DIY - এসো নিজে করি : নিজের পছন্দের বিল্ডিং 🏢 এর চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি আর্ট পোস্ট শেয়ার করছি। আপনারা কম বেশি সবাই জানেন আমি আমার পছন্দের জিনিস এর চিত্রঅঙ্কন করতে খুব ভালোবাসি। সেইসাথে আমার কল্পনায় যে জিনিসটা পছন্দ, সেটিও চিত্রাংকন করতে পছন্দ করি‌। কারন আমি আমার এই পছন্দের জিনিসগুলো আপনাদের সামনে চিত্রাংকন এর মাধ্যমে প্রকাশ করতে ভালোবাসি। চিত্রাংকন ‌মনোভাব প্রকাশের অনেক বড় একটি মাধ্যম। তাই আজকে ও আমি এই মাধ্যম ব্যবহার করে আমি আমার পছন্দের এবং স্বপ্নের বিল্ডিং এর চিত্রাংকন করে নিলাম। এবং সে চিত্রাংকন সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের সাথে সুন্দর এবং সহজ উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ❤️।

277046044_1141035539801270_6703142896407973956_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে ‌একটি বিল্ডিং এর জন্য কয়েকটি বক্স এর চিত্রাংকন করে নিলাম।

276973990_384721993431720_1158735705104149935_n.jpg276019065_306919618207074_4482588315885090508_n.jpg

ধাপ - 2

এরপর পুরো বিল্ডিং এর অবয়ব ভালোভাবে অঙ্কন করে নিলাম। সেইসাথে বিল্ডিং এর সামনের সিঁড়ি এবং প্রবেশের জায়গা অঙ্কন করে নিলাম।

277115885_355571303249859_6279805065974573447_n.jpg277111091_1303733063448721_6433993410638083727_n.jpg

ধাপ - 3

এরপর পেন্সিল দ্বারা অঙ্কিত পুরো চিত্রাংকন টি কালো মার্কার পেন দিয়ে গাঢ় করে নিলাম।যাতে চিত্রাংকন টি ভালোভাবে ফুটে ওঠে।


276953361_248957044029127_4872209836016368061_n.jpg


ধাপ - 4

এরপর বিল্ডিং এর ভিতরের অংশ এবং বাহিরের অংশ বোঝানোর জন্য কলম দিয়ে কিছু হ্যাচ অঙ্কন করে নিলাম। এতে চিত্রাঙ্কনে কিছুটা বাস্তব রূপ ফুটে উঠেছে।

276953361_248957044029127_4872209836016368061_n.jpg276019065_306919618207074_4482588315885090508_n.jpg

ধাপ - 5

বিল্ডিংয়ের হ্যাচ ডিজাইনের কাজ শেষ করে, শুরু করলাম রংয়ের কাজ। গাছে হালকা সবুজ এবং আকাশে হালকা নীল রং দ্বারা আবছোয়া ভাবে রং করে নিলাম।
এবং এভাবেই আমি আজকে আমার পছন্দের বিল্ডিং এর চিত্রাংকন সম্পন্ন করলাম।

277151678_1100228577376688_8791999819206146454_n.jpg277032408_480914110185603_920272889897658636_n.jpg

চূড়ান্ত পদক্ষেপ
277046044_1141035539801270_6703142896407973956_n.jpg277111437_674113507716230_1635869177143729310_n.jpg
275930441_952806118766759_4078844825306057440_n.jpg277112055_801136854231130_2649060545845812535_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 26 মার্চ, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

আপনার উপস্থাপন করা বিল্ডিং এর চিত্র অংকন টি দেখতে জাস্ট অসাধারণ দেখাচ্ছে ।আপনি একদম প্রফেশনাল ভাবে বিল্ডিং এর চিত্র অংকন টি তৈরি করে আমাদের মাঝে প্রস্তাব করেছেন। আপনার ক্রিটিভিটি দেখে অনেক মুগ্ধ হলাম ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। দোয়া করবেন যাতে এভাবেই সুন্দর কাজ গুলো শেয়ার করে মুগ্ধ করে যেতে পারি এবং আপনাদের কাছ থেকে সুন্দর কমেন্ট গুলো পেতে পারি। ভালো থাকবেন এবং শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ওয়াও আপনি দারুন একটি বিল্ডিং এর চিত্র অঙ্কন করেছেন আসলেই বিল্ডিং দেখতে বেশ চমৎকার। আপনি আপনার অঙ্কন পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর কমেন্টের জন্য। আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

নিজের পছন্দের বিল্ডিংয়ের চিত্র অঙ্কন করেছেন। আমার বেশ ভালো লাগলো। আসলেই আপু এগুলো করতে অনেক দক্ষতার প্রয়োজন হয় এবং অনেক সময়ের প্রয়োজন হয়। আপনি দারুণ দক্ষতায় কাজটি সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া প্রতিনিয়ত ও আমার পোস্টের সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য। খুব ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে। ঠিক বলেছেন ভাই এই ধরনের চিত্রাংকন করতে সময়ের প্রয়োজন হয়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ওয়াও আপু আপনার খুব সুন্দর একটি বিল্ডিং পছন্দ তো আমার কাছে আপনার বিল্ডিংটি কিন্তু দারুন লাগল ।এই ধরনের বিল্ডিং গুলো দেখতে আসলে খুবই ভালো লাগে। আপনি এতো সুন্দর করে বিল্ডিংটি কিভাবে আঁকলেন আপু। খুবই চমৎকার হয়েছে বিল্ডিংটি আঁকা ।সিঁড়িগুলো দেখে মনে হচ্ছে একেবারে সত্তিকারের সিঁড়ি বেয়ে যাচ্ছে সত্যিই দারুণ এঁকেছেন।

 3 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর করে আমার চিত্রাংকন পোস্ট এর প্রশংসা করার জন্য। খুব ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে। আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপু। আশা করছি সবসময় এমন সুন্দর কমেন্ট গুলো নিয়ে পাশে থাকবেন।

 3 years ago 

নিজের পছন্দের খুব সুন্দর একটি বিল্ডিং এর চিত্রাংকন করেছেন আপু। সত্যি অনেক অসাধারণ হয়েছে আপনার চিত্রাংকন। আপনি অনেক দক্ষতার সাথে এই চিত্র অঙ্কন করেছেন। সত্যি এরকম চিত্রাংকন করতে অনেক দক্ষতার লাগে। আপনার অনেক দক্ষতা আছে তাই আপনি এত সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। খুব ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে এবং পরবর্তীতে এ ধরনের কাজ করার জন্য অনেক অনুপ্রাণিত বোধ করলাম। সত্যিই একজন আপনার উপর অনেক কৃতজ্ঞ রইলাম আপু। আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনি অনেক সুন্দর হবে একটি বিল্ডিং আর্ট করেছেন । সুন্দরভাবে তৈরি করার পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

খুবই সুন্দর একটি বিল্ডিং এর চিত্র অঙ্কন করেছেন আপনি। আপনার অঙ্কন করা বিল্ডিং এর চিত্র টি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাদের কাছে আমার কাজ ভালো লাগলেই আমার পরিশ্রম সার্থক। সত্যি কমেন্টটি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সত্যি আপু আপনার যেমন দক্ষতা এবং আপনার পছন্দ ঠিক ততটাই সুন্দর। আর নিজের কল্পনার বহিঃপ্রকাশ ঘটাতে কার না ভালো লাগে। খুবই সুন্দর হয়েছে আপু আপনার আর্ট টি। অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন প্রতিটি ধাপ। ধন্যবাদ এত সুন্দর একটি
আর্ট আমাদের মাঝে উপহার দেয়ার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া কল্পনায় বহিঃপ্রকাশ ঘটাতে কার না ভালো লাগে।এবং আমি মনে করি চিত্রাংকন সবচেয়ে বড় একটি মাধ্যম ও কল্পনার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য। এজন্যেই আমি চেষ্টা করি সুন্দর ভাবে ধাপগুলোকে উপস্থাপন করার জন্য আপনাদের মাঝে। যাতে আপনারাও শিখে নিয়ে আপনাদের কল্পনার বহিঃপ্রকাশ ঘটাতে পারেন সুন্দর সুন্দর চিত্র অংকন এর মাধ্যমে। ধন্যবাদ ভাইয়া এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনি খুব সুন্দর একটি চিত্রাংকন করেছেন। নিজের পছন্দের বিল্ডিং দেখে আমার খুবই ভালো লেগেছে। বিল্ডিংটা আমার নিজেরও খুব পছন্দ হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এত গুছিয়ে সুন্দর করে আমার পোস্টে কমেন্ট করার জন্য। এই ধরনের কমেন্ট গুলো সত্যিই খুব ভালো লাগে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু আপনার স্বপ্নের বিল্ডিং কিন্তু সত্যিই অসাধারণ লেগেছে। যদি সত্যিকারে এইভাবে একটা ঘর তৈরি করা যায় নিশ্চয়ই অসাধারণ লাগবে। নিজের কল্পনা আর বিষয়গুলো আঁকা এটাই হচ্ছে একজন আর্টিস্ট এর বৈশিষ্ট্য। অনেক সুন্দর একটা চিত্রাংকন আমাদের মাঝে নিয়ে এসেছেন। আপনার প্রত্যেকটা চিত্রাংকন বেশ ভালো লাগে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু সত্যিকারে ধরনের বিল্ডিং তৈরি করতে পারলে খুবই অসাধারণ হবে। ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য। আপনাদের কমেন্ট গুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে ভালো কাজের প্রতি। এভাবেই সুন্দর কমেন্ট দিয়ে পাশে থাকবেন আশা করছি। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65792.18
ETH 2695.80
USDT 1.00
SBD 2.90