DIY - এসো নিজে করি : একটি হরিণের চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি কালারফুল একটি হরিণের চিত্রাংকনকরেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

247335561_200778098745008_2077171713668926663_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি হরিণের শরীরের অংশ চিত্রাংকন করি। এমনভাবে পেন্সিল দিয়ে চিত্রাংকন করেছি যে যেন হরিণটি বসে আছে দেখে সেটা বোঝা যায়।

247664064_279709620619883_2679347051613088680_n.jpg247330752_1317084675410600_2165278693329187969_n.jpg

ধাপ - 2

এরপর হরিণের টানা টানা চোখ চিত্রাংকন করলাম পায়ের অংশ কিছু বাকি ছিল সেগুলো চিত্রাংকন করলাম। এবং শরীরের উপরে হালকা হালকা পেন্সিল দিয়ে দাগ দিলাম।

247332624_622411955592357_1085358412639720622_n.jpg

ধাপ - 3

এরপর হরিণের চারপাশে পাশে সবুজ ঘাস বোঝানোর জন্য জল রং দিয়ে হরিণের চারপাশে রং করলাম।

247448685_590092665640922_395268402679763063_n.jpg

ধাপ - 4

এরপর চারপাশ আরো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফুলের বাগানের মত চারপাশে ফুল দিয়ে দিলাম।

247510354_208364534739190_4632151154831836191_n.jpg

ধাপ - 5

এরপর হরিণের শরীরের রং করলাম। জলরং এর ব্যবহারের মাধ্যমে প্রথমেই পুরো শরীর রং করলাম চোখ আর নাক বাদ দিয়ে।

247248313_873897049981159_6250540316380119559_n.jpg

ধাপ - 6

এরপর গাঢ় বাদামি রং ব্যবহার করে শরীরের বিভিন্ন জায়গায় রং করলাম।

247584504_919422088953112_4639171785926293645_n.jpg

ধাপ - 7

এরপর হরিণের নাক, চোখ এবং পায়ের নিচের অংশ মার্কার পেন দিয়ে কালো রং করলাম। এবং পাশাপাশি সাদা রং দিয়ে হরিণের গায় সাদা সাদা ফোটা ফোটা দিলাম। এভাবে আমি সমাপ্ত করলাম আমার হরিণের চিত্রাংকন।

247436225_178777581096781_896443267476353353_n.jpg

চূড়ান্ত পদক্ষেপ
247367171_1019611855555649_742410352741402061_n.jpg247293627_1020998251966940_7814685054795101512_n.jpg


আমার পেইন্টিং এর সাথে আমার ছবি

247974041_465932938078983_7737469315017187887_n.jpg

#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 23 অক্টোবর , 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

আপু আপনি যে খুব সুন্দর আর্ট করতে পারেন এটা অনেক আগেই আমি দেখেছি। আপনার এবারের আর্ট টিও চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে বর্ণনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু। আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো ভালো ভালো চিত্রাংকন আপনাদের সাথে শেয়ার করতে পারি।

 2 years ago 

খুব চমৎকার একটি অংকন ছিল। একদম মনে হচ্ছিল বাস্তব একটি হরিন। আপনার ছবি আঁকার হাত নিতান্তই দারুন।
শুভ কামনা সবসময়ই রয়েছে 🥀

 2 years ago 

বাহ দারুন আর্ট করছেন তো। কালার কম্বিনেশন খুব ভালো হয়ছে। তবে হরিণের দুইটা শিং দিলে আরো ভালো হতো। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

ভাইয়া এটা বাচ্চা হরিণ। আর আমার জানামতে বাচ্চা হরিণের শিং হয়না তাই আমি সিং দেইনি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

বাহ্,,,, আপু অনেক সুন্দর একটা ড্রইং করেছেন। জল রঙের সাহায্যে আপনার সুন্দর দক্ষ হাতে ফুটে উঠেছে হরিণের বাচ্চার ছবিটা। আপনার ছবি অংকন করার দক্ষতাটা অনেক সুন্দর। ধাপগুলো খুব সুন্দর ছিল।
শুভ কামনা থাকল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। চেষ্টা করেছি ধাপগুলো সুন্দর ভাবে বুঝিয়ে লেখার জন্য যেন সবাই পড়লেই বুঝতে পারে আমি কিভাবে আমার পুরো চিত্রাংকন করেছি।

 2 years ago 

আপনার হরিণ অংকটি অনেক সুন্দর হয়েছে আর ধাপে ধাপে যে ছবিগুলো দিয়েছেন সেগুলো দেওয়াতে আপনার পোস্টটি অনেক সুন্দর লাগছে।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর কমেন্ট করার জন্য।

 2 years ago 

আপনি অসাধারণ আর্ট করতে পারেন দেখছি। আপনার আর্ট দেখে আমি মুগ্ধ। অঙ্কিত হরিণটি চমৎকার হয়েছে। হরিণটি সুন্দর রং করেছেন মনে হচ্ছে এটা সত্য হরিণের ছবি তোলা। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমি সত্যি অনেক আনন্দিত যে আপনার কাছে আমার আর্ট ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনাদের হরিণ অঙ্কন করা যায়। আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর একটা অংকন করা দেখে। আশা করব আরো অনেক সুন্দর জিনিস নিয়ে মাঝি উপস্থাপনা করবেন

 2 years ago 

ধন্যবাদ আপু দোয়া করবেন যেন আরো ভালো ভালো চিত্রাংকন শেয়ার করতে পারি আপনাদের মধ্যে।

 2 years ago 

আপু আপনার অংকন বরাবরের মতো এবারও সুপারহিট। আপনার অংকন যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। তার প্রতিটি অঙ্কন চিত্র আমার অনেক ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আরে আপু আমি তো প্রথমে ভাবছি আপনি ফটোগ্রাফি শেয়ার করেছেন এতো সুন্দর হয়েছে হরিণের শাবক কি বলব। ধাপে ধাপে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ওয়াও আপু ,আপনার হাতে অনেক যাদু আছে।আপনি অনেক সুন্দর ভাবে একটি হরিণের চিত্রাংকন করছেন।আমার কাছে অনেক ভালো লাগছে।আপনার জন্য অনেক শুভ কামনা রইল।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.034
BTC 66095.77
ETH 3184.92
USDT 1.00
SBD 4.12