও আমি হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন কোনো বিষয় নিয়ে। মাঝে মাঝে এইসব অনুভূতিগুলো আমাকে ভাবাতে সাহায্য করে।সেটি হলো-"মূল্য"

pexels-photo-6289031.jpeg
সোর্স

মূল্য বলতে সাধারণভাবে আমরা দাম বা দরকে বুঝে থাকি।আর এই দাম বা দর শুধুমাত্র বাজারের আলু-পটল কেনার ক্ষেত্রে হয় না।এটা মানুষের জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য।কারন সমাজে বেঁচে থাকতে গেলে প্রত্যেকেই তার নিজ সম্মান বা নিজের মূল্যকে ধরে রাখতে ইচ্ছুক। তবে সেই মূল্য অর্জন করার জন্য নিজের অবস্থান নির্ধারিত হওয়া অত্যন্ত আবশ্যক।যেটি একদিনে সম্ভব নয়,দীর্ঘদিন ধরেই প্রচেষ্টার দ্বারা নিজ কর্ম বা পরিশ্রমের মাধ্যমেই অর্জিত হয় সামাজিক সম্মান বা মূল্য।

◆অবস্থান
সেই অর্জিত অবস্থান বা জায়গার সঠিক মূল্য যদি কেউ না বুঝে থাকে তাহলে তাকে জায়গা করে দিতে হবে সেই সময়টাকে পেরিয়ে যাওয়ার জন্য।কারণ সফল মানুষটিই জানেন সেই সম্মান বা মূল্য বা সেই জায়গাটাতে পৌঁছাতে কতটা কষ্ট করতে হয়েছে।তাই অপ্রয়োজনীয় মানুষের সঙ্গে কথা বলে সময় নষ্ট করা কখনো উচিত নয়।তাছাড়া যে ব্যক্তি সঠিক অবস্থান বা মূল্য সম্পর্কে জ্ঞাত নয় তাকে তার জায়গার মূল্য বা অবস্থান অবশ্যই বুঝিয়ে দেওয়া উচিত।

◆নষ্ট সময়
আমাদের সমাজের মানুষরা অন্যের বিষয় নিয়ে বেশি আলোচনা বা ঘাটাঘাটি করে থাকেন ফলে তার মূল্যবান সময়গুলি নষ্ট হয়ে যায়।আজ হয়তো মানুষেরা নিজে থেকে সময় নষ্ট করার ফলস্বরূপ আগামীকাল সময় আমাদেরকেই নষ্ট করে কয়েক গুণ পিছিয়ে দেবে।কিন্তু মানুষেরা এটিকে সহজভাবে না নিয়ে বিভিন্ন বিশ্বাসী দেবতাদেরকে দোষারোপ করেন।যেটা মোটেও কাম্য নয় বর্তমান সমাজের জন্য।

◆কিছুটা সময় বাঁচিয়ে
সমাজের অপ্রয়োজনীয় মানুষের সঙ্গে কথা না বলে সেই সময়কে কাজে লাগিয়ে আমরা অনেক কিছুই করতে পারি।সময়ের মূল্য দেওয়ার অবশ্যই প্রয়োজন রয়েছে কিন্তু কিছু সময় নিজের ভালো লাগার জন্য বাঁচিয়ে রাখা উচিত।ব্যস্ততা নিয়েই মানুষের জীবন।কিন্তু অবলা জীবের জন্য ও কিছুটা সময় বাঁচিয়ে রাখার আবশ্যকতা রয়েছে।

আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

আপনি সুন্দর কিছু কথা আমাদের সাথে সেয়ার করেছেন। এটা সত্য কথা যে আমার ঠিক ভাবে সময়ের মূল্যায়ন করি না। সময়কে অপচয় করি। বেহুদা বিনা লাগে সময় ব্যায় করি। ধন্যবাদ আপু সুন্দর একটি পোষ্ট পড়লাম।

 2 years ago 

সময়কে যথাযথ মূল্য দিতে হবে, অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66181.33
ETH 2700.56
USDT 1.00
SBD 2.88